নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্স

ক্স › বিস্তারিত পোস্টঃ

কোথায় আজ সেই মিডিয়া যারা মালালাকে নিয়ে কান্নার রোল তুলেছিল?

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮



আফগানিস্তানের কান্দুজ শহরের একটি মাদরাসায় হিফজুল কুরআন সমাপনকারী হাফেজ ছাত্রদের পাগড়ী ও সনদ প্রদান অনুষ্ঠানে আমেরিকান বর্বর ড্রোণ হামলায় নিহত শতাধিক শিশুর হত্যাকাণ্ডের খবর ইতিমধ্যে বিশ্ববাসী জেনে গেছে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদটি প্রচার, ও বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ হলেও, যেই গুরুত্ব ও ক্ষোভের সাথে এর প্রচার ও প্রতিবাদ হওয়া উচিৎ ছিল, সেটি হয়নি ৷ এর কারণ সম্ভবত এটিই যে, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘাতক হল আমেরিকা আর হত্যাকাণ্ডের শিকার হয়েছে মাদরাসার তালেবেএলেমরা ৷ মুসলিম উম্মাহর অবিসংবাদিত রাহবার কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমানের ভাষায় ফুটে উঠেছে সেই নির্মম সত্যটি ৷ তিনি বলেছেন, যখন কোনো স্কুলে হামলা হয়, তখন সবাই আমার কান্নার সঙ্গী হয়, কিন্তু যখন মাদরাসার ছাত্রদের হত্যা করা হয়, তখন আমাকে একাই কাঁদতে হয় ৷ সত্যিই, আজকে যদি হামলাকারীর মুখে দাড়ী আর মাথায় টুপি থাকত, তাহলে সন্ত্রাসবাদ নামে সারা বিশ্বজুড়ে শুরু হতো তোলপাড় ৷ কিন্তু যখন ক্লিনসেভ্ড আমেরিকানরা কুরআনের নিস্পাপ টুপিওয়ালা বুলবুলগুলোকে হত্যা করল তখন যেন ওদের মুখে কুলুপ আটা হয়েছে ৷

বিশ্ববাসীর সামনে আজ ওদের স্বরূপটা তুলে ধরা দরকার ৷ মিডিয়ার একচোখা নীতিও মানুষের বুঝবার সময় এসেছে ৷ কোথায় আজকে সেই মিডিয়া যারা মালালাকে নিয়ে কান্নার রোল তুলেছিল? ওরা কি আফগান হাফেজ শিশুদেরকে নিয়ে হৃদয়বিদারক কোনো হিস্টোরির কভারেজ দিবে?

কুরআন হিফজের আনন্দে ফুলের মত নিস্পাপ শিশুরা উদ্বেলিত ছিল, উৎসবের আমেজ ছিল তাদের পোশাক পরিচ্ছদে, ড্রোনের অভিশপ্ত বারুদ সেই আনন্দ কেড়ে নিয়ে সজ্জার পোশাককে ভিজিয়ে দিল বুকের তাজা খুনে, এ মর্মান্তিক রক্তলাল উপাখ্যান কি ছাপানো হবে প্রথম আলোর প্রথম পাতাজুড়ে?

তবে ওরা যাই করুক, আমাদেরকে বলে যেতে হবে আমাদের কথা ৷ আমরা প্রতিবাদ জানাবো এই বর্বরতার ৷ আমরা চিৎকার করে ক্ষোভ জানাবো এই হিংস্রতার ৷ পৃথিবীর মানুষ সবাই কিন্তু অন্ধ আর বধির নয় ৷ বিক্ষুব্ধ শান্তিকামী মানুষের প্রচণ্ড ঘৃণার বহ্নিশিখায় জালিমের মসনদ জলেপুড়ে ছারখার হবেই ৷ আজ নয় তো কাল!

আগামী শুক্রবার ৬ই এপ্রিল সকাল নয়টায় মোহাম্মাদপুর আল্লাহ করিম মসজিদের সামনে থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হবে ইনশাআল্লাহ ৷

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

আবু তালেব শেখ বলেছেন: আমেরিকা করলে বৈধ। শুয়োরে দল মুসলমাদের রক্তপাতে আনন্দ পায়

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

আবু তালেব শেখ বলেছেন: জাতশত্রু যদি ঘরে আশ্রয় পায় তাহলে ঘুমের ঘোরে আপনাকে মারলে দোষটা কার?

