নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(পথে ফেরানোর পথ)তবে আমি কিন্তু আহামরি কেউ নই। সাধারণ পাঁচজনের আমি একজন। আমি নির্জন।পাওয়া যাবেঃ [email protected]

আল ইয়াছা ইরফান

আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।

আল ইয়াছা ইরফান › বিস্তারিত পোস্টঃ

চল দল চল

০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৬

রোজ রোজ ঘটনা
নাতিদীর্ঘ রচনা,
রচে যায় রাত দিন সকালে।
টক - শো সারারাত
কাধ লাগে হালকা
অবিরাম দোষারোপ চাপালে।
আজকের কাহিনী রাতারাতি শেষ
ঘটছে নতুন কিছু।
আবারো সংলাপ করছি আগের মতই
ছুটছি তাহার পিছু।

আমাদের দেশ, এভাবেই শেষ
হবে কোনো একদিন
নিজে নিজে ভাবি, কি করে করি তৈরি
এদেশে নতুন আবেদীন।

কথা খুব অল্প, তরুণের গল্প
গায়বে আপামর জনগণ।
উন্নতি হবে কবে,
সে ভেবে মরবেনা, তিমিরের ভাবনার দল।

চলো জেগে উঠি,
আগে আগে হাটি।
করি দেশে গালবাজের দল বিনষ্ট।
তাহলেও খুঁজে,
পাইলে পাইতে পারি,
দেশের খানিক অবশিষ্ট।

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে??
তাই বলি, উঠো জেগে
ওহে জাগবার দল।
বলি গলা ঝাড়া কন্ঠে- 'ওরে চল চল চল'

@আল_ইয়াছা_ইরফান
২৯/০৫/১৭ইং
রাত ০৮:০১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.