নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(পথে ফেরানোর পথ)তবে আমি কিন্তু আহামরি কেউ নই। সাধারণ পাঁচজনের আমি একজন। আমি নির্জন।পাওয়া যাবেঃ [email protected]

আল ইয়াছা ইরফান

আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।

আল ইয়াছা ইরফান › বিস্তারিত পোস্টঃ

||২৫ ঘন্টার ব্যাপ্তিকাল||

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪


হঠাৎ রক্তপাতের কথা শুনেই
সিড়ি বেয়ে ধড়ফড় করে উঠে এসেছিলাম।
খানিক সময় যেতে না যেতেই
শুনা গেলো তীব্র চিৎকারে কান্না।
সেই মুহূর্তের জন্য তোমার কান্না সবার কাছেই আনন্দের ছিলো।
চোখের কোণে মুচকি অশ্রু এসেছিলো।
সবাই স্বস্তি নিতে না নিতেই,
"প্রবেশাধিকার সংরক্ষিত" লেখা দরজাখানা খুলে
বেরিয়ে এলো সাদা পোশাকের দূত।

তারপর ভিন্ন গল্প।
তোমার জন্য আলাদা সাদা কাচের ঘর,
বড়সড় সব যন্ত্রপাতি।
তখন সবার মুখের মলিনতা আশার অপেক্ষা নিয়ে থাকে।
রাত পোহায়, দরজার কিনারায়।
কখন কি শুনা যায়।
রাত পেরিয়ে দিন এলো, দিন পেরিয়ে সন্ধ্যা।
সেই আগের সময়
সিড়ি বেয়ে ধড়ফড় করে উঠে এসেছিলাম আবার।
তোমার নিবিড় যত্নধারী দূতগণের সাথে নিচুগলায় আলাপ হচ্ছে বার বার।
সময় তখন মাত্র ২৫ ঘন্টা।
"তোমার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা"
-এসব হইতো ভদ্র ভাষায় দুঃসংবাদ।

তোমার কথা শুনেই আবারো চোখে, পূর্ণ অশ্রু
বুকে তীব্র হাহাকার।

ভেবে দেখলাম কিছু তো কেনা হইনি তোমার জন্য।
চাকরীতে এমাসে একটু বেশী টাকা আসলেই
তোমার জন্য কিনবো ভেবেছিলাম
লাল-নীল জামা, ছোট্ট হুডি
আর বাহারি জিনিসপত্র।
তা না হলেও,
তোমার জন্য নিজ হাতেই কিনেছি-
সাদা কাপড়, গোলাপ জল, আতর-সুরমা আর কর্পূর।
এসবে তোমাকে সুন্দর লাগবেই- আমি আশা রাখি।

মৌলভী দেখে এ প্রথমবার আমার ভীষণ ভয় জমে যায়।

আচ্ছা,
মা কে তো এখনো দেখোনি তুমি,
মা'র জ্ঞান ফিরেছে একটু আগে।
তোমাকে দেখতে চাওয়ার আবদার আমি রাখতে পারিনি।

গভীর রাত
মসজিদের বারান্দায় তোমাকে নিয়ে নামাজ হয়েছে
সাদা কাপড়, চোখে সুরমা আর গায়ে আতরের গন্ধে তোমাকে অসম্ভব মায়া লাগছিলো।

কথিত বিশ্বাসে বলি,
তুমি বেহেস্ত বাসিন্দা হবে।
যদি নসিব হই আমার
দেখা হবে তবে।

সুভাষিত বারযাখ হোক তোমার
ভালো থাকো বাবা।

ইতি,
বড় মামা।

উৎসর্গঃ
প্রিয় কাজী মোঃ আবরারুল হক আরাফ
প্রয়াত নবাজাতক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.