নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

আওয়ামিলীগের নেতা-কর্মীদের কি অনুশোচনা নেই?

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:২২


সম্প্রতি নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক দুই সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও গোলাম রাব্বানী তাদের ফেইসবুকের ওয়ালের স্ট্যাটাস আমার মত অনেকের ই দৃষ্টি আকর্ষণ করেছে। সিদ্দিকী নাজমুল আলম তার স্ট্যাটাসে লিখেছেন, " আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করা দরকার সবার আগে। ব্যক্তিগতভাবে আমি করছি প্রায় ১০ বছর ধরে । বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে বিবেকের আদালতে নিজেদেরকে শাস্তি দিয়ে তৃণমূলের কাছে আমরা যারা জাতীয় রাজনীতি করি প্রায় সবাইকে ক্ষমা চাইতে হবে । আদর্শ আর ক্ষমতা এক জিনিস না " আর গোলাম রাব্বানী তার স্ট্যাটাসে সিদ্দিকী নাজমুল আলমে মত ই লিখেছেন। তিনি লিখেছেন, " আওয়ামিলীগকে এটা নিশ্চিতভাবেই উপলব্ধি করতে হবে, উল্লেখযোগ্য উন্নয়ন ও ভালো কাজের পাশাপাশি দীর্ঘদিন সরকারি ক্ষমতার বলয়ে থেকে তাদের শরীরে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ হ্রাস, জন ও কর্মীবিচ্ছিন্নতার বিষফোঁড়া ও ক্ষত দৃশ্যমান। আওয়ামিলীগকে এককালে মন থেকে ভালোবেসে সমর্থন করা মানুষও তাই সংক্রমণ শঙ্কায় কাছে ঘেঁষতে ক্ষাণিক নিরুৎসাহিত ও দ্বিধান্বিত"। গোলাম রাব্বানী আরো লিখেছেন, "এই মানুষগুলোই যখন দেখবে, আওয়ামিলীগ আত্মোপলব্ধি করে নিজেরা উদ্যোগী হয়ে শরীরের সেই বিষফোঁড়া আর ক্ষতগুলো একে একে চিহ্নিত করে প্রতিনিয়ত ড্রেসিং করছে, কার্যকর মেডসিন প্রয়োগ করছে, নিয়মিত যত্ন নিচ্ছে এবং ধীরে ধীরে ক্ষত সেরে উঠছে তখন তারাই ফের সাহস করে উৎসাহ, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে আবার কাছে আসবে, পাশে থাকবে এবং প্রতিনিয়ত পাল্লা ভারী হবে। " সাবেক এই দুই ছাত্র নেতা মত দেশের সকল মানুষের মনে করে আওয়ামিলীগের নেতাদের ভিতর আত্মশুদ্ধির বড়ই অভাব। তারা নিজের ভুল বা অপরাধে কোন অনুশোচনা করে না বা করছে না তাদের ভিতরে কোন অপরাধ বোধ আছে বলেও মনে হয় না।

