নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্স

ক্স › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের জন্য কোরবানি দেয়া কি জায়েয?

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

প্রশ্ন: আমাদের দেশের অনেকে মনে করেন, সাধারণ পশু বা কোরবানির পশু কেবল পুরুষরাই জবাই করবেন। নারীরা পশু জবাই করতে পারবেন না। এক্ষেত্রে শরীয়তের বিধান কি?


উত্তর: ইসলামী শরীয়তের মূলনীতি হলো যেকোনো বিধানের ক্ষেত্রে নারী ও পুরুষকে সমান বিবেচনা করা; কোনো প্রকার পার্থক্য বা বৈষম্য না করা। যদি কোনো বিধানের ক্ষেত্রে বিশেষ দলিল পাওয়া যায় তা-ই কেবল বিবেচ্য। আমাদের আলোচ্য বিষয় এমন এক বিধান যেখানে নারী-পুরুষ সমান।

এমন কোনো দলিল আমাদের জানা নেই, যার আলোকে বলা যায় যে, জবাই শুধু পুরুষরাই করবেন; নারীরা পারবেন না।

সুতরাং নারী ও পুরুষ উভয়ের জবাই করা জন্তুই খাওয়া বৈধ। নারীর জবাই করা প্রাণীর গোশত ভক্ষণ সম্পূর্ণ হালাল। এতে কোনো অকল্যাণ নেই।

উত্তর দিয়েছেন সৌদি আরবের তিন প্রখ্যাত মুফতি শায়খ আব্দুল্লাহ বিন গাদয়ান, শায়খ ইবরাহীম বিন মুহাম্মদ আল শেখ ও শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায।

কা'ব ইবনে মালিক তার পিতার সূত্রে বর্ণনা করেন, একদিন আমি রাসূল (স) এর এক দাসীকে দেখলাম তার দুম্বার পাল থেকে মৃতপ্রায় এক দুম্বাকে আলাদা করে নিলেন। তারপর হাতের কাছে কোন ছুরি না পেয়ে একটা পাথরে ধার দিয়ে দুম্বাটি জবেহ করলেন। আমি তাঁকে বললাম, "রাসূলের (স) অনুমতি ব্যাতিত ওটি (খাবার জন্য) স্পর্শ করোনা" রাসূল (স) কে জিজ্ঞেস করলে তিনি বললেন, মৃত্যুর আগে জবেহ করা হলে (তা যে কোন অস্ত্রের মাধ্যমেই হোক), তা খাওয়া হালাল। অতপর তা রান্না করার জন্য প্রস্তুত করা হল।
- সহীহ আল বুখারী।

Shaykh al-Islam Ibn Taymiyah said: “It is permitted to eat from an animal which a man or a woman slaughters Islamically before it dies, or from meat slaughtered by a woman, even if she is menstruating, because her menstruation is not in her hand. It is permissible to eat meat from an animal which a woman slaughters Islamically before it dies, by the consensus of the Muslims.” (Al-Fataawa, 35/234).

অতএব, মহিলাদের জন্য কুরবানীর পশু জবেহ করা সম্পূর্ণ জায়েজ। এতে কোন সন্দেহ নাই। তাছাড়া কোন কোন অবস্থায় প্রাণীর মাংস খাওয়া নাজায়েজ, তার একটা লিস্ট সূরা মায়েদার ৩ নং আয়াতে আছে। সেখানে নারীর জবেহকৃত পশুর উল্লেখ নেই।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: জানলাম।

২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

কাওসার চৌধুরী বলেছেন:



এ বিষয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে; বিশেষ করে গ্রামে।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটা নতুন বিষয় জানতে পারলাম।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

তার ছিড়া আমি বলেছেন: এটা বাংলাদেশের কুসংস্কার। ধন্যবাদ আপনাকে।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: উট কোরবানীর দৃশ্যটি মর্মান্তিক, আমার সবটুকু ভিডিও দেখার মতো সাহসিকতা নেই বলতে পারেন।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

ক্স বলেছেন: কোরবানির যে কোন দৃশ্যই মর্মান্তিক, কিন্তু এর চেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা আমরা ফেসবুক ইউটিউবে প্রত্যক্ষ করি। আমাদেরকে করতে হয়। গাজা ও রাখাইনে যে মর্মান্তিক ঘটনা গুলো ঘটে, সেগুলোর তুলনায় এটা কিছুই নয়।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

রোকনুজ্জামান খান বলেছেন: ব্লগে স্বাগতম ।
সামনের দিন গুলি শানিত হোক , শুভ হোক আপনার পথ চলা ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: ভাল একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি সম্বন্ধে আগে নিশ্চিত কোন ধারণা ছিল না, তবে আমি নিজেও এটারই পক্ষপাতি ছিলাম।
পোস্টে প্লাস + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.