| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখা হোক বছর কুড়ি পরে
এই অভিলাস আমার অন্তরে
তুমি থাকবে সেদিন নিশ্চুপ দাড়িয়ে
চোখের কোনে একটুকু জল নিয়ে ।
দেখা হোক বছর কুড়ি পরে
চেনা জানা জন সমুদ্রে
তুমি মিশে যাবে অজানার...
তোর স্মৃতিগুলো আজ বিশাক্ত সাপ
করে দংশন আমায় সারাক্ষণ
নীল বর্ণ আমি দুঃখ ভরা মন
স্বপেছি জীবন দংশিবি কতক্ষণ
জীবনের মানে কি কেবলই ছুটে চলা ?
চলতে চলতে নিরুদ্দেশে হরিয়ে যাওয়া ??
আমরা চলছি কোন পথে থামবো কোথায় গিয়ে
নেই তা জানা। থামতে ইচ্ছে করে
ধান শালিকের পারে সবুজের নীড়
জীবনের মানে...
তোমাকে লখিবো বলে রোজই বসি
লিখিও কয়েক লাইন
আবার কেটে দেই, ছিরে ফেলি পাতা
আপেক্ষা করি বৃষ্টির জন্য লিখবো তোমায় মনের কথা
বৃষ্টি আমার খুবই প্রিয় সেও তোমারই জন্য
তুমি আমায় প্রথম লিখেছিলে...
তুমি যদি বৃষ্টি হও
আমি নদী হবো
আমার বুকে তোমায় আমি ধারণ করবো।
তুমি যদি বৃষ্টি হও
আমি মযূর হবো
পেখম মেলে তোমার মাঝে নেচে যাবো।
তুমি যদি বৃষ্টি হও
আমি নালা হবো
তোমার জলে...
তোমাকে ভালোবাসব জন্য এত নীরবতা
তোমাকে ভালোবাসব জন্য এত দূরে থাকা
তোমাকে ভালোবাসার জন্য নিরন্তর চেয়ে থাকা
দু চোখে তোমায় নিয়ে স্বপ্ন বুনা
ভালোবাসা কেউ বোঝেনা;
কেউ পারে না বাসতে ভালো;
ভালোবাসার নামে শুধুই;
চারিদিকে আঁধার কালো ।
কাকে বলে ভালোবাসা ?
বাসবো কাকে ভালো ?
কেইবা দিবে সত্যিকারের;
ভালোবাসার আলো ?
তোমরা বল ভালোবাসা
সবার থেকে ভালো ;
তেমন ভালোবাসা বল;
কোথা গেলে...
©somewhere in net ltd.