নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীফুল ইসলাম আরশ

মোঃ শরীফুল ইসলাম।

কুমিল্লা কিশোর শ্রেষ্ঠ সাহিত্য লেখক-২০১৩।

মোঃ শরীফুল ইসলাম। › বিস্তারিত পোস্টঃ

রক্তে মোদের জয়

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

পাকিস্তানী পাক বাহিনী
যখন দিলো হানা,
চারদিকে শোনা গেল
মানুষের কান্না।

ইচ্ছামতো মারলো মানুষ
ছিলনা মনে মায়া,
প্রান নিতে মাতল ওরা
করেনি কাউকে দয়া।

তখন বাংলার দামাল ছেলেরা
করলো সবাই শপথ,
রাখবে না কোন পাকবাহিনী
মারবে দপাদপ।

কলম ছেড়ে সবাই নিলো
রাইফেল মেশিন গান,
বুকের তাজা রক্ত দিয়ে
বাঁচাবে দেশের প্রান।

ঝড় বৃষ্টি রোদ্রে তারা
নিয়ে মনে ক্ষুব্ধ,
নয় মাস একটানা
করে তারা যুদ্ধ।

অবশেষে ১৬ই ডিসেম্বর
নিয়ে মনে টান,
বিজয়ের মাঝে খুঁজে পেলো
এদেশ তার প্রান।

হারি জিতি লক্ষ একটাই
তবুও মাথা নোয়াবার নয়,
ত্রিশ লাখ প্রান দিয়ে
রক্তে মোদের জয়।

রচনা: ১১-১২-১৩ ম্যাজিক
ডে তে কুমিল্লা কোটবাড়ী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.