নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীফুল ইসলাম আরশ

মোঃ শরীফুল ইসলাম।

কুমিল্লা কিশোর শ্রেষ্ঠ সাহিত্য লেখক-২০১৩।

মোঃ শরীফুল ইসলাম। › বিস্তারিত পোস্টঃ

এইতো সেই ২১শে ফেব্রুয়ারী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯



এইতো সেই ২১শে ফেব্রুয়ারী
- মোঃ শরীফুল ইসলাম।


বায়ান্নের ভাষা আন্দোলনের ডাকে যারা দিয়েছিল আরি,
ঠিক সেই সময় পলাশ আমার ছেড়েছে ঘর বাড়ী।
অপেক্ষায় থাকি পলাশ আমার আসবে কখন বুকে,
বসে বসে সময় গুনছি কাঁদছি ধুকে ধুকে।
বিশ্ব বিদ্যালয়ের নাম করে পলাশ যাচ্ছিল খুব তেরে,
কত করে বললাম বাবা যাসনে আমায় ছেড়ে।
পলাশ বলে ভয় কেন মা করছো শুধু তুমি,
রাষ্টভাষা বাংলা চাইতে যাত্রা করছি আমি।
যাসনে পলাশ ফিরে আস ভয় লাগছে আমার কাছে,
গুলিবর্ষণ রক্তপাত ছাড়া ওখানে আর কি আছে।
শুনলই না আমার কথা গেলই ঠিক চলে,
রাষ্টভাষা বাংলা চাই মিছিলের ধ্বণিতে সবাই বলে।
মাতৃভাষা বাংলা চেয়ে মানলোনা ১৪৪ ধারা,
ঢামেক এর সামনে যাওয়া মাত্রই পুলিশে করল তারা।
কোন রক্ষা নয় র্নিবিঘ্নে গোলাবর্ষণ শুরু করে,
অগনিত ছাত্রসহ পলাশ প্রাণ দিলো ভাষার তরে।
পলাশ নামের দামাল ছেলে ফিরলোনা আর বাড়ী,
ভাষা শহীদদের স্মরন করার এইতো সেই একুশে ফেব্রুয়ারী।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

রফিক এরশাদ বলেছেন: বিশ্ব বিদ্যালয়ের নাম করে পলাশ যাচ্ছিল খুব তেরে :(
****
রাষ্টভাষা বাংলা চাইতে যাত্রা করছি আমি :(
****
এতো দেখি বেড়াছেড়া অবস্থা :) খুব ভাল হয়েছে :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

আমি বন্দি বলেছেন: অসাধারন লেখনী । কবিতায় প্লাস

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: রাইটারকে দেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.