০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭

ক্স বলেছেন: জাতশত্রুকে কেউ ঘরে আশ্রয় দেয়নি। আমেরিকা কোন সুযোগ না দিয়েই আফগানিস্তানে পবিত্র রমজান মাসে ইতরের মত বিমান হামলা করেছিল ২০০৩ সালে। তালেবানদের পতনের পর একটা অনুগত সরকারকে বসানোর দরকার ছিল, তাই হামিদ কারজাইকে খুঁজে পেয়েছিল। আফগানিস্তানে শান্তি কখনোই ছিলনা - সেই প্রাচীনকালে মৌর্য সাম্রাজ্যের পর, গুপ্ত, পাল, আলেকজান্ডার, মুঘল, ব্রিটিশ থেকে শুরু করে রাশিয়া আমেরিকা - এখন নিজ দেশের সেনাবাহিনী - কেউই এই দেশের মানুষকে শান্তি দেবেনা।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: মুসলমান হত্যার খবর না ছাপানোই ভালো। মুসলমানকে মুসলমানরাই মানুষ মনে করে না। এই হত্যার জন্য আমেরিকা বক্তব্যও দিয়েছে যে এটা ভুল তথ্যের ভিত্তিতে হত্যা করেছে।
আমাদের অনেক সংবাদই পত্রিকায় আসে না। মায়ানমারের মুসলিম হত্যা পত্রিকায় কতটুকুই বা এসেছে। এখনও যা ঘটছে তা প্রকাশিত হচ্ছে না।
আফগানিস্তানের মুসলানদের হত্যা করা হলে তালেবানের লেবেল লাগিয়ে দিলেই সব শেষ। বিশ্ব থেকে মুসলমানের চিহ্ন মুছে ফেলার ধারাবাহিক নীলনকসার অংশ হিসেবে আমাদের কপালেও দুর্গতি আছে।

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮

ক্স বলেছেন: "মুসলমানকে মুসলমানরাই মানুষ মনে করে না" - এটা ভুল ধারণা। রাসূল (সঃ) বলেছেন, পুরো মুসলিম জাতি একটি দেহের ন্যায়। দেহের কোন অংশ আঘাতপ্রাপ্ত হলে তার বেদনা সারা শরীরেই অনুভূত হয়। মুসলিমরা সারা বিশ্বে এতটাই নিগ্রহের শিকার যে আমরা এখন ব্যাথা পাওয়াই ভুলে গেছি। তাই মুসলিমরা খুব হবে - এটা এখন স্বাভাবিকভাবেই নিচ্ছি। কিন্তু সহ্যের একটা লিমিট থাকা উচিত। ফুলের মত নিষ্পাপ শিশুরা - যারা এখনো যুদ্ধের ভয়াবহতা বুঝতে শেখেনি - তারা এইসব ভয়াবহতার শিকার হচ্ছে। এরা যদি আফগানিস্তানের বাসিন্দা না হয়ে রাশিয়া, ফ্রান্স বা ব্রিটেনের হত, তাহলে মিডিয়াতে এই খবর কিভাবে আসত? বিদ্যা অর্জন করতে গিয়ে এসব শিশুরাও তো নিহত-আহত হয়েছে? এরা কেউ কি নোবেল পুরষ্কারের জন্য মনোনীত হবে কোনদিন?

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই শালারা হাসপাতাল মাদ্রাসা সব কিছুতেই হামলা করে। যেন গেম খেলতে বসছে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মালালা মিডিয়ার সৃষ্টি কিনা এখনও তা খোলাসা নয়। কিন্তু ওর পিছে রয়েছে আমেরিকা এটা বোঝা যায়।

তাইতো সে নোবেল পায়।

আর পবিত্র শিশুরা বুকের রক্ত দিয়ে মরনের কোলে ঢলে পড়ে।

ওরা মানবতার নাম করে মানুষ খুন করে। আর মুসলমানরা নিজেরা ওদের গোলামে পরিণত হয়ে ধ্বংস হয়।

শুভ ব্লগিং।

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এইসব বলা বাদ দেন। নাহলে সামু কতৃপক্ষ ল্যাং মারবে। যেমন আমাকে মেরেছে।

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মুসলমান বাদে অন্য কাউকে মারার কথা বলেন দেখবেন হিরো হয়ে গিয়াছেন।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: হলুদ মিডিয়া নিয়ে আর নতুন কি বলব !

৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



এ ব্যাপারে পেপারে খুব একটা লেখা আসে নি:(:(

নতুন কিছু লিখুন।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

ক্স বলেছেন: পেপারে না আসার রহস্য নিয়েই তো এই পোস্টের অবতারণা। পেপার কাদের টাকায় চলে? কোন খবর ছাপবে, কোনটা ছাপবেনা - এগুলো তাদের নির্দেশেই হয়।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব হলুদবাজীX(


প্রথম আলোতেও খবরটা আসে নি!! ভাবা যায়??