গত ৫ আগস্ট বাংলাদেশের মাটিতে এক বিরাট পরিবর্তন হয়ছে ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের পর আর কোন আন্দোলন সংগ্রামে এত সাধারন মানুষের জীবন দিতে হয় নাই যা গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দিয়েছে। এই ২০ দিনের আন্দোলনে প্রায় দুই হাজারের মত সাধারন মানুষ জীবন দিয়েছেন সেই সাথে প্রায় বিশ হাজারের মত সাধারন মানুষ আহত হয়েছেন যাদের অধিকাংশই চিরতরে পঙ্গুত্ব বরন করেছেন। যারাই এই আন্দোলনে জীবন দিয়েছেন বা আহত হয়েছেন তারা সকলেই আগ্নেয়াস্ত্রের গুলিতে আক্রান্ত। হউক সেটা তৎকালীন ক্ষমতাসীনদের আশীর্বাদপুষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বা আওয়ামিলীগ বা তার অঙ্গ সংগঠন কিংবা কোন সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামিলীগ ও এর প্রধান হিসেবে শেখ হাসির দেশের এত সাধারন মানুষের জীবন দান ও পঙ্গুত্ব বরনের জন্য কোন ধরনের অনুতাপ বা অনুশোচনা নেই। বরং তাদের ভিতর এক ধরনের আক্রমনাত্মক ও প্রতিহিংসার মনোভাব এখন বিদ্যমান। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপে ই প্রমান মিলে। কখনো তিনি তার নেতা কর্মীদের মানুষের বাড়ী- ঘড়ে আগুন দেওয়ার জন্য উৎসাহিত করছেন আবার কখনো তালিকা করে হত্যার মাধ্যমে প্রতিশোধ নেওয়া জন্য বলছেন। সর্বশেষ দেশে গৃহযুদ্ধ লাগানোর কথা ও শুনলাম শেখ হাসিনার দুর্নীতি ও সুবিধাপুষ্ট ডেনমার্ক আওয়ামিলীগের নেতাদের সাথে ফোনালাপে। এর আগে শেখ হাসিনার ট্রাম্পকার্ড ছিল নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। যদি ও একে একে তার সব ষড়যন্ত্র ই ফাঁস হয়ে জাতির সমানে তার আরো ভয়ংকর চেহারাটা ফুটে উঠেছে। শেখ হাসিনার যেই ভয়ংকর মানসিকতার কথা আমরা বীর মুক্তিযোদ্ধা ও তার দীর্ঘদিনের ব্যক্তিগত উপদেষ্টা মতিউর রহমান রেন্টুর " আমার ফাঁসি চাই " গ্রন্থে পরেছি বিগত সময়ের ও শেখ হাসিনার ফোনালাপের কথোপকথনের সাথে প কর্মকান্ডে সম্পুর্ন ভাবেই মিলে যায়।

গত জুলাই-আগস্টের ছাত্র- জনতার আন্দোলন দমনে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার যেভাবে অবৈধ শক্তি প্রয়োগ করে প্রাণহানি ও হতাহত করা হয়েছে তার জন্য শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগের পক্ষ থেকে কোন শোক বা দুঃখ তো প্রকাশই বরং আরো নানা ধরনের হুংকার শুনতে হচ্ছে তাদের মুখ থেকে যা আমি আগেই বলেছি। এমন কি গত জুলাই- আগষ্টের ছাত্র-জনতার গনঅভ্যুত্থাকে বিদেশী শক্তির পরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়ার চেস্টা করছেন ওসামা বিন লাদেনের মত আত্মগোপনে থাকা আওয়ামিলীগের অনেক শীর্ষ নেতা। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ও তেমনি উল্লেখ করা হয়।

