![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।
মধ্যবিত্ত রাজ্যের সম্রাট মোরা
মোরা চিন্তাই মশগুল।
কিসের অনলে জ্বলছি মোরা
ভেবেই না পাই কূল।
চাকরী খুঁজি ভাই
হবে কি?
এই রাজ্যের রাজায় আমি,
আমিই হলাম প্রজা।
রাজপ্রাসাদের মন্ত্রী সকল
মরছে পেটে ক্ষুধা।
ঘুরঘুর চল,
করি দলবল,
আছে পকেট পূর্ণ সনদ।
হেটে চল দেখি
আশেপাশে খুঁজি
যদি পাই কোনো নদ।
সে নদে দিব ডুব,
জল যত গিলা যাই
সেটুকুই হবে।
চরণতলা?
সে নাহই পূর্বের আকারে
ক্ষয়ে ক্ষয়ে যাবে।
এই যে ভাই,
চাকরী কি হবে?
©somewhere in net ltd.