![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিরগিটি প্রাণীটা বড়ই অদ্ভুত!! ক্রমাগত রঙ পরিবর্তন করে কত সহজেই না নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে।
গতকাল হয়ে গেল কুখ্যাত পাকিস্থানি যোদ্ধা গোলাইম্মার মামলার রায়।
ফাঁসি কেন দিল না এরই প্রতিবাদে গনজাগরন মঞ থেকে আজ হরতাল ডাকা হয়েছে। যে গনজাগরন মঞ্চ হরতালের বিপক্ষে সেই গনজাগরন মঞ্ছ থেকে এসেছে হরতালের ডাক। দেশবাসী বিস্মিত সেই সাথে আমিও।
চায়ের দোকানে বসে আড্ডা দিচ্চিলাম গতকাল সন্ধায়। সেখানেই জৈনক ভদ্রলোক বললেন"
গনজাগরন মঞ্ছই থেকেই হবে দেশের তৃতীয় রাজনৈতিক উত্থান। আজকের হরতাল তারি একটা নমুনা মাত্র।
ভদ্রলোকের এই কথার সাথে আপনারা কে কে একমত?
২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: হাসতে হাসতে উষ্টা খেয়ে পড়ে গেলাম।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
ঊদাসপথিক বলেছেন:
৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮
অনিক আহসান বলেছেন: কাদের মোল্লা বা গোআ'র লঘু শাস্তির মত রাজনৈতিক বেইমানির প্রতিবাদে বেলুন ফুলানো কর্মসুচি কিংবা "অট্টহাসি কর্মসুচি" দেয়া লোকজনের থেকে যা উদ্ভব হয় তা হচ্ছে পিওর কৌতুক আর বিনোদন, কোন রাজনৈতিক শক্তি না।
ভুল জায়গায় আস্থা রাইখেন না।
৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১
ইমরান হক সজীব বলেছেন: আমি একমত ।
৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: কঠিন ভাবে একমত। দ্বিতীয় মুক্তিযুদ্ধের(!) অবিসংবাদিত ত্যাগি বিপ্লবী নেতা পীরে শাহবাগী ইমরান সরকার আর তার মুরিদানদের নেতৃত্বে তৈরী হবে গণ জোয়ার। ঘরে ঘরে উড়বে লাল নীল গোলাপী বেলুন।
আসুন সবাই মিলে বজ্রকন্ঠে আওয়াজ তুলি।
এই মুহুর্তে দরকার, ইমরান সরকার।।
৬| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬
মিজানুর রহমান মিলন বলেছেন: আমি প্রথমদিকে গণজাগরণ মঞ্চকে সমর্থন দিয়েছি । এ সমর্থনে ব্লগও লিখেছি । কিন্তু এখন আর না !
দুদিন পর দেখেন, জনতা এই গণজাগরণ মঞ্চের নেতাদের গণধোলাই দেয় কি না ! যতসব ছাগলের দল ।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩২
ঊদাসপথিক বলেছেন: যারা সমর্থন স্থগিত করেছেন আপনি ও তাদের একজন।
৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:১৮
মুহাম্মাদ আলী২ বলেছেন: এই ালের নাটক আর কত দেখবো।নিজেরা পুতুল রায় দিয়ে আবার নিজেরাই প্রতিবাদ করে?
এই ধরনের ভন্ডামির সীমা থাকা উচিৎ।থাবরাইয়া শাহবাগীদের কানাপট্টি হিলায়া ফালাইতে মঞ্চায়
৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪
রাজ হাসান বলেছেন: এই গণ জাগরন মঞ্চ যেটা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু না সেটা হল না কিছুই হল না এবং হবেও না অন্তত এই মঞ্চ থেকে কিছুই হবে না শুধু মাত্র রাজনৈতিক দলগুলোর ফায়দা ছাড়া।
আজকে যখন গো.আ এর রায় ঘোষনা হল ঠিক তার পরক্ষনেই অনেক মিডিয়া জাগরন মঞ্চে অবস্থিত লোকদের প্রতিক্রিয়া নিয়েছিল কিন্তু কারো কথাই মনে হচ্ছিল না যে তারা তাদের অন্তর দিয়ে প্রতিক্রিয়া দিচ্ছিল অন্তত বেশীর ভাগ জনই দিচ্ছিল জাস্ট মিডিয়ার ক্যমেরা দেখে বলার জন্য এর বেশী কিছুই না।কয়েকদিন আগে বই মেলার একটা সংবাদ আমাদের সকলের নজর কারে সেটা হল ৫২ ভাষা আন্দোলন নিয়ে অনেককেই প্রশ্ন করা হয় কিন্তু কেউই সেটার সঠিক উত্তর দিতে পারে নাই অন্তত রিপোর্ট এ যে কয়েকজনকে দেখিয়েছে তাদের সকলেরই একই অবস্থা।
যেই দেশের ভবিষ্যত প্রজন্ম ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসই ঠিক মত জানে না সেই দেশে আমরা কিইবা আশা করতে পারি।আর রইল জাগরন মঞ্চ ওইযে তারাতো কেবলই রাজনীতির ফায়দা লোটার একটা পন্থা মাত্র।অনেক কষ্ট করে বলতে হয় মিডিয়ার কল্যানে যুদ্ধপরাধীর বিচার চাওয়াটা কেন জানি মনে হয় এখন ফ্যাশনে পরিনিত হয়ে গেছে।যতদিন না আমরা পূর্ন আস্থার সাথে মন থেকে নিজেদের না বদলাব, আমাদের অতীত ইতিহাস না