২৩শে জুন ১৯৪৯ সালে আওয়ামিলীগ প্রতিষ্ঠার পর থেকে বহুবার নানান প্রশ্নের মধ্যদিয়ে অনেক চড়াই-উতরাই পার করেছে। এর মধ্যে ১৯৫৪-এর নির্বাচন, ১৯৬৬-এর ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের এই দলটির অবদান অনস্বীকার্য। তবে ১৯৭৫ সালের ২৪শে জানুয়ারি খোদ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান নিজ হাতেই এই আওয়ামিলীগের সলিলসমাধি করে বাংলাদেশ একদলীয় শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল প্রতিষ্ঠা করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এই বাকশাল প্রতিষ্ঠার ই ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার অন্যতম কারন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান হত্যার মধ্যদিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর তৎকালীন বাকশালের সাথে সম্পৃক্ততায় চরম বেকায়দায় পরেছিল তৎকালীন বাকশালী নেতারা। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বিদেশে থালায় হয়তো তেমন কঠিন রাজনৈতিক পরিস্হিতি উপলব্ধি করতে পারেন নাই শুধু ঘনিষ্ঠজন হারানোর বেদনা ছাড়া। শেখ মজিবর রহমান যেহেতু প্রায় সপরিবারে খুন হয়েছিলেন তাই বাংলাদেশের সাদাসিধা সাধারন মানুষ এরপর ও আওয়ামিলীগ এবং শেখ মজিবরের পরিবারের সদস্যদের এক ধরনের সহানুভূতির চোখেই দেখেছেন। এরই ফলশ্রুতিতে ১৯৯৬ সালে জনগনের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামিলীগ আর শেখ হাসিনা হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর পর ই তিনি অতীতের অনেক কিছুই ভুলতে বসেন। পরবর্তীতে ২০০৮ সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত কৌশলী নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের পর শেখ হাসিনা অতীতের সব কিছু সম্পুর্ন ভাবে ভুলে গিয়ে আস্তে আস্তে হিটলার আর মুসোলিনি পথ অনুসরণ করে পরিনতি হন এক ভয়ংকর স্বৈরশাসকে। রাষ্ট্রীয় ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ২০০৯ সালে ক্ষমতায় এসেই প্রথম যে কাজটি সুপরিকল্পিত ভাবে সম্পন্ন করেন তা হলো তৎকালীন পিলখানায় তথাকথিত বিডিআর বিদ্রোহের নাম করে ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে নৃশংস ভাবে হত্যা করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনেকটাই মনোবল শূন্য করার চেষ্টা করেন। এর পর শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট কিছু বির্তকিত সেনা কর্মকর্তার দ্বারা গুম খুনের মত অপকর্ম করিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনেকটা বির্তকের মধ্যে আনা হয়। সেনাবাহিনীর প্রতি দেশের সাধারন মানুষের আস্হার অনেকটাই ভাটা পরে। অবশ্য ৫ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর আমাদের সেনাবাহিনীর প্রতি জনগনের আস্তার ঘাটতি অনেকটাই কমতে থাকে। আমাদের সেনাবাহিনী আবার নতুন করে বাংলাদেশের সাধারন মানুষের অন্তরে জায়গা করে নিতে ইতোমধ্যে শুরু করেছে। তবে অনেকেরই প্রশ্ন এত হাজার হাজার মানুষ খুনের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে কেন আমাদের সেনাবাহিনী দেশ ত্যাগে সহায়তা করলো? আর যেই ৬২৬ জন বিভিন্ন পেশার মানুষ শেখ হাসিনা পালানোর পর বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল তারা কারা এখনই বা তারা কোথায় আছেন? ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সংবিধান সংশোধন সহ এহেন কোন অপকর্ম নাই যে শেখ হাসিনা ও তার দোসররা গত পনেব বছর করেন নাই। শেখ হাসিনা ও তার আওয়ামিলীগ এখনো বৈশিষ্ট্যগত ভাবে ভাল হয় নাই ভবিষ্যতে ও যে ভাল হবে সঠিক পথে আসবে তার তেমন কোন সম্ভবনা ও বর্তমানে পরিলক্ষিত হচ্ছে না। বরং শেখ হাসিনা ও তার সুবিধা ভোগী দোসররা ক্ষমতা হারানোর শোকে আরো বেপরোয়া হয়ে পরেছেন। শেখ হাসিনার ভিতর প্রতিহিংসা ও স্বৈরাচারী মনোভাব এখন আরো জোরালো। তার এই মনোভাবকে উৎসাহের সাথে সমর্থন করে যাচ্ছে তার ই বিবেক বর্জিত হিংস্র মনোভাবাপন্ন নেতা কর্মীরা। কোন বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই একজন মানুষ হত্যাকারীকে সমর্থন করা তো দুরে কথা তার নাম টা পর্যন্ত ভাল ভাবে শোনার ইচ্ছা পোষণ করার কথা নয়। তার পর ও এক শ্রেণীর মানুষ রুপীরা তা করছে।

এই প্রসঙ্গে জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে লিখেছেন, " একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-অগাস্ট গণঅভুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষেকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামিলীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা কর্মীদেরকের উস্কিয়ে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে। তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন। " তার মানে স্পষ্ট এখন যারা বাংলাদেশে থেকে শেখ হাসিনার পক্ষে কথা বলার চেস্টা করছেন পক্ষান্তরে তারা কোন কিছু না বুঝে সমান্য স্বার্থের মোহে লাফাচ্ছেন। তারা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে মোটেও ওয়াকিবহাল নয়।

