নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব ও গোড়ামিত্ব পরিহার করে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক জীবন গড়ি

বিবেক ও সত্য

স্রষ্টা প্রদ্ত্ত বিবেক ও বিচার-বিবেচনা শাক্তি ব্যবহার করে বুদ্ধিবৃত্তিক ও আলোকিত জীবন গড়াই সত্যিকার মানুষের আসল কর্ম

বিবেক ও সত্য › বিস্তারিত পোস্টঃ

নবীজি মৃত্যুর পর মুসলমানদের মধ্যে দলাদলির সুত্রপাত যেভাবে হয়

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:১৬





নবীর প্রথম স্ত্রী খাদিজার মেয়ের নাম ফাতিমা ৷ফাতেমার স্বামীর নাম অালী ৷এই অালী অাবার নবী মুহাম্মদের অাপন চাচাতো ভাই ৷নিজের চাচাতো ভাইয়ের মেয়ে কে বিয়ে করেছিলেন অালী ৷মুহাম্মদের মৃত্যুর পর যারা ইসলাম ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছিলেন ,তাদের বলা হয় খলিফা ৷অালী হলেন তাদের একজন এবং তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ৷ইসলামের প্রথম খলিফার নাম অাবু বকর এবং তিনি ছিলেন মুহাম্মদের ছোট স্ত্রী অায়েশার পিতা ৷
হযরত মুহাম্মদের মৃত্যুর পরের দিন থেকেই খলিফা (রাষ্ট্র প্রধান) নির্বাচনে বিরাট সমস্যা দেখা দেয় ৷নবীর মেয়ে ফাতেমার স্বামী অালী ছিলেন খলিফা হওয়ার অন্যতম দাবিদার অাবার মুহাম্মদের অন্য দুই মেয়ে রোকেয়া এবং কুলসুম কে বিয়ে করেছিলেন উসমান তাই উসমানও খলিফা হওয়ার দাবি রেখেছিলেন ৷ ঘটনা এতই জটিল হয়ে ওঠে যে হযরত মুহাম্মদ মারা গেলেন , এই কষ্টের ঘটনা থেকেও বড় অালোচনার বিষয় হয়ে উঠলো ,কে হবে খলিফা ৷এমন সময় উমর ঘোষনা দেন ,অাবু বকর হবে ইসলামের প্রথম খলিফা৷উমরের অাবু বকরকে খলিফা ঘোষনা করার বিষয়টির চরম বিরোধিতা করেন অনেকেই ৷যাদের দু জন ছিলেন ফাতেমা এবং তার স্বামী অালী ৷ মূলত এই বিরোধিতা থেকেই জন্মনেয় শিয়া সুন্নি মতবাদ ৷অালীর পক্ষে যারা ছিলেন তারা হলো শিয়া ৷নবীর সব থেকে কনিষ্ঠ স্ত্রী অায়েশার পিতা অর্থাৎ ইসলামের প্রথম খলিফা অাবু বকর রাষ্ট্র প্রধান হওয়ার পর নবীর মেয়ে ফাতেমা ও তার স্বামী অালীর বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিলেন ৷ অালী পালিয়েছিলেন ,কিন্তু অাহত হয়ে মারা গেলেন ফাতেমা ৷প্রিয় পাঠক প্রসঙ্গত বলে রাখি ,এই ঘটনা ঘটেছিলো নবীর মৃত্যুর এক বছরের মধ্যে ৷তাহলে দেখুন ইসলামে তখন থেকেই নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা ছিলো ৷ইসলামের প্রথম চার খলিফার মধ্যে তিন জন নিহত হয় নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলার কারণে ৷এমনি মজার বিষয় হলো ইসলামে উটের যুদ্ধ নামে একটি যুদ্ধের ইতিহাস অাছে ,এই যুদ্ধটি হয়েছিলো নবীর সস্ত্রী অায়েশা ও নবীর চাচাতো ভাই এবং নবীর মেয়ের জামাই অালীর মধ্যে ৷
খলিফা অালী ,খলিফা উসমান ,খলিফা উমর সবাই অাততায়ির হাতে খুন হন ৷
মহাম্মদের সব থেকে কাছের মানুষ ছিলেন মুয়াবিয়া তিনিও মুসলমান ছিলেন এবং খলিফা হওয়ার অন্যতম দাবিদার ছিলেন ৷তার পুত্রের নাম ইয়াজিদ , একদিন তারও খলিফা হওয়ার ইচ্ছে জাগে অার এই ইচ্ছেতেই মুহাম্মদের বংশের সবাই মারা যায় ইয়াজিদের হাতে ৷
ইসলামের ইতিহাসের এই কথাগুলি সহজ ভাবে বলার চেষ্টার কারণ হলো যারা মনে করেণ দেশে ইসলামি শাসন কায়েম হলেই দেশ সম্পূর্ন শান্তিতে থাকবে তারা অাসলে বিশাল ভুলের মধ্যেই অাছেন ৷ইসলামের ইতিহাসের শুরু থেকেই এক ইসলামি জাত অন্য ইসলামি জাত কে পছন্দ করতো না যা অাজও অাছে ৷
যে কারণে অাজও পাকিস্তানে ,ইরাকে ,সিরিয়ায় শিয়া মজসিদে সুন্নি বোমা ফাটায় ,সুন্নি মজসিদে ওহাবি তান্ডব চালায় ৷

