| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবোধ মন
সুব্রত ভারতী
আমি জানি, আমি জানি
বুঝেছ তুমি যা হবে ভাল
অবোধ মন যে অমৃত চেনেনা
ফিরিয়ে দিয়ে যায় কথার বাখান।
আমি জানি, আমি জানি
দুঃখকে রাঙ্গাবে দেয়া তোমার হাসি
বিপদকে টুটিবে জাগ্রত তোমার সাহস
অবুঝ মন কেঁদে কেঁদে যায় না পেয়ে তোমার সন্ধানে।
আমি জানি, আমি জানি
এতো নয় পরাজয় ভরা জীবন
মানবে হার সব কিছু ভুলে
তোমার কাগজে লেখা চিঠিতে।
আমি জানি, আমি জানি
তোমার গগনে সূর্য দেখা যায়
আমার গগনে চাঁদের কলঙ্কিত হাসি
বুঝবে তুমি, আমি বুঝবোনা বোকার মত কেঁদে কেঁদে।

©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা কবিতা, ভালো লাগলো। শুভেচ্ছা