আওয়ামিলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা অনেকরই আবার মন্তব্য শেখ হাসিনা আওয়ামিলীগকে রাজনৈতিক রাষ্ট্রীয় ভাবে যে ক্ষতি করছে তা পূরণ করা খুবই কষ্টসাধ্য। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পরের ঘটনা টেনে তাদের মন্তব্য তখন বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য খুন হওয়ার ফলে দেশের সাধারন মানুষের শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও আওয়ামিলীগের প্রতি এক ধরনের সহানুভূতি ছিল। তার ই ফলশ্রুতিতে ১৯৯৬ সালে গনঅভ্যুত্থানে জনগণের সমর্থন পেয়েছিল এর পর সাধারন নির্বাচনে ও আওয়ামিলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে সক্ষম হয়। তবে জুলাই- আগস্টের ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার হাত যে হাজার হাজার সাধারন মানুষের রক্তে রাঙিয়েছে এই ক্ষত দেশের সাধারন মানুষ ও সহসায় ভুলবে না আর দল হিসেবে আওয়ামিলীগ ও এই ক্ষতি সহসায় পুরন করতে পারবে বলে মনে হয় না। আওয়ামিলীগের বর্তমানে কতজন বিবেকবান নেতা কর্মী আছেন বা কত জন সম্পৃক্ত ছিলেন তা নিয়ে প্রশ্ন আসে।

দেশের অধিকাংশ সাধারণ মানুষের মতামত এখন আওয়ামিলীগের রাজনীতি অন্তত একটি সময়িক সময়ের জন্য নিষিদ্ধ করার পক্ষে। সেই সাময়িক সময়টা অন্তত আগামী তিনটি সাধারণ নির্বাচন। যেই সময় কাল বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার, মানবাধিকার, গনতন্ত্র সহ সকল মৌলিক অধিকার হরন করেছে শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামীলীগ। আর যদি বাংলাদেশের মাটিতে আওয়ামিলীগকে রাজনীতির সুযোগ পেতে হয় তা হলে অবশ্যই গত পনের বছরে আওয়ামিলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যেই সকল নেতা-কর্মী যত অপকর্ম করছে তাদের সকলকে আইনের আওতায় আনার সহযোগিতা ও সমর্থন করে জাতীর কাছে গত পনের বছরের সকল অপকর্মের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে নতুন করে নতুনদের নিয়ে রাজনীতিতে আসলে হয়তো জাতি তাদের ক্ষমা করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিতে পারে। তা না হলে বাংলাদেশের মাটিতে আওয়ামিলীগের রাজনীতি এদেশের সাধারন মানুষ সম্পুর্ন ভাবে প্রত্যাখান করে তাদের প্রতিহত করবে বলে আমার বিশ্বাস।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:২৫

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন।

২| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের পলাতক নেতাদের কারো লজ্জা শরম নেই। এরা এত টাকার মালিক যে কষ্ট এদের স্পর্শ করছে না। এদের কে অনেক ইউটিউব চ্যানেল লাইভে আনে আবার! এসব করাপ্ট লোকের বিচার না হলে দেশের মানুষ শান্তি পাবে না।

৩| ২০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৮

এভো বলেছেন: কোটা আন্দোলনটাই ছিল অনৈতিক , অযৌক্তিক এবং প্রতারনা । আইনত দেশে যেখানে কোন কোটাই নেই , সেটা বাতিলের আন্দোলন একটা অনৈতিক , অযৌক্তিক , ধোকাবাজি প্রতারনা মূলক আন্দোলন । এমন আন্দোলনকে কেন বিবেচক মানুষ সমর্থন করবে ?
২০১৮ সালে সরকার কোটা বাতিল করে , ২০২৪ এর জুনে হাইকোর্ট সরকারি রুল বাতিল করে, তখন সরার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করে , এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে দেয়। সুতরাং আইনত কোন কোটা নেই দেশে, তাই এই আন্দোলন অনৈতিক, অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা জাতীর সাথে ।
একটা কথা - কোন অনৈতিক কাজ যেমন খুন , ধর্ষন, ডাকাতি করতে গিয়ে যদি কেহ মারা যায় , তাহোলে সেই মৃর্তুকে সমবেদনা জানানো যায় । ঠিক তেমনি অনৈতিক , অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা মুলক কোটা আন্দোলন করতে গিয়ে কেহ মারা গেল , সেটা কি সমবেদনা পাওয়ার যোগ্য ?
কোন খুনি অনৈতিক কাজ করতে গিয়ে মারা গেলে কি আপনার অনুশোচনা হয় বা সমবেদনা দেন ? তাহোলে অনৈতিক অযৌক্তিক প্রতারনা মূলক কোটাআন্দোলন কারিদের প্রতি আপনার মত মানুষদের এত দরদ কেন ?
যদি অনৈতক প্রতারনা আন্দোলনের প্রতি এত অনুরাগ আপনার , তাহোলে অনৈ্তিক আওয়ামী লীগ সরকারের প্রতি সমান অনুরাগ নেই কেন ?

