নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

এ কেমন গনতন্ত্র ?

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

গত এক সপ্তাহ যাবৎ দেশ আবার আতংক আর অস্হিরতার মধ্যে দিন পার করছে সমগ্র জাতি সবার ভিতর ই একই আতংক " কি হবে দেশে " । এমই মন্তব্য করেছেন কিছুক্ষন আগে আমার আমেরিকান প্রবাসী খালার উনার আগামী ২০ জানয়ারি দেশে বেড়াতে আসার কথা ছিল কিন্তু গত কয়েক দিনের দেশের অচলবস্হার কারনে তিনি আজই তার দেশে আসার পরিকল্পনা ভেস্তে গেছে খালা ফোন করে দেশে কি-না কি হয় তাই তিনি তার প্লেনের টিকেট ইতোমধ্যে কেনছেন করছেন সহসায় তিনি নাকি আর বাংলাদেশে আশার চিন্তা মাথা থেকে বাদ দিয়েছেন । খালা তো আমারিকায় আছেন দেশের রাজনৈতিক করুন অবস্হার করনে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে আপাতঃত দেশে আসার চিন্তা মাথা থেকে বাদ দিয়েছেন কিন্তু আমি অসহায় আমার তো যাওয়ার কোন পথ নেই দেশের অবস্হা যতই করুন হউক যতই খারাপ হউক আমাকে তো বাংলাদেশে ই থাকতে হবে সন্ত্রাসীর বোমা বা পুলিশের গুলি যেটাই ভাগ্যে জুটুক না কেন ! বাংলাদেশে এখন চলছে গনতন্ত্রের নামে ট্রাক আর ককটেল তন্ত্র । গত কাল আমরা দেখেছি গনতন্ত্র-গনতন্ত্র খেলা। গনতন্ত্রের এক চরম বিকৃত রুপ উপভোগ করেছেন সমগ্র বিশ্ববাসী । এ কোন গনতন্ত্রিক স্বাধীন দেশে আছি আমরা ? এ কেমন গনতন্ত্র ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

নুর ইসলাম রফিক বলেছেন: যে দেশের চায়ের দোকানে সংসদ অধিবেশন বসে সে, দেশে গণতন্ত্রের এমন দশা হয়াটা অস্যভাবিক কিছু না।

আমি রাজনীতির প্রভাব মুক্ত সুন্দর ও সফল বাংলাদেশের কামনা করছি।

পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

খেলাঘর বলেছেন:

কোন সমাধান জানলে বলেন; ম্যা ম্যা করে লাভ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.