| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উলঙ্গ ফকির
-----সুব্রত ভারতী
ছোট ছেলেটা আজ হাসতে জানে
গান গায় কখনো বা নাচে
কিন্তু তার দিকে কারোর নজর নেই কেন
বাপ,মা হারা অনাথ বলে
না কি আমার বা তোমার মত নয়
আমারা হাটতে জানি,জানি অন্ধকারে পথ চলতে
সেকি এর কিছুই পারেনা।
আসলে ভাবলে মনে হয় আমরা পারি না
সে উলঙ্গ হয়ে ঘুরছে দ্বারে দ্বারে
সে কি চায় বা পাওনাটা তার ছিলো কি
সে আজও আমার উপহাসে ভরা
কল্পনা জাগানো শেষের দিনে উলঙ্গ ফকির।

©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: