নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি! স্বপ্ন বিলাসী লোক আমি স্বপ্ন দেখতে ভালবাসি। মানুষের স্বপ্ন গুলো নিয়ে কাজ করতে চাই।

োহেল রানা

আমার আমি! স্বপ্ন বিলাসী লোক আমি স্বপ্ন দেখতে ভালবাসি। মানুষের স্বপ্ন গুলো নিয়ে কাজ করতে চাই।

োহেল রানা › বিস্তারিত পোস্টঃ

প্যারাময় জীবন বা জীবনই প্যারা

০২ রা মে, ২০১৯ রাত ১১:০৮

“প্যারা ময় জীবন বা জীবনই প্যারা”
এই শব্দটার সাথে পরিচিত না এমন লোকজন খুঁজে পাওয়া কঠিন হবে । তবে প্যারা শব্দটি যত্রতত্র শুনতে পাওয়া যায় । যেটা মানুষের জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু অবদি চলতে থাকে । যে চক্র থেকে বেরুতে পারেনি আমার আপনার পূর্ব পুরুষ পর্যন্ত ।সমস্যা একটা চক্রের মত আমরা যার মধ্যে ঘুরাফেরা করি ।
এই প্রসঙ্গে জনি সবসময় বলে(খুব কাছের বন্ধু ছোটভাই)’ মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে প্যারায় থাকতে পছন্দ করে ।উঠতে বসতে খাইতে সব জায়গায় শুধু সমস্যা আর সমস্যা !!! সমস্যার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে একটা সময় আমরা ক্লান্ত হয়ে সমস্যার সাথে এডজাস্ট করার চেষ্টা করি- এটাও একটা সমস্যা
সমাধান কি তা হলে নেই?
পৃথিবীতে সমস্যা যেমন আছে সমসধানও তেমনি আছে । শুধু দরকার সমস্যাকে দেখার চোখ আর সমাধান করার কইতহল কিছু পথ । সমস্যার আবার প্রকার ভেদ হয়- প্রাথমিক সমস্যা, মাধ্যমিক সমস্যা , উচ্চতর বা গুরুতর সমস্যা । আমরা কোন স্তরে আছি সেটা আমাদের নিজেদেরই ভিবেচনা করতে হবে ।
আবার আমাদের মাঝে অনেকেরই সমস্যা তুলনা মূলক কম, কেন সমস্যা নেই এটা ভেবে ভেবে তৈরি হয় কৃত্রিম সমস্যা
শেষ কথা হচ্ছে, সমস্যা , ঝরা, সংকীর্ণতা লাইফে থাকবেই সব কিছুকে ঠেলে এগিয়ে যেতে হবে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৯ রাত ১১:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: প্যারা :D

২| ০৩ রা মে, ২০১৯ রাত ১২:২০

মাহমুদুর রহমান বলেছেন: যেখানে সমস্যা আছে সেখানে উপায়ও আছে।

৩| ০৩ রা মে, ২০১৯ রাত ১:১৮

আকতার আর হোসাইন বলেছেন: শিরোনাম দেখে বইমেলার বেস্ট সেলার একটা বইয়ের নাম মনে পড়ে গেল। ঝংকার মাহমুবের "প্যারাময় লাইফের প্যারাসিটামল"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.