একাধিক মতাদর্শের জঙ্গি বাংলাদেও অাছে তাদের শিকর বাকর বেড়ে ওঠার অাগেই কেটে ছেটে বাংলাদেশ কে নিরাপদ অাশ্রয় বানানো হোক ৷ (সংগৃহীত:সুত্র-https://web.facebook.com/groups/399732043551750/?ref=nf_target&fref=nf)

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬

কালোপিপড়া বলেছেন: আপনার লেখার একটা ভালো জবাব দিতে পারতাম। কিন্তু তাতে আপনার স্প্যামিং করা বন্ধ হতো না। তাই রিপোর্ট করলাম। শুধু এ টুকুই বললাম ওয়েব থেকে কপি পেস্ট করে মানুষ কে confuse করা যায়. কনভিন্স করা যাই না। থিওলজিক্যাল ডিসকাশন এর আগে একটু পড়া লেখা করে আসেন। ইবনে কাসীর , হাসান বাসরী, এমনকি, আবু মিকনাফ এর মতো story teller বই পরে তারপরে আসেন। কথা বলা যাবে।

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

বিবেক ও সত্য বলেছেন: আমি কোথাও স্প্যমিং করিনি। যুক্তি খন্ডন করতে না পারলে কি এরুপ ডাহা মিথ্যা কথা বলবেন?
তো নিজ মস্তিস্ক ধোলাই করা যাদের কথা দ্বারা বার বার শুধু তাদের লেখা পড়ে এ ধোলাই পাকাপোক্ত করলেই জ্ঞান সমৃদ্ধ হবে!!!!!!

২| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:২৫

রিফাতুল ইসলাম আরাফাত বলেছেন: এটা শিয়াদের আক্বীদা.. যারা এই আক্বীদা পোষণ করবে পাক্কা কাফের । কারণ সাহাবীদের দুনিয়ার ক্ষমতা লাভ ত দূরের কথা কোন লাভ আখাঙ্কাই ছিলই না। এই আয়াতের ধারা সাহাবীদের ছোট করা হয়েছে।

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

বিবেক ও সত্য বলেছেন: কারা কাফের আর কারা কাফের নয় - সে সার্টিফিকেট দেয়ার ক্ষমতা কি আপনি আল্লাহ থেকে নতুন করে পেয়েছেন? আপনার কাছে কি নতুন করে এ বিষয়ে ওহী নাযিল হয়?

৩| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: লেখকের কাছে একটা প্রশ্ন ছিলঃ
নাস্তিকরা মানবতাবাদী,না মানবতা বিরুদ্ধী?