৪| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪৪

কামাল১৮ বলেছেন: এভোর বক্তব্য সমর্থন করছি।

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৩

শিশির খান ১৪ বলেছেন: আওয়ামীলীগ যে কখনোই নির্বাচন করে জিতে আসতে পারবে না সেটা তারাও জানে সেই জন্য তারা রাতের ভোট ও ডামি ভোট এর মাধ্যমে ক্ষমতা দখল করে বসে ছিল। এভাবে গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না সেটা তারা আগেই জানতো।এদের নেতারা সবাই যে যেভাবে পারে শত কোটি টাকা, হাজার কোটি টাকা ইউরোপের দেশগুলোতে বিনিয়োগ করে সম্রাজ্য বানিয়েছে । টেন্ডারবাজ ,চাঁদাবাজ ,কেডার যারা আছে তারা সবাই এখন দলে দলে বি এন পি তে যোগ দিবে। সাপোর্টার গুলা বোকাচোদা এদের পাছায় নৌকার সিল মারা এগুলাই এখন সব জায়গায় চিল্লা চিল্লি করে। নেতারা কোটি কোটি টাকা ব্যাংক থেকে চুরি করে বিদেশে ভাগছে অথচ এদের ফকির চামচা গুলা এখনো চিল্লাইতেছে অথচ এরা এক টাকাও বানাইতে পারে নাই পনেরো বছরে। দেশের মানুষ মইরা গেলেও আওয়ামীলীগ কে আর ভোট দিবে না। হাসিনার ৮০ বছর আর দশ বছর পর দাঁড়ানোর শক্তিই থাকবে না আর উনার ছেলে তো মাশাল্লাহ ঠিক মতো বাংলাও বলতে পারে না।

৬| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামীলীগ অনুশোচনা করবে কেন?
অনুশোচনা করবে সুদখোর ইউনুস ও তার গুরু জামাত হিজবুত।
প্রতিটি ধ্বংশজগ্য হত্যাকান্ড জামাতি মেটিকুলাস প্ল্যানে করা হয়েছে।
নিউইয়র্কে ভয়েস অব আমেরিকার কাছে ইউনুস ও মাহফুজের কথায় স্পষ্টভাবেই সব বোঝা গেছে। তারা সব প্ল্যান মাফিক সহিংসতা করেছে। বছরব্যাপি প্ল্যান এবং গুপ্তহত্যার মাধ্যমে তাদের লাশের প্রয়োজন ছিল। থানা আক্রমণ এবং পুলিশ হত্যা করা হয়েছে এটা তাদের এক ছাত্রনেতা একটি টকশোতে স্বীকার করেছেন।

সবচেয়ে সহিংসতা হয়েছে ঢাকায়, অতচ ঢাবির কেউ মারা যায় নি, এমনকি বুয়েট সহ ঢাকা নারায়নগঞ্জ গাজিপুরের কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যায় নি।
বহুল আলোচিত সাঈদ এবং মুগ্ধের মৃত্যু খুবই সন্দেহজনক। রাবার বুলেটে সামান্য আহত সাইদকে শিবির নেতারা ৩০ মিনিটের রাস্তা ৫ ঘন্টা দেরি করে মাথায় আঘত করা মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। (সুত্র ময়না তদন্ত রিপোর্ট) নিশ্চিত বলা যায় এসব খুনের ঘটনা মেটিকুলাস প্লানেরই অংশ।

