![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিরগিটি প্রাণীটা বড়ই অদ্ভুত!! ক্রমাগত রঙ পরিবর্তন করে কত সহজেই না নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে।
একজন খাটি পাকিস্তানপ্রেমী গোলাম আজম। পাকিস্তানে জন্মেছেন (কারন গোলাম আজমের জন্মের সময় শুধুমাত্র পাকিস্তান ছিল।)।
বাঙ্গালী নিধনে পাকিস্তানীদের সহায়তা করে সে তার দেশপ্রেম দেখিয়েছে।
আহাহাহা!!!!!!!!!!!! কি দেশপ্রেম।
পাকিস্তানিদের গোলামী করে নামকরনটা ও সার্থক করেছে "গোলাম আজম"।
গতকাল হয়ে গেল সেই বিখ্যাত খাটি পাকিস্তানপ্রেমিক গোলাম আজমের মামলার রায়।
রায়ে কেউ খুশি কেউ, কেউ অখুশি। রায়ের পরবর্তীতে দেশে কি ক পরিবর্তন হবে তার কয়েকটা পয়েন্ট আমি নিচে তুলে ধরছিঃ
১। সরকারী দল আগামী দিনগুলিতে অট্টহাসি হাসবে।
২। বিরোধী দল আগামী দিনগুলিতে মুখাটা বাংলার পাঁচের মত করে রাখবে।
৩। জামায়াত শিবির কাদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলবে।
দুঃখ ভুলতে রাস্তায় থাকবে পুলিশের সাথে টি-২০ খেলতে ।
৪। গনজাগরন মঞ্চের আবার ক্যামেরার সামনে দাড়ানোর ব্যস্ততা বাড়বে। শাহবাগ ও তার আশেপাশের সেলুনগুলোর বিক্রি বেড়ে যাবে। কারন ক্যামেরার সামনে দাড়াব শেভ করতে হবে যে।
৫। বই প্রকাশকদের মুখে হাসি থাকবে সেই সাথে ব্যাস্ততা ও বাড়বে। কারন পুরাতন বইগুলোকে এডিট করে নতুন করে বাজারে ছাড়তে হবে।
আরো কিছু ব্যবসা করা যাবে।
৬। স্কুল কলেজের সমাজ বিষয়ের শিক্ষকদের কস্ট বেড়ে যাবে। আবার নতুন সংস্করন, নতুন বই। নতুন করে আবার সিলেবাস বানাও। রাতভর নতুন করে নোট তৈরী কর। উফঃ কস্ট।
৭। পক্ষে বিপক্ষে টিভি চ্যানেলগুলোতে টকশোর আয়োজন হবে।
চ্যানেলগুলোর টি আর পি বাড়বে।
৮। চায়ের দোকানে আলোচনার নতুন ট্রফিক যোগ হল। ফলাফল দোকানদারের বিক্রি বৃদ্ধি।
৯। বাংলা গালির অবিধানে নতুন একটি শব্দ হবে তা হল "গোলাম আজমের বাচ্চা" ।
১০। গোলাম আজম নামটা যদিও ইসলামী নাম কিন্তু দুঃখের বিষয় এই নামটাই বিভিন্ন ভাবে বিকৃত হবে। কয়েকটা সেম্পল দিলামঃ
গু আজম, গুয়া, গু আআআআ, গোলাইম্মা, আজইম্মা।
ফেবুতেঃ উদাসপথিক
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
মরুবিজয় বলেছেন: নাপাকইস্তান প্রেমিক গোয়াল হাজাম - যে গো.য়া দিয়ে জন্ম রাজাকার বাহিনী
সেই গো.য়া অক্ষত থেকে এই বাংলায় ৯০ বছর আমাদের দুগর্ন্ধ ছড়িয়ে যাবে
এটা ভেবে ভেবে নিঘুম সারা রাত কাটিয়েছি