নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীফুল ইসলাম আরশ

মোঃ শরীফুল ইসলাম।

কুমিল্লা কিশোর শ্রেষ্ঠ সাহিত্য লেখক-২০১৩।

মোঃ শরীফুল ইসলাম। › বিস্তারিত পোস্টঃ

যখন তখন

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯





যখন তখন

- মোঃ শরীফুল ইসলাম।




যখন থাকি কাছাকাছি

তখন তুমি হাওয়া,

দূরে সরে গেলে আবার

ভুলো গোসল খাওয়া।

ভালোবাসা তোমার কেনো

এমন অগোছালো,

আসলেই কি ভালোবাসো

সত্যি করে বলো।



ভালোবাসি ভালোবাসি

মুখের বলি না-তো!

এমন কথা কতো লোকে

বলে শত শত।

কষ্ট পেলে আমি তবু

তুমি থাকো ঠিকই,

ভালোবাসার প্রমাণ

তোমার এমনই কি?



ডাকলে কাছে তখন তুমি

কাজে একশোটা,

পরে শুনি কাজটা ছিলো

দেখা টক-শো টা!

এমনই তোমার ভালোবাসা

কুয়াশার মতো,

যায়না ধরা যায়না ছোঁয়া

চেষ্টা অবিরত...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

নিলু বলেছেন: ভালো

২| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো ছন্দ ।

শুভেচ্ছা

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: বইটি এবারের বই মেলায় প্রকাশিত হচ্ছে? তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিলে ভাল হতো। এ বিষয়ে একটি পোস্ট তৈরি করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.