| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইক আইডি
...............
"শীত যায় , গ্রীষ্ম যায়, যৌবনের অর্ধেকটা সময় পেরিয়ে যায় রমিজের, কিন্তু আফসোস! তার আজ পর্যন্ত একটাও প্রেমিকা জুটলো না নসিবে। তাই রমিজ ঠিক করলো যে ,যেহেতু আজ পর্যন্ত কোন মেয়ে তার প্রেমের আবেদন মঞ্জুর করেনি সেহেতু সে আজ থেকে ছেলে নয়, মেয়েদের ছুরত নিয়েই ফেসবুকে ফেইক আইডি খুলে সুন্দর সুন্দর মেয়েদের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে নারীর স্বাধ নিবে ।যে কথা সেই কাজ, পরদিনই এন্জেল মাহবুবা নাম দিয়ে প্রোফাইলে সুন্দর একখানা মেয়ে ফটো দিয়ে ফেসবুক আইডি খুলে নিলেন রমিজ । এরপর থেকে প্রতিদিন মারিয়া খাতুন নামের একটা চিত্তাকর্ষক মেয়ের সাথে আলাপ হতো তার মেসেন্জারে।তবে রমিজের না দেখা মেয়ে বন্ধুটা তার মতই, যতই হোক না কেন সমজাতীয়, সমলিঙ্গের তাই বলে সব কথা বলতে হয় নাকি ফেসবুকে।ছি! ছি!যৌনতাও নিয়ে আলাপ করতো তারা ইনবক্সে। যতই দিন যাচ্ছিল ইনবক্সের কথোপকথন তাদের ততই দিনদিন অশ্লীল আর গভীরতর হতে লাগলো। মারিয়া খাতুন সব গোপনীয় কথা বলে দিত মাহবুবাকে। চ্যাটিংয়ে বাধা দিতো না কেহই তাদের, যদিও বিড়ম্বনা সরুপ মাঝেমধ্যে ওয়াশরুমে যেতে হতো,তারপর নেতিয়ে পড়তো ক্লান্ত শরীর বিচানায়। কিন্তু এভাবে আর কত! তাই এন্জেল মাহবুবা নামধারী রমিজ ঠিক করলেন যে সত্য কথা বলে দিবে,হাত পায়ে ধরে হলেও মারিয়া খাতুনকে রাজি করাবে।বলবে যে বান্ধবী আমি মেয়ে নই ছেলে, আমি তোমাকে ভালোবাসি। এর জন্য সাক্ষাতের প্রয়োজন। তাই সাক্ষাতের জন্য ঠিক করা হলো রোমান্টিক প্লেস । পরদিন রমিজ জাস্ট টাইমের অনেক আগেই বাসা থেকে বেড়িয়ে যায়।ঐ দিকে আবার রমিজের প্রথম প্রেম সফল হতে যাচ্ছে শুনে সেই সকাল থেকেই বন্ধুরা তাকে অভিনন্দিত করতে বাসায় এসে ভীর জমায়, কিন্তু যাকে নিয়ে আয়োজন,সে রমিজই সারাদিন ধরে
লাপাত্তা।এরপর মধ্যরাত্রিতে অপেক্ষার প্রহর শেষ হয় বন্ধুদের ,রমিজ মন মরা হয়ে ঘরে প্রবেশ করে।তানিনের তর সয় না,তাই উৎসুক হয়ে জানতে চায়, কি বন্ধু নারীর স্বাধ কেমন হলো।রমিজ চুপ থাকে অনেক্ষণ,তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আর বলিস না রে দোস্ত ।সবার ভাগ্যে সব কিছু জোটেনা,তার মানে কী? তানিন উৎসুক হয়ে জানতে চায়, রমিজ আবারো দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গালায় বলতে লাগলো, এই পৃথিবীতে ছেলে হয়ে মেয়ের নামে ফেইক আইডি খুলে প্রেম শুধু আমি একা নই,আরো অনেকেই করে।

©somewhere in net ltd.