নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষঋঙ

নরমাল ব্লগার

ক্ষঋঙ › বিস্তারিত পোস্টঃ

মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন ডাউনলোড করেছেন???

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭



বর্তমান বিশ্বের সব চাইতে জনপ্রিয় ইন্টারনেট ওয়েব ব্রাউজার মজিলার লেটেস্ট ভার্সন ১৮ প্রকাশিত হয়েছে। এই ভার্সনের সব চাইতে মজার দিকটি হল যে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশি বাংলাভাষা এবং পশ্চিম বঙ্গের বাংলা ভাষা সহ ৭০টি ভাষায় প্রকাশিত হয়েছে!

কি কি ফিচার আছে এতে চলুন একটু চোখ ভুলিয়ে নেওয়া যাকঃ

১. আগের চাইতে উচ্চগতির ব্রাউজিং এর নিশ্চয়তা।

২. সিকিউরিটি ব্যবস্থা উন্নততর করা হয়েছে।

৩. লোড রিলোড টাবকে আরও সহজ করা হয়েছে।

৪. ওয়ান ক্লিক বুকমার্কিং করা যাবে প্রতিটা ট্যাবকে।



আরও বিস্তারিত জানার জন্য টু মারতে পারেন এই লিংকে http://www.mozilla.org/।



এই নিচের লিঙ্কের থেকে আপনার দরকারি ব্রাউজার ডাউনলোড করে নিন।

ক. লেটেস্ট ভার্সন ১৮.০

১.উইন্ডোজ ভার্সন ফায়ার ফক্স ১৮.০ Click This Link

২.এন্ড্রয়েড ভার্সন Click This Link



খ.ফায়ারফক্স বেটা ভার্সন ১৯.০

১. উইন্ডোজ বেটা ১৯.০ ভার্সন Click This Link

২. এন্ড্রয়েড বেটা ভার্সন Click This Link_beta



গ.ফায়ারফক্স অ্যারোরা(প্রি-বেটা) ভার্সন ২০.০

১. উইন্ডোজ প্রি-বেটা ২০.০ Click This Link

২. প্রি-বেটা এন্ড্রয়েড ভার্সন Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

জাহিদ গাছবাড়ী বলেছেন: valo,
tobe operar moto bangla version thakle valo hoto.
:P

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

জাহিদ গাছবাড়ী বলেছেন: valo,
tobe operar moto mobile version thakle valo hoto.
:P :P

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

মিলটন বলেছেন: গুড পোষ্ট

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ফ্রিঞ্জ বলেছেন: বর্তমান বিশ্বের সব চাইতে জনপ্রিয় ইন্টারনেট ওয়েব ব্রাউজার মজিলার লেটেস্ট ভার্সন ১৮ প্রকাশিত হয়েছে।
আপনি দেখি এখনো ২০১০ সালে পইড়া আছেন। এখন সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার ক্রোম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.