![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোন - এই শব্দটা অনেক ছোট যেকোন মানুষের কাছে কিন্তু ভীষন আবেগময় একটা অনুভূতি সব ভাইদের জন্য। আর আমার জীবনে আমার ছোট বোনটি ভীষন গুরুত্বপূর্ণ একটা মানুষ। যারে ছাড়া আমার জীবনের পুরোটাই বৃথা। বলতে দ্বিধা নেই, যদিও তারে লুকিয়ে ব্লগটি লিখছি কেননা তারে কখনো বলি না আমি তাকে কত ভালোবাসি।
একেবারে পিঠাপিঠি ভাই-বোন আমরা। সে আমার জন্য ইশ্বর প্রদত্ত্ব স্বর্গ থেকে নেমে আসা এক এন্জেল। এন্জেলিকা বলেই ডাকি তারে আমি। আমার সবকিছু তার নজরদখলে, সে আমার এমন কিছু জানে না তা নেই। ভাইয়ু বলতে সে একবারে পাগল। আমার এই পাগলিটারে রেখে আমি এখন ঢাকায় চাকুরি করি। মাঝে মাঝে এত টানে পাগলিটারে দেখতে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।
আজ এই ভ্যালেনটাইনস ডে - এর দিনে আমার ছোট বোনটাই আমার ভ্যালেনটাইন। আামার সব ভালোবাসা আমার ছোট বোনের জন্য।
অনেক ভালোবাসিরে ভাইয়া তোকে............অনেক অনেক।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৪
ইয়ামিন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০২
জিগ স বলেছেন: আপনার বোনের জন্য শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৮
ইয়ামিন বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০২
ভিয়েনাস বলেছেন: ভালবাসার এই বন্ধ আরো অটুট হোক এই কামনা করছি,,,,
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
টুশকি বলেছেন: খুব ভালো লাগল
আমার ভাইটাও যদি এমন হত!
ভাই-বোন দুজনের জন্যই শুভকামনা রেখে গেলাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২
ইয়ামিন বলেছেন: ঢাকায় আছি বলে কিছু তো দিতে পারিনি ছোট বোনটিকে এবার। খুব খারাপ লাগছে পাগলিটার জন্য। আপনার জন্যও শুভকামনা রইলো।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৩
প্রভাআ বলেছেন: আপনাদের ২ জনের জন্যই অনেক অনেক শুভ কামনা রইল।আমারও একজন দাদা ছিল।যারজন্য আমি চিরকাল পরীই ছিলাম।যদিও বোনদের প্রয়োজন হয়না শোনার,তবুও এই বোনের অনুরোধ রইল কখনও কখনও প্রকাশ করুন ভালবাসা।আল্লাহ আপনাদের দুইজনকেই সুখে রাখুন।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
ক্যামেরাম্যান বলেছেন: চমৎকার অনুভূতির প্রকাশ। ভাই-বোন দু'জনের জন্যই শুভেচ্ছা।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
তন্ময় ভট্টাচার্য বলেছেন: কেন উই নো দি নেইম অব ইয়র সিস্টার, প্লিজ? ভ্যালেনটাইনস ডে তে মিস করায়, ইংরেজিতে জিজ্ঞাসা করলাম আর কি।
৮| ১৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৯
মোহাম্মদ লোমান বলেছেন: সুন্ধর লিখেছেন। হৃদয় স্পর্ষ করলো। শুভেচ্ছা আপনাদের দু'জনের জন্যই।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯
প্রাকৃত বলেছেন: খুব সুন্দর বর্ণনা।হৃদয় ছুঁলো!
ভ্যালেন্টাইনের বাসন্তী শুভেচ্ছা!