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


মুসলিমদের ব্যাপারগুলো মুসলিম দেশের মিডিয়ায়ও আসে না, পশ্চিমকে কি বলবেন!

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

ক্স বলেছেন: এই খবর পশ্চিমা মিডিয়া থেকেই পাওয়া। তারা স্বাধীন তাই এই সব খবর দিতে পারে। মুসলিম দেশের প্রথম আলো লতিফুরের, কালের কন্ঠ শাহ আলমের, যুগান্তর বাবুলের, ইন্ডিপেন্ডেন্ট দরবেশ বাবার চাকর খাটে - একটা নিউজ ছাপতে তাদেরকে দশ জায়গা থেকে অনুমতি নিতে হয়। মুসলিমদের খবর এমনিতেই সেনসিটিভ - অনুমতি ছাড়া খবর ছেপে আবার কার ঝাড়ি খায়, তার তো ঠিক নেই।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

নতুন নকিব বলেছেন:



আপনার পোস্টটিতে মন্তব্য করা হয়নি। তার কারন ছিল। এই পোস্ট নিয়েই আপনার সাথে কথা হয়েছিল অামার অন্য একটি পোস্ট নয়া কেতন এ।

এমন মর্মান্তিক খবর নিয়ে শক্তিশালী পোস্ট দেয়ায় হৃদয় নিংড়ানো শুভকামনা জানাচ্ছি। আর মন্তব্য কী রেখে যাব? সেকথাটিই এখানে আবারও তুলে ধরছি, যে অভিব্যক্তি আপনার এই পোস্ট দেখে প্রথমেই ব্যক্ত করেছিলাম- 'এও কি দেখা যায়! নিস্পাপ শিশুদের এমন নিথর দেহগুলো দেখে আমি চোখের অশ্রু ধরে রাখতে পারিনি।'

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ক্স বলেছেন: পোস্টটি তখন দিলে যে আবেদন তৈরি হত, এখন তার আবেদন একটু ফিকে হয়ে গেলনা? যাই হোক, দেরিতে হলেও যে আমার অনুরোধ রেখেছেন - সেজন্য আন্তরিক অভিভাদন। আমার মনে ক্ষীণ আরেকটি সন্দেহ জেগেছিল যখন দেখলেন মুসলিমরাই এই ঘটনার কাল্প্রিট, তখন নিউজটা চেপে যাবার কোন বাসনা আপনার মধ্যে তৈরি হয়েছিল কিনা। যাই হোক, আমার সন্দেহ দূর হয়েছে। নিষ্পাপ শিশু হত্যাকারী - সে ঈমানদার মুসলিম হলেও নবীজীর উম্মত নয়। তার প্রতি চরম ঘৃণা।

এই ঘটনা নিয়ে আপনার দেয়া পোস্টে আমাকে স্মরণ করার জন্য আবার ধন্যবাদ।

১৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:১৮

সৈয়দ তাজুল বলেছেন: শান্তিরক্ষা ও অবৈধ ভূমি-দখল উচ্ছেদ করার শ্লোগান দিয়েই আমেরিকা তার দেশের মানুষের সমর্থন আদায় করে মানিব হত্যায় নামে। অথচ, তারাই তখন থেকে অশান্তি ও অবৈধ ভূমি-দখলের পৃষ্ঠপোষকতা করে আসছে।

বিশ্ব আজ লুণ্ঠিত! মানবতা আজ অপমানিত ওও নির্যাতিত।

১৪| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: আপনার এ লেখাটা পড়ে বেদনায় মনটা ভারাক্রান্ত হয়ে গেল! নিষ্পাপ শিশুদের এ বর্বরোচিত হত্যাযজ্ঞ তথাকথিত সভ্য বিশ্বে এবং স্বদেশের সুশীল সমাজে এতটুকু প্রতিবাদের ঢেউ তুলতে পারেনি। এসব দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতে হয়। আল্লাহ রাব্বুল 'আ-লামীন এসব বুলবুলদের বেহেস্তের বাগানে আশ্রয় দিন!
"পৃথিবীর মানুষ সবাই কিন্তু অন্ধ ও বধির নয়" - এ টুকুই যা ভরসা! আল্লাহ রাব্বুল 'আ-লামীন মুসলিম উম্মাহকে সকল প্রকার যুলুম থেকে হেফাজত করুন!
লেখার মাধ্যমে যথাসাধ্য প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য আপনাকে সাধুবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.