নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(পথে ফেরানোর পথ)তবে আমি কিন্তু আহামরি কেউ নই। সাধারণ পাঁচজনের আমি একজন। আমি নির্জন।পাওয়া যাবেঃ [email protected]

আল ইয়াছা ইরফান

আমি আল-ইয়াছা ইরফান। বাংলাদেশ নামক ভূখন্ডের এক প্রান্তের ছোট্ট এক চিলেকোঠায় বসবাস করি। পড়ালেখা বলতে পৃথিবী নামক বিদ্যাপীঠে নিজেকে স্ব-শিক্ষিত করবার প্রচেষ্ঠায় আছি। মানুষকে স্ব-শিক্ষিত করা এবং তাদের মন-মানসিকতার উন্নয়ন ঘটানোয় আমার জীবনের লক্ষ্য। তাই বিপদ্গ্রস্থ কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করে যায়(পথে ফেরানোর পথ)। কম সময়ের জীবনের এই খানিক বয়সে নিজের মাঝে আমি অসংখ্য স্বপ্নের জন্ম দিয়েছি। তাই কখনো আয়োজন করা ছবিয়াল, কখনো কবিয়াল, কখনো রাস্তার অন্যায় প্রতিরোধের নায়ক, কখনো নির্মাতা, কখনো বা মনোবিজ্ঞানী। এসবই করে কেটে যায় দিন লোকাল বাসে। মাঝে মাঝে কালির ছিটা পড়ে কাগজে। সেসব কালো রঙ এখানেও থাকবে। ভালোমন্দের বিষয় মন্তব্যে জানাবেন। পাশে থাকবেন। ভালোবাসবেন। ভালো রাখবেন।

আল ইয়াছা ইরফান › বিস্তারিত পোস্টঃ

এসো মায়াবী

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫



তবুও শরৎ এর আকাশ,
ভেসে যাওয়া নীল মেঘ তোমার বারান্দায়।
ওগো মায়াবী,
এসো তুমি বাইরে এসো
রেখো পা তুলোর মেঘে।
যেমনটা পাবে জড়িয়ে নাও,
কখনো মেঘের ভিড়ে স্বচ্ছ শ্বাস
কিংবা তোমার মন।
যা দেখেনি কখনো নরম কাশফুল
ছুঁতে পারেনি জোছনার রঙ।
তুমি জড়িয়ে নাও সে আমায়,
যেখানে শত বর্ষের জোছনার আলো,
নির্জন দ্বীপে বাউলের গান,
কিংবা পাবে আমার মন।

কখনো ভয় ভেঙে সুউচ্চ শৈলের কিনারায় বসে
তুমি শুনতে পাবে কবির ছন্দ।
দূরের বাতিঘরের চোখ ফাকি দিয়ে
নিয়ে যাবে সিন্দাবাদ সমুদ্রের ওপারে।

তোমার খোলা বারান্দায়,
রেখো এক সন্ধ্যা
শুধু দুজনার।



২৬/০৫/১৮ ইং
@আল ইয়াছা ইরফান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.