![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পান্ডু লিপি
--সুব্রত ভারতী।
কতগুলি ছেঁড়া কাগজের মাঝে পেয়েছিলাম খুজেঁ
আজানা কয়েকটি কথা।
গল্প,প্রহসন আর মিঠে কড়া কথাগুলো
বয়ঃ সন্ধিকালকে উঁকি দিয়ে বলছে,
আজ আমি হৃদয়ের রচিত কাব্যের বহিঃ প্রকাশ ঘটাব।
আঁখির দুয়ারে দেখা গেল এক জ্বলন্ত শিকা।
সমস্ত কলেবরে নবনব ভাব ছড়িয়ে পড়ছে অচেনা প্রকৃতির মত।
অন্তরীক্ষের অশ্রু ফোঁটা ধরনীর বুকে
হিংসা আকাঙ্ক্ষা ভুলে খসে খসে পড়ছে।
হৃদয়ের মাঝে বয়ে গেল দুঃস্বপ্নের কাল বৈশাখী ঝড়।
পান্ডু লিপিতে লিখে রাখা কবিদের গান
শুনে চোখের পলক আর পড়ে না।
তাদের চোখের কোণে রত্নাকরের মত
সাহিত্য ভান্ডার খুঁজে পেতে থাকি।
রজনী পোহাল,পান্ডুলিপির অন্তরে বাল সূযের মত
জেগে উঠল রবি ঠাকুর আর নজরুলের অমর বানী
পান্ডু লিপি অনন্তকাল বলে যেতে চাই
সেই কথা গুলি যা শেষ হওয়ার নয়…………।
©somewhere in net ltd.