নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িনজা০০৭

নিজাম০০৭

িনজা০০৭ › বিস্তারিত পোস্টঃ

এবার ‘ভালোবাসি’ বলুন নতুন পথে

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

পায়রার পায়ে চিঠি বেঁধে উড়িয়ে বা হাঁটু গেড়ে ভিক্টোরিয়ান স্টাইলে প্রিয়জনকে প্রেম নিবেদন করার দিন ফুরিয়েছে বহুত আগেই। এখন মন পেতে করতে হবে ব্যতিক্রম কিছু। আর মামলা যখন আজীবন একসাথে থাকার, তখন তো কথাই নেই! জেনে নিন প্রোপোজ করার অন্যরকম কিছু নতুন উপায়! তাহলে প্রেমপ্রাপ্তি যেমন সহজ হবে তেমন স্মৃতিময় হয়ে থাকবে বিশেষ দিনটি।



১)নিউজপেপার: একটা নিউজপেপার বানিয়ে ফেলুন নিজ হাতে। কেবলই নিজেদের কথা, গল্প বা সংবাদ শিরোনামে ভরে তুলুন তার প্রতিটি পাতা। দুজনের কথাই দিন সেখানে। তারপর সকালে এককাপ চা বা একটা রিং অথবা একটি গোলাপসহ রেখে দিন তার টেবিলে। কেমন হবে বলুনতো?





২)বই: আপনার ভালোবাসার কথা ছাপিয়ে নিন বইয়ের পাতায়। তার পাতায় পাতায় রাখুন দুজনের কিছু সুন্দর মুহূর্তের ছবি। একসাথে কাটানো খুশির সময়ের আখ্যানও থাকুক তার সাথে। একেবারে শেষে এসে আবিভূত করুন তাকে। সব শেষ পাতায় জানিয়ে দিন আপনার ভালোবাসার কথা।

বই হতে পারে ভালোবাসা প্রকাশের মাধ্যম



বই হতে পারে ভালোবাসা প্রকাশের মাধ্যম



৩)স্ক্র্যাচ কার্ড: একটা স্ক্র্যাচ কার্ডের ভেতরেও লিখে নিতে পারেন মনের কথা। তাকে নিয়ে যান বাইরে ঘুরতে। সেখানে আপনাকে সাহায্য করার জন্যে স্ক্র্যাচ কার্ডটি ঘষতে বলুন। দেখুন তো সে কেমন চমকে ওঠে!



৪)চকোলেট: অর্ডার দিয়ে বানিয়ে নিন ভালোবাসার কথা লেখা চকোলেট। তাকে গিফট করেই দেখুন। বেশ আকর্ষণীয় হবে কিন্তু!

ভালোবাসি বলবে চকোলেটও



ভালোবাসি বলবে চকোলেটও





৫)হাইড অ্যান্ড সিক: ঘরের কোনো একটি কোণে ভালোবাসার কথা লেখা চিঠিটা লুকিয়ে রাখুন। আগেই একটু হিন্টস দিন তাকে। তারপর তাকে খুঁজে নিতে বলুন সেখান থেকে। খুঁজে পাবার পর তার অভিব্যক্তি উপভোগ্যই হবে।



৬) ভিডিও: আজকের এই প্রযুক্তির যুগে ‘টেকনো ট্রেন্ড’ ব্যবহার না করার কোনো মানে আছে কি? নিজের মনের কথা ভিডিও করে নিন। এরপর সেটা পাঠিয়ে দিন তার কাছে। ২-৩ মিনিটের এই ভিডিওতে আপনাদের সুন্দর স্মৃতিগুলো নিয়ে আসুন। ভালোই লাগবে তার।



৭) খাবার: তাকে কোনো একটি চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যান। কোনো একটি খাবারের মাঝে দিয়ে দিন ভালোবাসার কথা লেখা চিরকুট।

এমন ধরনের প্রপোজ নিশ্চয়ই কেউ কখনো কামনা করেনি।



এমন ধরনের প্রপোজ নিশ্চয়ই কেউ কখনো কামনা করেনি।



৮) বিজ্ঞাপন: আরো বেশি চমক দিতে চাইলে বিলবোর্ড বা টিভি অথবা রেডিও অ্যাড বানিয়ে নিতে পারেন। এজন্য কথা বলুন এ্যাড এজেন্সির সাথে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিন ভালোবাসার বার্তা।



সূত্র: ইয়াহু লাইফস্টাইল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.