এবং কথিত হত্যা মামলাগুলো অস্পষ্ট অভিযোগ, এবং মিথ্যা মামলা। জীবিত থাকতেই মৃতের মিথ্যা অভিযোগে শত শত মামলা করা হয়েছে। মামলা করা পরিবার থেকে মৃত দাবি করা অনেকেই জীবিত ফিরে আসছে বলে জানা যাচ্ছে। তাই বর্তমানে কথিত আহত দের দিয়ে মামলা করা হচ্ছে। মাত্র একটি রাবার বুলেটে আহত একজন দেখলাম খুনের মামলা করেছে।
সঠিকভাবে তদন্ত করলে মৃতের সংখ্যা অনেক কমে যাবে।
এরপরেও মিডিয়াকে বাধ্য করা হচ্ছে বলাতে যে আওয়ামী লীগ কেন অনুশোচনা করে না!
হ্যাঁ পুলিশের হাতে কিছু মানুষ মারা গেছে কারণ তারা প্রতিটি পুলিশ স্টেশনে সঙ্গবদ্ধ ভাবে অস্ত্র নিয়ে হামলা করেছিল পুলিশ হত্যা করার জন্য। পুলিশ বাঁচার জন্য গুলি করেছে এতে অল্প কিছু আক্রমণকারী ভাড়াটে গুন্ডা মারা গেছে। কিন্তু সংখ্যায় পুলিশ বেশি মারা গেছে। কর্তব্যরত অবস্থায় পুলিশ জীবন বাচাতে গুলি করেছে এটি বাংলাদেশে বা বিশ্বের কোন দেশে আইনে অপরাধ হতে পারে না। কিন্তু মেটিকুলাস প্ল্যানার খুনিরা এগুলোকে বলছে গণহত্যা? হাস্যকর।
আবার বলে আওয়ামীলীগকে অনুশোচনা করতে! .. ছাগল। পায়ের স্যান্ডেল খুলে থাবরাইতে ইচ্ছে করে।

৭| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষজন সবচেয়ে বড় বেঈমান। এটাই সবচেয়ে বড় অনুশোচনার কারন।

৮| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৭

রাকু হাসান বলেছেন:



প্রথমত আমি ব্যক্তিগতভাবে স্বৈরাচারদের নিষিদ্ধের পক্ষে না ,নিষিদ্ধ করলে জঙ্গি কার্যক্রম আরও বেড়ে যাবে। আগে বিচার হোক , যারা বিচারের বাইরে থাকবে তারা নির্বাচন করুক।

এভো

২০১৮ সালে সরকার কোটা বাতিল করে , ২০২৪ এর জুনে হাইকোর্ট সরকারি রুল বাতিল করে, তখন সরার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করে , এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে দেয়।

আলোচনার সুবিধার্থে বলে রাখা ভালো -
২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল।

রাষ্ট্রের বা দেশের কোনো জন গুরুত্বপূর্ণ বা বিরোধপূর্ণ বিষয়ে করণীয় সম্পর্কে যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় তা জনগণকে অফিশিয়ালি জানানোর ঘোষণাপত্র হলো পরিপত্র বা Circular। পরিপত্র বা সার্কুলার এর কোনও আইনগত ভিত্তি নেই। সরকার নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করলে নতুন সার্কুলার দেওয়া যায়। প্রকাশিত পরিপত্রের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিলে তখন পরিপত্রটি আবার পরিবর্তন করে নতুন পরিপত্র দেওয়া যায়।

আপনি বলছেন আইনত কোটা ছিল না অথচ সেটা আদৌ আইন ছিলো না শুধুমাত্র পরিপত্র ,পরিপত্র কিন্তু আইন নয় । এটা আদালত কিংবা সরকার চাইলে যে কোন সংযোজন ,পরিমার্জন কিংবা সংশোধন যে কোন সময় করতে পারে। অনেকটা আদালতের কাছে পরার্মশ চাওয়ার মতো । এখানে প্রতারক সরকার,আন্দোলনকারীরা নয় , সরকার কেন সেটা নির্বাহী আদেশের বাস্তবায়ন করলো্ না? তখন তো আদালতের কাছে যাওয়া লাগতো না । এটা সরকারে স্বৈরাচারি কৌশল ছিল মাত্র । ভেবেছে আন্দোলন দমে গেলে আদালতের মাধ্যমে কোটা বহাল রাখবে । এটা আন্দোলণ ধামাচাপা দেওয়ার কূট কৌশলমাত্র ।

১৪ জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধার সন্তান/ নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল ও অন্যান্য কোটা (জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ, যদি অন্যান্য থাকে) বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে উল্লিখিত শ্রেণির ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় কোনো বাধা তৈরি করবে না বলে উল্লেখ করা হয়। ----এত স্পষ্ট যে সরকার চাইলে এটা কমবেশি করতে পারবে । ১৪ জুলাই এখনও কিন্তু এ বিষয়ে কোন গেজেটে বা আইন পাশ হয় নি । অথচ আপনি মিথ্যাচার করছেন মন্তব্যের ঘরে ।

