নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা চাই তাহা পাই না>> যাহা পাই তাহা ভুল করে পাই

ইয়ার শরীফ

আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব বহ্নি, কালানল, আমি পাতালে মাতাল অগ্নিপাথার কলরোল কলকোলাহল । কাজী নজরুল ইসলাম

ইয়ার শরীফ › বিস্তারিত পোস্টঃ

একটি অস্তিত্ববাদী ফটোগ্রাফ এবং অস্তিত্বহীনের বাস্তবতা

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

শামীমা বিনতে রহমান

মূল লেখা ঃ View this link



একটি ফটোগ্রাফ। পুরো শরীরই ডেবরিসের তলায়। তবে ডেবরিসের উপর দৃশ্যমান আছে শরীরের আরও একটু অংশ; একটা হাতের কবজি আর আঙুলে ফিতা দিয়ে পেঁচানো আইডি কার্ড।



মুখ দেখে বোঝা যায়, ছেলেটির বয়স কোনোক্রমেই আঠারোর বেশি নয়। নিতান্ত কিশোর। আঙুলে এমনভাবে প্যাঁচ দিয়ে সে তার আইডেন্টিটি কার্ড বেঁধে রেখেছিল যেন শরীর-মুখ ক্ষতবিক্ষত হয়ে গেলেও প্রিয়জন-পরিজন তাকে চিনে নিতে পারে।

গার্মেন্টসের ভয়াবহ সব সিরিয়াল দুর্ঘটনা শ্রমিকদের মগজে এ কোড পাঠিয়ে দিয়েছে যে, ‘‘তুমি হয়ে পড়তে পার বেওয়ারিশ, আঞ্জুমানে মফিদুলের গাড়ি এসে তোমাকে সাঁই সাঁই করে নিয়ে গিয়ে মাটিচাপা দিয়ে দিবে। আর তোমার পরিবার-পরিজন সারাজীবন অপেক্ষা ও হাহাকারের যন্ত্রণা বয়ে বেড়াবে!’’



মৃত্যুর কতটা কাছাকাছি গিয়ে বা কোন পর্যায়ে তার সচেতনতা তাকে একমাত্র এ বার্তাই দিয়েছিল যে, শক্ত করে বেঁধে রাখ তোমার পরিচয়পত্র; এ শহরে, এ দেশে খুব সহজেই, স্থায়ী নাম-পরিচয়-ঠিকানাওয়ালা জীবিত মানুষেরা গার্মেন্টেসে ভয়াবহ আগুন বা সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনির হাতে মরে হয়ে যায় ‘বেওয়ারিশ’ লাশ। লাশকাটা ঘর থেকে শুরু করে নদীতে ভেসে ওঠা বেওয়ারিশ লাশ- কত কত ঘটে যাচ্ছে আমাদের যাপনে-উদযাপনে।

স্টিল ফটোগ্রাফগুলোর মাধ্যমে যে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখি: ইট-বালি-সুড়কির স্তুপে উপুড় হয়ে পড়ে থাকা নারী, যার এক হাতের ভেতর দিয়ে একটি রড ঢুকে এফোঁড়-ওফোঁড় করে রেখেছে; নুপুর-পরা একটি পা, শরীরটা স্তুপের তলায় আটকাপড়া; মৃত এক নারীর উপর উপুড় হয়ে পড়ে থাকা এক পুরুষ; শুধু একটি হাত; ফর্মাল প্যান্টের সঙ্গে ফর্মাল সু-পরা একটি পা; একলা ঝুলে থাকা একটি আইডি কার্ড; সে কিশোর, যে হাতের আঙুলে আইডি কার্ড পেঁচিয়ে মরে গিয়েও ঘোষণা দেয়, ‘তবু আমারে দেব না ভুলিতে’।

তার আত্মার মাগফিরাত কামনা করি।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে হাতের আঙুলে আইডি কার্ড পেঁচিয়ে মরে গিয়েও ঘোষণা দেয়, ‘তবু আমারে দেব না ভুলিতে’।


স্যালুট তার সচেতনতাকে। তার আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তার আত্মাকে শান্তি দান কর এবং তার পরিজন, স্বজনদের শক্তি দাও শোককে সহ্য করার।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ইয়ার শরীফ বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তার আত্মাকে শান্তি দান কর এবং তার পরিজন, স্বজনদের শক্তি দাও শোককে সহ্য করার।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

শায়মা বলেছেন: কষ্টের আর কোনো ভাষা নেই।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ইয়ার শরীফ বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তার আত্মাকে শান্তি দান কর এবং তার পরিজন, স্বজনদের শক্তি দাও শোককে সহ্য করার।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তার আত্মার মাগফিরাত কামনা করি।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ইয়ার শরীফ বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তার আত্মাকে শান্তি দান কর এবং তার পরিজন, স্বজনদের শক্তি দাও শোককে সহ্য করার।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

নাহিদ সৈকত বলেছেন: লেখক বলেছেন: "তার আত্মার মাগফেরাত কামনা করছি। হে আল্লাহ তার আত্মাকে শান্তি দান কর এবং তার পরিজন, স্বজনদের শক্তি দাও শোককে সহ্য করার।"

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৪

ইয়ার শরীফ বলেছেন: আমীন

৫| ০১ লা মে, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

:(

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৫

ইয়ার শরীফ বলেছেন: :(:(:(

৬| ০১ লা মে, ২০১৩ রাত ৩:৩০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: তার আত্মার মাগফিরাত কামনা করি ।

হে আল্লাহ তার স্বজনদের শক্তি দাও শোককে সহ্য করার।

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৪

ইয়ার শরীফ বলেছেন: আমীন

৭| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৫৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: উদ্ধারকারীদের আন্তরিকতায় কোনও ঘাটতি ছিলনা। আমাদের সঠিক প্রযুক্তি ও ব্যাবস্থাপনার প্রচুর ঘাটতি আছে, যার ফলে এখনও অনেক লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৪

ইয়ার শরীফ বলেছেন: সহমত

৮| ০২ রা মে, ২০১৩ ভোর ৫:১৪

প্রিন্স হেক্টর বলেছেন: :| :|

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইয়ার শরীফ বলেছেন: :(:(:(

৯| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩১

বাধা মানিনা বলেছেন: মর্মান্তিক মুহূর্ত। আমিও একটি নীট গার্মেন্টস ফ্যাক্টরীতে কমার্শিয়াল হিসাবে কাজ করছি। আল্লাহ ভালো জানেন, হয়তো আমাকেও কোন একদিন নিজের আইডি কার্ড দেহের সাথে শক্ত করে ঝুলিয়ে রেখে প্রমান করতে হবে যে, আমার পরিচয় আছে। আমি বেওয়ারিশ লাশ নই।

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ইয়ার শরীফ বলেছেন: :(:(:( ভাষাহীন করে দেয়

১০| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:২৫

লিঙ্কনহুসাইন বলেছেন: :( :(

১১| ০৮ ই মে, ২০১৩ রাত ৩:২৯

ইয়ার শরীফ বলেছেন: :(:(:(

১২| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:০১

কালোপরী বলেছেন: :(

১১ ই মে, ২০১৩ সকাল ১১:৪৪

ইয়ার শরীফ বলেছেন: :(:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.