![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।
#জয়_বাংলায়_আতংক
এক সময় "জয় বাংলা" বলে শব্দ শুনলেই মানুষের মনে আলাদা রকমের একটা আশা জেগে উঠতো। দোকানপাট থেকে বেরিয়ে মানুষ রাস্তায় নামতো। গৃহিণীরা পাকেরঘর ছেড়ে আঙ্গিনায় এসে দাঁড়াত। এই বুঝি নতুন কোনো আলোর দিশ।
আর এখন, ঠিক সেই একই শব্দ "জয় বাংলা"। শব্দের আওয়াজ শুনতেই এখন মানুষ দোকানের শাটার নামিয়ে দেই। সেই একই গৃহিণী জানালার কাঁচ বন্ধ করে দেই। স্কুল থেকে ঘরে ফেরার পথের 'মা' রিকশাটা থামিয়ে বাচ্চাকে নিয়ে নিরাপদে আশ্রয় নেই।
ভয় জমেছে ভীষণ। যদি বোমা ছুটে আসে গায়ে? যদি জানলার ফাঁক দিয়ে ইট এসে পড়ে ঘুমন্ত বাবুর গায়ে?
#পরিবর্তনের_বাংলাদেশ।
©somewhere in net ltd.