আন্দোলনকারীদের দাবির মুখে ১৬ জুলাই সরকার ঘোষিত অবৈধ পরিপত্রের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেই । এখনও কিন্তু আইন হয় নি ।

সরকারের লিভ টু আপিলের শুনানি শেষে রোববার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ।


কোটা পুর্নবহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। তারিখ ২১ জুলাই তথ্যসূত্র- সময়টিভি নিউজ।
কোন রায় তো আর আইন হতে পারে না ? আইন হতে হলে গেজেট হতে হবে ,সংসদে পাশ হতে হবে । রায় কে আইন বানিয়ে মগজ ধোলায় করছেন আমাদের ।

চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩ শতাংশ। বাকি ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে।--- এই সিদ্ধান্ত সরকার নেয় ২৩ জুলাই এবং প্রজ্ঞাপন জারি করে । হ্যাঁ একটি সমাধান দিয়েছিল সরকার ।

কিন্তু তা বড্ড দেরি হয়ে যায় । ২৩ জুলাইয়ের আগে ১৪ জুলাই আন্দোলনকারীদের রাজাকার বলে সম্মোধন করেছে স্বৈরাচার ।
বিশ্ব বিদ্যালয়গুলোতে সে দিনেই আওয়ামী ধর্মের বয়ানের করব রচিত হয়ে যায় । সন্ত্রাসী ছাত্র লীগ হামলা চালায় ১৬ জুলাই । তখন দাবি শুধু কোটাতে থাকেনি, স্বৈরাচারের ক্ষমা চাওয়া,মন্ত্রীর পদত্যাগসহ ইত্যাদি দাবি নিয়ে ছাত্ররা মাঠে সোচ্চার ছিল ।

সন্ধ্যায় জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হন অন্তত ২০ শিক্ষার্থী। চট্টগ্রামে ৭ এবং সিলেট ও কুড়িগ্রামে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। - তথ্যসূত্র সমকাল । এর আগে ১৬ জুলাই আবু সাইদের মৃত্যু,১৮ জুলাই মুগ্ধ । কাউয়া কাদেরর ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া ,সাথে পুলিশলীগ তো ছিলোই । ইন্টাননেট বন্ধ সহ কত কি নাটক দেখেছি জনগণ।
এবার আসি আপনার নৈতিকতার প্রসঙ্গে । আপনি ১৮ তারিখ বিষয়টা সমাধান হয়ে গেছে বলছেন। যা শতভাগ মিথ্যা , এবং উদ্দেশ্য মূলক। আপনার মিথ্যাকে সত্যা ধরে নিলেও ,১৮ তারিখের পূর্বে যা আহত ,নিহত হয়েছে সেটা কোন নৈতিকতার বলে হয়েছে? ছাত্ররা কি লাঠি,বন্ধুক,হেলমেট নিয়ে আসছিলো ,পুলিশের প্রহরায় হামলা চালিয়েছিলো? এটা আপনাদের কোন নৈতিকতা ? আরে স্বৈরাচার বিগত তিনটা নির্বাচনই তো অবৈধ, তারা কিভাবে নৈতিকতার সবক দেয়?

নিজেকে প্রশ্ন করুন , আপনি আওয়ামীলীগ হবেন নাকি মানুষ হবে ।


গঠনমূলক আলোচনা আশা করছি। যুক্তিগুলো খন্ডন করুন । হয় শিখবো নয় তো শোধরাবো এই তো । হেপি ব্লগিং । :)

৯| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

জুল ভার্ন বলেছেন: অনুশোচনা হয় মানুষের......

১০| ২১ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫০

এভো বলেছেন: @ রাকু হাসান
আনেক বড় কথা লিখলেন কিন্তু সত্য কথাটা বললেন না যে , আপিলের প্র্বেক্ষিতে সুপ্রীম কোর্ট হাইকোর্টের রায়কে স্থগিত করে .

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে প্রথমে রাষ্ট্রপক্ষ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আপিল বিভাগে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর আবেদনের ওপর শুনানি নিয়ে ১০ জুলাই আপিল বিভাগ পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ আদেশ দেন। আদেশে লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত কোটার বিষয়ে (সাবজেক্ট ম্যাটার) সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রায় সে সময় পর্যন্ত অকার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে শুনানির জন্য আগামী ৭ আগস্ট দিন রাখেন।
কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.