জানব, সেই ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা ততদিন আমরা এইরকম ভাবে চলতেই থাকব আমাদের কোনো পরিবর্তন হবে না।
ভাই আবেগের বশে হয়ত বেশিই বলে ফেলেছি,কেঊ কষ্ট পেলে ক্ষমা করবেন।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪১
ঊদাসপথিক বলেছেন: আবেগ ধরে না রাখাটাই স্বাভাবিক।
আমরা সবাই ব্লগার। ব্লগাররা সবাই গনজাগরনের পক্ষে ছিলাম।
কিন্তু শেষে কি দেখেছি আমরা।
গনজাগরন মঞ্ছ এখন শুধু ক্যামেরার সামনে বক্তৃতা দিতেই আর নিজের চেহারাটা টিভি সেটে দেখাতে অভ্যস্ত হয়ে গেছে।
যে গনজাগরনের মঞ্ছের মুল লক্ষ্য ছিল, যুদ্ধাপরাধের বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এর দাবি আজ কি তা আছে।
তারা আন্দোলন করে জামাত শিবির নিষিদ্ধের দাবিতে।
৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪
নষ্ট ছেলে বলেছেন: দলের প্রধান কে? ইমরান এইচ ছারখার?
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪
ঊদাসপথিক বলেছেন: খুব বেশদিন লাগবে উনিও গনজাগরন ছেড়ে রাজনৈতিক দলের ব্যানারের নিচে স্থায়ী ভাবে চলে যাবেন।
১০| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: না, সহজ কাজ নয়!
১১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯
স্বপ্নবিলাসি বলেছেন: হবে ,নাম জাতীয় তেহারি পার্টি
১২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৫
উড়োজাহাজ বলেছেন: কমেন্ট পড়ে লেখকের জন্য সমবেদনা প্রকাশ করছি।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
ঊদাসপথিক বলেছেন: কেন ভাই, আমার জন্য সমবেদনা কেন ??
১৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:০২
িটউব লাইট বলেছেন: গান্জাটানা মঞ্চ
১৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: সমন্বয় কমিটির প্রস্তাব প্রথম আমি পেশ করি ইন্টারন্যাটে
তখন জুলিয়াস চৌ সহ অনেকেই স্বাধীন ও নিরপ্রেক্ষ কমিটি
করার মত প্রকাশ করলে আমরা তাই সিদ্ধান্ত নেই । হুট করে
কোথায় থেকে যে ইমরান সরকারের উদয় হল আমরা তা জানিনা
মুলত আওমি টেকনিকের জন্য সে একাই বিশ্ব নেতা বনে গেল
মাঘখানে আমরাই হলাম ফাউ
অবশ্য আমরা থেমে থাকিনি
বিভিন্ন সামাজিক ও ভাল কিছু করার প্রয়াসে এখনও আমরা যুথ বদ্ধ
চলবে
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮
ঊদাসপথিক বলেছেন: চালিয়ে যান । রাতারাতি বিশ্বব্যাপি পরিচিতি পাওয়ার এক্টাই ফ্ল্যাটফর্ম "গনজাগরন মঞ্চ"।
১৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৯
মিজানুর রহমান মিলন বলেছেন: পার্টির নাম কি হবে ? বিরিয়ানী পার্টি ?
১৬| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৯
পাকাচুল বলেছেন: পার্টির মার্কা হবে পাঞ্জাবী
১৭| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১২
অপূর্ণ রায়হান বলেছেন: দেশ নেতৃত্ব দেওয়ার মত ক্ষমতা গণজাগরণ মঞ্চের উপরে থাকা একটাও মাথামোটা / সুবিধাবাদী / তেল্বাজ / মেরুদণ্ডহীন কেঁচোদের নেই , হেইচ টি সরকার তো নয়ই ! দেশে অনেক বর্ষীয়ান ভালো ভালো মানুষ আছেন , তাদেরকে সম্পৃক্ত করা গেলে ভিন্ন কথা ।
১৮| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮
বৈশাখী ঝড়® বলেছেন: গনজাগরণ মঞ্চ থেকে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারতো, সেই সম্ভাবনাও খুব ছিল, যদি তারা রাজনৈতিক লেজুর বৃত্তিটা বাদ দিয়ে শাহবাগ আন্দোলন ঠিক যেই আবেগে শুরু হয়েছিল তা ধরে রাখতে পারতো।
এখন আর শাহবাগী নেতাদের উপর আস্থা রাখতে রাজি নই। এরা সুবিধাপার্টি।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪
দূর আকাশের নীল তারা বলেছেন: আওয়ামী-বিএনপির হাত থেকে মুক্তি চাই। অনেক তো দেখলাম আর কত! এবার তৃতীয় শক্তি আসুক।