| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই হৃদয় ছুঁয়ে দিলে ভোরের আলোর মত,
এই হৃদয় ছুঁয়ে দিলে ঝড় হাওয়ার মত।
মনের বাঁধন মনে থাকুক
আমার মনের মত,
হৃদয়ে হৃদয় লেগে থাকুক
তোমার মনের মত।
এই বৃষ্টি ভেজা দিনে
নিভৃত গোপনে
হাতে হাত রেখে
চোখ খুঁজে চলি
মনের অন্বেষণে।
এই হৃদয় ছুঁয়ে থাক তোমার স্পর্শ দিয়ে,
এই হৃদয় ছুঁয়ে থাক হৃদয়ে হৃদয় দিয়ে।
©somewhere in net ltd.