![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
কৌশলী নিবৃত্ত যোজন দূরে
আমার বসবাস সন্ধ্যা হয়ে
নীলাভ রাত করেছে গৃহত্যাগী
একটি চন্দ্রের জোছনা জমাটবদ্ধ বুকে।
ক্ষনিকে কেটে যায় দুই ক্রোশ মনোকথা
কার সাথে? মন করে খেলা?
উদাস চোখে জমে ওঠে দূরন্ত আলাপ
বেখেয়ালে ছিটকে পড়ে কিছু জরুরি স্বপ্ন।
২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: কোথায় হারিয়ে গিয়েছিলেন?
স্বপ্নগুলো মাঝে মাঝে ছিটকেই যায়.........
৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
ᬧ বলেছেন: আপনার প্রতিটা কবিতা অন্যরকম।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে কবিতা নিয়ে কোন মন্তব্য করতে ইচ্ছে হলো না, কারণ আপনি পাঠকের মন্তব্যের জবাব দেন না।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: কলমের কালি শেষ তথাপি লিখেন
মনে আসে যত কথা সুনিপূণ হাতে
সে সকল শুনা যায় সাহিত্য প্রভাতে
মনহরি ভাষারূপে কি চমৎকার!