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

বিবেক ও সত্য বলেছেন: আমি নাস্তিক নই আর কে মানবতাবাদী আর কে মানবতাবাদীি নয় সেটা আলাদা বিতর্ক। আমি অন্যর কথা এজমালিভাবে বলতে যাবো না। আমি আমার নিজের কথা বলবো।যে আমি মানবতাবাদী।

৪| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

আশাবাদী অধম বলেছেন: ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৬
বিবেক ও সত্য বলেছেন:

"আলেম ও বিজ্ঞ ব্যক্তিরা যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছে আমিও সেই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছি এবং আমার বহু ক্লাসমেট সমাজে আলেম হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে অথচ আমি ছিলাম ক্লাসে প্রথম স্থান অধিকারী এবং তারা তাদের নিজ পাঠ অন্য শিক্ষকের কাছে যাওয়ার চেয়ে আমার কাছ থেকেই বেশি শিখত।
আমি নিজেকে আলেম হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলে আমার সামনে তার অবারিত সুযোগ ছিল, এ সুযোগ নিলে তথাকথিত পৈত্রিক বিশ্বাসের যারা গোলাম তারা আমার গলায় ফূলের মালা পরাতো। আমি শুধুমাত্র বিবেকের তাড়নায় এত লোভনীয় সুযোগ ছেড়ে সত্যর প্রচারে কিছু সময় ব্যয় করছি।"




২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১০
বিবেক ও সত্য বলেছেন:


"আমি ক্ষুদ্র স্বার্থ তো দূরের কথা, বরং নিজের ক্যরিয়ারের এক বিশাল ত্যগ স্বীকার করেছি সত্য কথা বলার জন্য। আমি যদি সত্যকে গোপন করে সম্মান পাওয়ার আশায় ধর্মের গুনগান প্রচারে আত্মনিয়োগ করতাম তাহলে আমি আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন আলেম হিসাবে স্থান খাভ করতাম। বিশ্বের বহু দেশ আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে দাওয়াত দিত।"


এত বড় জ্ঞানী-গুণী ব্যক্তির এই যদি হয় ইতিহাস জ্ঞান, তবেতো নুপেল কমিটি এতোদিন তাঁকে পুরস্কার বঞ্চিত করে মারাত্মক অপরাধ করে ফেলেছে! তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মহামান্য লেখক, আপনি জিওগ্রাফিগঞ্জিকা এবং ইতিহাসপুরে কয়দিনের ট্যুরে গিয়েছিলেন যেন?

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

বিবেক ও সত্য বলেছেন: আপনি তো সব শিক্ষা ইতিহাস পড়েই নেন, এ কারনেই আপনার এ অবস্থা।
যে ইতিহাস বিএনপির কাছে সিপাহী বিপ্লব সে ইতিহাস আওয়ামিলিগের কাছে এক অবৈধ সেনা বিদ্রোহ। একইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ুন আওয়ামিলিগের কাছে একরকম,বিএনপির কাছে আরেক রকম, আর জামাতের কাছে অন্যরকম।
আপনি ইতিহাস পড়েছেন মুসলমানদের যে ফেরকার ভিতর থেকে আপনি তো সে ইতিহাস দ্বারাই আপনার মস্তিস্ক ধোলাই হওয়ার কথা। তাই তো অন্যর ইতিহসকে ইতিহাস বলেই মানতে পারছেন না।
ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না, তবে ইতিহাস সত্যে মিথ্যার মাপকাঠি নয়।
আমারে এ পোষ্টটি যদি এক পক্ষের ইতিহাস বর্ননা করছে, তাই বলে এটাকে আমি মানদন্ড হিসাবে মানি না যেমনটি মানি না আপনার ইতিহাসকেও।(আপনার পড়া ইতিহাস যদ্বারা আপনার মস্তিস্ক ধোলাইকৃত)।
লেখাটি আমার নিজের নয়, সংগৃহীত।

৫| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

শূণ্য পুরাণ বলেছেন: মনগড়া কাহিনী সত্য চাপা দিতে পারে না,সত্য সত্যই,সত্যের মৃত্যু নেই।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:১০

