![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।
জনাবা মতিয়া(কোটায় নির্বাচিত সংসদ সদস্য)।
রাস্তায় যেসব পোলাপাইন চিল্লায়, ওরা তো মাদরাসা থেকে আসেনাই। মাদরাসা থেকে আসলে আপনাদের ভাষায় দেশদ্রোহী, রাজাকার, রাজাকারের বাচ্চা(নতুন অধ্যায়), জঙ্গি যা ইচ্ছে বলতে পারতেন। কিন্তু, না বুঝে শুনে এটা কি বললেন?
সঠিক তথ্য উপাত্ত সহ হাতেগুনা কয়েকটা মুক্তিযুদ্ধার পরিবার দেখাতে পারবেন? পারবেন না। হাজার চেষ্টা করেও পারবেন না।
কেনো জানেন? কারণ, তারাও তো কোটায় নির্বাচিত মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে।
ঠিক আপনার মত।
তবে এটা সত্য যে, রাস্তায় রোদে পুড়ে যে সকল রাজাকারের ছেলেরা(আপনার নতুন ভাষায়) নিজেদের হক নিতে চিল্লাচ্ছে। তারা চাইলেই ঘন্টা খানেকের মধ্যে প্রমাণ করে দিতে পারবে যে। আপনি কোটায় নির্বাচিত সংসদ সদস্য । কি? ঠিক বলছিনা?
বিশ্ববাজারে দেশের মানসম্মান কতটা কমিয়েছেন খেয়াল আছে?
কোটা নিয়ে নাক গলাবেন না। আর এসব নাপাক মুখে "মুক্তিযুদ্ধ" শব্দটি উচ্চারণ করবেন না।
#কোটা_সংস্কার_আন্দলন_চলবে
#দাবী_মানতে_হবে
©somewhere in net ltd.