নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

একটি সৌহার্দ্য পূর্ণ নৈশভোজের অপেক্ষায় ।

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১



গত ২৬ অক্টেবর সন্ধ্যায় অনুষ্ঠিত হলো প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যকার বহুল আলোচিত ফোন আলাপ । এই ফোন আলাপে আমারা বিশেষ কিছু আশা করেছিলাম ভেবে ছিলাম ঐ ফোন আলাপে হয়তো দুই নেত্রীর মধ্যে উষ্ণ বাক্য হয়ে ছিল ? হয়তো আলোচনার বিষ্য় বস্তু ছিল দেশ ও জাতীর আগামী উন্নয়েন কোন নতুন রুপ-রেখা ? হয় আলোচিত হয়েছে বর্তমান জাতীয় মহাসংকট নির্বাচন কালীন সরকারের সূচনা পথ । কিন্তু আজ একটি টিভি চ্যানেলের মাধ্যমে যখন দুই নেত্রীর ফোনের কথোকোপন শুনলাম তাতে অবান না হয়ে পারলাম না । সত্যি দুই নেত্রীর ফোনের কথোকোপন শুনে খুবই স্তম্নিত হয়েছি আর দুই নেত্রীর যে কারো উপরই যে কারো আস্তা বা বিশ্বাস নাই তার ও প্রকাশ ঘটেছে । শুধু মাত্র বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার লাল টেলিফোন ঠিক আছে কিনা বা প্রধান মন্ত্রী শেখ হাসিনা আর একবার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন কেছিলেন কিনা তা নিয়ে ই তাদের মধ্যে বেশ কয়েক বার উত্তপ্ত বাক্য বিনিময় হয় । দেশের বিরোধীদলীয় নেত্রীর বাসার লাল ফোনটা একটা বিশেষ গুরুত্ব পূর্ণ ফোন সেটা কি অবস্হায় আছে তা জানা অবশ্যই সরকারের দায়িত্ব কিন্তু অত্যন্ত লজ্জা ও দুঃখের বিষয় হলেও সত্যি যে দেশের বিরোধীদলীয় নেত্রীর বাসার লাল ফোন সম্পর্কে সরকারের দায়িত্ব বারং বার ফোন করা সত্যে ও যখন মাননীয় বিরোধীদলীয় নেত্রীর কাছে ফোন করে ও কোন উত্তর পান নি তখন কিন্ত প্রধান মন্ত্রীর উচিৎ ছিল সংশ্লিষ্টদের কাছ থেকে মাননীয় বিরোধীদলীয় নেত্রীর লাল ফোন সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা । কিন্তু বাস্তবে কি তা হয়েছে ? মাননীয় প্রধান মন্ত্রী

স্বঃপ্রনোদিত হয়ে বিরোধীদলীয় নেত্রীকে ফোন করে দেশের বর্তমান মহা সংকট আগামী নির্বাচন কালীন সরকার ব্যবস্হা কি হবে তা নিয়ে আলোচনা অবশ্যই অশ্যই মাননীয় প্রধান মন্ত্রী ফোনকরার উদার মনোভাব দেখানোর জন্য জাতীর পক্ষ থেকে ধন্যবাদ প্রাপ্য । আর তার জন্য সমগ্র জাতীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ ও জানাচ্ছি । কিন্ত প্রশ্ন হলো মাননীয় প্রধান মন্ত্রী যেহেতু উদার মনোভাব দেখিয়ে বর্তমান সংকট সমাধানের লক্ষ্যে মাননীয় বিরোধীদলীয় নেত্রীকে আলোচনায় আশার প্রস্তাব দিয়েছিলেন সে সময় হয়তো মাননীয় প্রধান মন্ত্রী ও মাননীয় বিরোধীদলীয় নেত্রী অতীতকে না টেনে বর্তমান সংকট সমাধানের বিষয় নিয়ে ই থাকতে পারতেন । কিন্ত বাস্তবে আমরা যা দেখলাম তারা উভয়েই বর্তমান কে গুরুত্ব না দিয়ে উভয়ের ই অতীতের তিক্ত বিষয় কে মূল অলোচ্য বিষয়ে পরিনত করলেন । যা এই মুহুর্তে দেশ ও জাতির জন্য মোটে ও সুখকর নয় বলে ই আমার কাছে মনে হয় । আমার যতটুকু ধরনা অন্তত্য এই ফোন আলাপ টা উভয় নেত্রীর মধ্যে অন্তত সৌহার্দ্য পূর্ণ হওয়া উচিত ছিল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.