![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।
#গুলিয়াখালি_সী_বীচে_যাবেন?
সবুজ বীচের গায়ে শুয়ে থাকতে চাইলে যেতে পারেন এই জায়গায়। চট্টগ্রামবাসীর জন্য এটা তেমন দূরে নই। চাইলে যেতে পারছেন স্বল্প খরচেও।
#যেভাবে_যাবেনঃ চট্টগ্রাম থেকে যে কোনো প্রকার যানবাহনে করে এ.কে.খান মোড়ে যাবেন। তারপর সেখান থেকে নোয়াখালী গামী বাসে করে ২৫-৩০/- ভাড়ায় চলে যাবেন #সিতাকুন্ড বাজার। (ঢাকা বা বাইরে থেকে আগত সকলে যেকোনো প্রক্রিয়ায় আগে এই বাজারে আসবেন) সিতাকুন্ড বাজারের যে জায়গায় গাড়ি আপনাকে নামাবে সেখানে একটা ব্রীজ বা পুল রয়েছে। ডান/ বাম পাশ দিয়ে হেটে ব্রীজের নিচে যাবেন। আর দেখতে পাবেন সেখানে সিরিয়ালের সি এন জি রয়েছে। এই সি এন জি গুলোয় আপনাকে সে মনোরম সবুজের বীচে পৌঁছে দিতে অপেক্ষারত।
সি এন জি তে করে বীচে যেতে প্রতিজনের জন্য ভাড়া ৩০ টাকা করে বরাদ্দ। ৫জন একসাথে উঠলে রিজার্ভ ১২০/- দিয়ে হবে।
যেতে যেতে রাস্তার আশ-পাশ দেখুন কিছুক্ষন । অবশ্যই বিরক্ত হবেন। ফিল পাবেন না।
কিন্তু, পরের যা কিছু দেখবেন আপনি। তা শুধু স্মৃতিতে জমিয়ে রাখার মত।
অনুভব করুন প্রবল হাওয়া, সবুজ ঘাসের বিছানা আর বিশালাকার সমুদ্র।
#জেনে_রাখা_দরকার
১. সি এন জি থেকে নামার পরে আপনি বোট বা হেঁটে বীচে যেতে পারেন। (হেঁটে যাওয়া উত্তম)
২. যদি হেঁটে যান তবে কাঁদা মাখা পথে হাটতে হবে আপনাকে।
৩. কাঁকড়া আছে হাটার পথে। তাই দেখে চলবেন।
৪. এলাকার মানুষের সাথে ঝগড়ায় জড়াবেন না। যদি স্তানীয় না হোন তাহলে একেবারেই না। মানুষগুলো বেশ ঝামেলাবান।
৫. ঘন বর্ষার দিনে এ জায়গা বেশ। (আমার দেখা মতে)
৬. ২/৩ জন সাথে গেলে তখন মহিলা/ মেয়ে নিয়ে যাওয়া সুরক্ষিত।
আর অবশ্যই ময়লা আবর্জনা ফেলা থেকে নিজেকে বিরত রাখবেন।
চলুন হালকা পাতলা কিছু ছবি দেখে নিই।
০৫ ই মে, ২০১৮ দুপুর ১:১৩
আল ইয়াছা ইরফান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
দোয়া রাখবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২৯
তারেক_মাহমুদ বলেছেন: ছবিগুলো চমৎকার, শুভ ব্লগিং।