![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।
-কোথায় তুমি?
: পথে।
- রাস্তার নাম নেই?
নাম বলো।
: নেই মনে হই।
জিজ্ঞেস করেছিলাম।
বলেছে সে এক বিরাট কাহিনি।
- কিসব বলছো?
কোথায় বলোনা।
: শুনো।
এক সময় কি ভেবে যেন সব রাস্তার নাম দেওয়া হচ্ছিলো।
সভা বসেছে সুন্দর নাম ঠিক করতে।
যেনো জন্ম নেওয়া শিশুর নাম সিলেকশন।
এই রাস্তাও ভেবেছিলো।
তারও নাম রাখা হবে।
কিছুদিনের মধ্যে নানান রাস্তার নাম রাখা হয়ে গেলো।
কারো নাম সিরাজোদৌলা, কারো নাম জাকির হোসাইন, কারো নাম সার্সন, সবার নানান নাম।
কিন্তু দিন পার হয়ে যায় তার কোনো নাম রাখা হয়না।
ঠিক ঠিক তার কোনো নাম রাখা হইনি।
একদা সে নিজের নামকরণ নিজেই করে।
'পথ'
এখন তার বেনামি নামেই সবাই পরিচয় দেই।
"আমি পথে আছি"
২৬/১০/১৬
১২:৪৫
মধ্যরাত।
©somewhere in net ltd.