বিবেক ও সত্য বলেছেন: কোন কথাটি মিথ্যা বলেন দেখি? সত্য অস্বীকার করলেই তা মিথ্য হয়ে যায় না, সত্য সত্যই থেকে যায়।
পৈত্রিক ধর্মের প্রতি যে মায়া আপনি সে মায়ার পূজা করতে গিয়ে সত্যকে অস্বীকার করে আত্মতৃপ্তি পেতে পারেন, তাতে সত্য কখনও পরিবর্তীত হয়ে যাবে না। সত্য বড়ই তিক্ত।!

৬| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

ইমরান আশফাক বলেছেন: মিথ্যাচারিতার একটা সিমা থাকা উচিৎ ছিলো। আগাগোড়াই মনগড়া, বানোয়াট কাহিনী।

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪২

বিবেক ও সত্য বলেছেন: কোন কথাটি মিথ্যা বলেন দেখি? সত্য অস্বীকার করলেই তা মিথ্য হয়ে যায় না, সত্য সত্যই থেকে যায়।
পৈত্রিক ধর্মের প্রতি যে মায়া আপনি সে মায়ার পূজা করতে গিয়ে সত্যকে অস্বীকার করে আত্মতৃপ্তি পেতে পারেন, তাতে সত্য কখনও পরিবর্তীত হয়ে যাবে না। সত্য বড়ই তিক্ত।!

৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: @বিবেক ও সত্য, কমেন্টকারীরা এখন আপনার ঠিকানা খুজবে আপনাকে "শিক্ষা" দিবার জন্য। যেসব তথ্য হাদিস এবং বিশ্বখ্যাত ইসলামিক স্কলারদের লেখা বই খুলে দেখলেই পাওয়া যায়, সেগুলোকে এগুলো বলবে "ভুয়া/বানোয়াট" কথা। হিন্দু জাত রক্তে মুসলমান ধর্মের কনভার্টদের ক্ষেত্রে যা হয়।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩

বিবেক ও সত্য বলেছেন: ধন্যবাদ। এ জাতীর জন্য আপসোস হয়।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সাহসের তারিফ করবনা বরং আপনার জন্য আফসোস হয় , নিজেকে যে বৃথা কর্মে ব্যাস্ত রেখে কি লাভই হয় আপনার। আপনি যে সত্য যানেন দাবীদার সে যে সত্য তা প্রমান করতে পারবেন , তা পারবেন যানি , হয়তো আপনার মতো আতলামীপনার কয়জন বিজ্ঞ দাবীদার পন্ডিতের দারস্ত করবেন। আরে মানুষ যে রুপ নিয়েছেন তারি শুকরিয়াত করুন। ১৪ বছর আগের ইতিহাস যে ভাবে বর্ননা করলেন তা মনে হয় আপনার চোখের সামনে ঘটেছে আর তার চাক্ষুস স্বাক্ষী আপনি। এমন করবেন না । সত্যবলার সাহস নিয়ে সত্য কথাই বলেন মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে করলেন কোলষিত এতে আপনি সত্যবান হবেন না আপনার কথাগুলো আপনি আপনার উস্তাদকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনি কোন পয়েন্টে দাড়িয়ে?

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৮

বিবেক ও সত্য বলেছেন: আমি তো মুসলমানদের লেখা ইতিহাস বই থেকে নিয়েছি। বহু ইসলামের ইতিহাসের বই দেখবেন এরচেয়েও বেশি সাবলীল ও বাস্তব করে বর্ণনা করে যেন সে (লেখক) নিজে ঘটনার সাক্ষী।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৩

শূণ্য পুরাণ বলেছেন: প্রথম প্যরার পর থেকে পুরোটাই মিথ্যা

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

বিবেক ও সত্য বলেছেন: প্রতিপক্ষের তো দূরের কথা আপনি তো আপনার পক্ষের লোকদেরও ইতিহাস পড়েননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.