| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যদি বৃষ্টি হও
আমি নদী হবো
আমার বুকে তোমায় আমি ধারণ করবো।
তুমি যদি বৃষ্টি হও
আমি মযূর হবো
পেখম মেলে তোমার মাঝে নেচে যাবো।
তুমি যদি বৃষ্টি হও
আমি নালা হবো
তোমার জলে পুরো পুরি ভরে যাবো।
তুমি যদি বৃষ্টি হও
আমি বুনো হাস হবো
মাঝ নদীতে বসে তোমার সাথে কথা কবো।
তুমি যদি বৃষ্টি হও
আমি চাতক হবো
আকাশপানে তোমার পথো চেয়ে রবো।
©somewhere in net ltd.