![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুলে গেলে
---সুব্রত ভারতী
কেঁদে ওঠে সেই আকাশের পাশে-
অশ্রুশুন্য আকাশের অভিলাশে,
তুমি ভুলে গেলে,তুমি ভুলে গেলে আজ।
যতই অঙ্গে অঙ্গে ছড়িয়ে থাক;
তোমার কথাগুলো হৃদয়ে থাক,
কেন ভেবে উঠল সায়াহ্নে মন!
খবর নিলনা কোন একজন।
তুমি ভুলে গেলে,তুমি ভুলে গেলে আজ।
যৌবন সূর্যর অস্তের সময়,
তবুও মন তোমাকে ভেবে যাই।
কেন খোঁচা দিলেগো হৃদয়ে-
মুখের বাণী দিয়ে গেলে ছরিয়ে।
তুমি ভুলে গেলে,তুমি ভুলে গেলে আজ।
বুকের মাঝে ফিরে এল নিরাশা,
মুক্তধারায় ভেসেছে ভালোবাসা।
ওগো,তুমি ভুলে গেলে,তুমি ভুলে গেলে আজ।
©somewhere in net ltd.