নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগেনা, তবু সয়ে যাই...........

ইয়াসির আরাফাত শুভ্র

Onek onek Khelte, ghumate, khete r majhe majhe porashuna korte valobasi.............

ইয়াসির আরাফাত শুভ্র › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন আবেগ

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫০

অবশ মন, বিবশ অনুভূতি!
ছুবি কি তুই আমাকে!
তোর মনের গহীন কোন এক কোণে,
জায়গা কি দিবি লোকচক্ষুর অন্তরালে!

মাঝে মাঝে না হয় বের করে দেখলি,
হাতে নিয়ে নেড়ে চেড়ে, আলগোছে;
বুলিয়ে দিলি মিষ্টি করে তোর নরম হাতে, কিংবা দেখলি আমায়
সজল কালো চোখটা মেলে!

অজানা কোন নামে ডাকলি আমায় আলতো করে,
সঙ্গোপনে নীরবে নিভৃতে;
কিংবা এলোমেলো করে দিলি চুলগুলো আমার,
কানের কাছে ফিসফিসিয়ে বললি ভালোবাসি!

রেখে দিস আবার সযতনে, ছিলাম যেথায়
চুপটি করে, আলতো করে;
শুধু যাস না ভুলে, জমতে দিস না ধুলো,
স্মৃতির জঠরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: কবিতা নয় যেন আকুতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.