![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন প্রকৌশলী। সামাজিক দায়বদ্ধতা থেকে লেখালেখির শুরু। আমার প্রকাশিত গ্রন্থসমূহ:কাব্য: ০১। ছোট্ট একটি ভালোবাসা উপন্যাস: ০২। ভ্যালেন্টাইনস্ ডে (ভালোবাসাবাসির স্মৃতিময় দিনগুলি) ০৩। অবশেষে...(অবশেষে হৃদয়ের টানে) ০৪। বন্ধন (যে বন্ধন শুধু কাছেই টানে) ০৫। স্বপ্ন (যাদের স্বপ্ন ভেঙে গেছে) ০৬। আঁচলে...(যাদের ভালোবাসা আঁচলে বন্দি) ০৭। গডফাদার-০১(দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার প্রতিচ্ছবি) ০৮। গডফাদার-০২ ০৯। গডফাদার-০৩ ১০। দুর্নীতিবাজের ডায়েরি (একজন দুর্নীতিবাজের আত্মকাহিনী) ১১। দাগ (এই দাগ হৃদয়ের, এই দাগ সমাজের) ১২। প্রিয়ন্তী (সংস্কারের প্রাচীর ভাঙা এক তরুণী) ১৩। তবুও আমি তোমার (একটি অসম প্রেমের কাহিনী) ১৪। খুঁজে ফিরি তারে (যে হৃদয় শুধু তাকেই খুঁজে) ১৫। সেই ছেলেটি (কিশোর উপন্যাস) ১৬। অপেক্ষা (পথ চেয়ে থাকা এক তরুণীর কাহিনী) মোবাইল-০১৭১৮১৫৭০৭৬ email:[email protected]
লেখালেখি শুরু করেছিলাম কৈশোর থেকে, প্রথমে লেখা কবিতাগুলো আবৃতি করে শোনাতাম ক্লাস ফ্রেন্ডদের। তারপর একসময় কবিতাগুলো প্রকাশিত হতে থাকল দিনাজপুর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায়। পত্রিকায় প্রকাশের পর বুঝতে পারলাম লেখাগুলো আসলে কবিতাই হচ্ছে। চলতে থাকল কবিতা লেখা। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলো ২০০৪ সালে। তারপর উপন্যাস। একে একে প্রকাশিত হলো ১৪ টি উপন্যাস এবং জনপ্রিয় ধারাবাহিক উপন্যাস গডফাদার। গ্রন্থ আকারে ছাড়াও তথ্য প্রযুক্তির সুবাদে লেখাগুলো ছড়িয়ে পড়তে থাকল দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে বিভিন্ন ব্লগের মাধ্যমে। পাঠকদের উৎসাহ এবং নিজের ইচ্ছা থেকেই শুরু হলো ব্যক্তিগত ওয়েব সাইট নির্মাণ। নির্মাণ শেষে আজ শুভ উদ্বোধন হলো আমার ব্যক্তিগত ওয়েব সাইট http://www.writerzillur.com.
সম্মানিত পাঠক, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার অনুরোধ আপনারা আমার ওয়েব সাইট ভিজিট করবেন, আমার লেখা পড়বেন, গঠনমূলক সমালোচনা করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের প্রেরণাই আমাকে আরো বেশি মানসম্পন্ন লেখা লিখতে সহযোগিতা করবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
ডার্ক ম্যান সুজা বলেছেন: carry on
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: আপনাদের দোয়া।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: বেস্ট অফ লাক!