নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

শামীম ওসমান ও কুকুর সাংবাদিক ।

২৯ শে জুন, ২০১৪ রাত ১:১৬

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এক জন আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব ইদানিং তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনায় ব্যস্ত আমাদের দেশের মিডিয়া বিশেষ গত বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ নিয়ে যে বির্তকের তৈরি হয়েছে তা নিয়ে আজকের বিশেষ কিছু পত্রিকা ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে । বিশেষ করে নারায়ণগঞ্জ ক্লাবে বসে গত বৃহষ্পতিবার শামীম ওসমান সাংবাদিকদের নিয়ে যে উক্তি করেছেন তা নিয়ে সাংবাদিকরা নাকি কুকুরের সমতুল্য । সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা কোন কমতি কখনোই আমার ছিল না আজ ও নেই । আমি গভীর ভাবে শ্রদ্ধা করি সংবাদিক তথা কলম সৈনিকদের । কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পটে আমি সাংসদ শামীম ওসমানের ঐ মন্তব্যকে শত ভাগ সমর্থন করছি । আদের দেশে আজ সংবাদ পত্র তথা মিডিয়া সম্পুর্ণ ভাবে চলে গেছে বাণিয়াদের হাতে আমার জানামতে বর্তমানে কোন সংবাদ পত্র বা মিডিয়া স্বাধীন আছে বলে মনে হয় না । বর্তমানে বিভিন্ন মিডিয়ার মালিক তথা প্রভু হলেন ভূমি রাক্ষস , শেয়ার বাজারের রাক্ষস এবং মাফিয়ারা । বেশ কিছু দিন আগে বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক নাঈমুর রহমান খান সাবেক মালিকানাধিন পত্রিকা দৈনিক আমাদের সময় কে রক্ষার জন্য মাননীয় প্রধান মন্ত্রী বরাবর খোলা আবেদন করে ও তা রক্ষা করতে পারেন নি শেষ পর্যন্ত তা দেশের অন্যতম আদম ব্যাপারি নুর আলীর অধীনে চলে যায় তার কারন ঐ পত্রিকার জন্য নাকি নাঈমুর রহমান খান বিশ কোটি টাকার বিনিময় নুর আলীর নিকট বিক্রি করে দিয়েছিলেন । এতে প্রমান হয় যে নাঈমুর রহমান খানের মত একজন খ্যাতনামা সাংবাদিক ও টাকার কাছে মাথা নত করতে কোন কুন্ঠাবোধ করেন নি আর নুর আলীর মত আদম ব্যাপারি ও তার মুখ পত্র হিসেবে দৈনিক আমাদের সময়ের মত বহুল প্রচারিত পত্রিকা ব্যবহারের সুযোগ পেযেছেন । ঠিক তদ্রুপ দৈনিক ডেসটিনি ছিল চিটার রফিকুল আমিনের মুখ পত্র , ভূমি রাক্ষস আসিয়ান সিটির নজরুল যখনই তার প্রতি পক্ষের মিডিয়া দ্বারা আক্রন্ত হলেন তখনই নজরুল দৈনিক মানব কন্ঠ প্রকাশ করলেন নিজের মুখ পত্র হিসেবে । দৈনিক প্রথম আলোর প্রভাব খাটিয়ে মতিউর রহমান ও তার পুত্র মাহমুদুর রহমান শাসা আদায় করেছেন সরকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সুবিধা এমন কি মাহমুদুর রহমান শাসা ই গ্রাফোসম্যান প্রিন্টিংয়ের কর্ণধার মোশাররফ হোসেনকে রাস্তার ভিখারি বানিয়ে ছেরেছেন ঠিক তেমনি আর্থ ফাউন্ডেশনের মত প্রতারক সংস্হ্যার সহযোগি ও ছিলেন মাহমুদুর রহমান শাসা কিন্তু আজ পর্যন্ত প্রথম আলোর মত নিষ্টাবান পত্রিকার সাংবাদিকরা তা নিয়ে কিছু লেখার সাহস পায়নি । আমরা এক সময় দেখেছি ব্যক্তি গত দ্বন্দের কারনে বাংলাদের সবচেয়ে বড় ভূমি রাক্ষস বসুন্ধরার শাহ আলমের দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক প্রথম আলোর সাংবাদিকরা কুকুরের মত সাজনীন ও ছাব্বিরের মরদেহ নিয়ে কেমন কামড়া-কামড়িতে লিপ্ত হয়ে ছিল । তাই আজ আমাদের দেশে তোফাজ্জেল হোসেন মানিক মিয়া , মোহাম্মদ নাসির উদ্দীন বা শফিউদ্দিন আহম্মেদের মত কোন সাংবাদিক আছেন কি ? এক কথায় উত্তর মোটে ও না । আজ আমাদের সাংবাদিকরা প্রডো গাড়িতে চড়েন, ধানমন্ডি গুলশানের দামী ফ্লাটে থাকেন তাদের স্ত্রীরা নামী-দামী মার্কেটের দামী শাড়ি আর গহনা কেনায় সাড়াদিন থেকেন ব্যস্ত । তাই আমাদের বর্তমান সাংবাদিকেরা যদি ঐ সকল কুলাংগা মিডিয়া মালিকদের তোষামদি না করেন তা হলে কি প্রডো গাড়িতে চড়েন, ধানমন্ডি গুলশানের দামী ফ্লাটে থাকা কখনোই সম্ভব ? আজ আমরা শামীম ওসমানকে যা ই বলি না কেন তাদের ক্ষমতার যোগান দাতা ও কিছু সাংবাদিক এবং শামীম ওসমান সাংবাদিকদের নিয়ে যে উক্তি তা ও বর্তমানে বাস্তব। ধন্যবাদ শামীম ওসমান আপনাকে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ রাত ২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আমার জানামতে বর্তমানে কোন সংবাদ পত্র বা মিডিয়া স্বাধীন আছে বলে মনে হয় না একমত।।

২| ২৯ শে জুন, ২০১৪ ভোর ৬:০৫

গ্যাম্বলার বলেছেন: শামীম ওসমান শতভাগ সত্য বলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.