![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল-কুদস, মসজিদুল আকসা বা বায়তুল মাকদিস কিংবা বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর বরকতময় ও স্মৃতিবিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ। মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে অবস্থিত— সব জাতি-বর্ণের মুসলমানদের প্রাণস্পন্দন।
অন্যদের মাধ্যমে দখলকৃত যেকোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা— সমগ্র মুসলমানদের অপরিহার্য বিষয়। তবে ইসলামের প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্যসবগুলোর চেয়েও ভিন্ন ও গুরুত্বপূর্ণ।
প্রিয় পাঠক! আসুন মুসলমানদের কাছে মসজিদুল আকসা ও ফিলিস্তিন অসামান্য মর্যাদা-বৈশিষ্ট্য ও প্রাণাধিক প্রিয় হওয়ার নেপথ্য-রহস্য উম্মোচন করি এবং হাদিসে ফিলিস্তিন ও মসজিদুল আকসার বিশেষত্ব নিয়ে কী বলা হয়েছে— তা জেনে নিই
১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৬
উদারত১২৪ বলেছেন: ধঅনাবাড
২| ১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ইহা মুক্ত করতে ক্রুসেডের দরকার; আপনি নেতৃত্ব না দিলে ইহা মুক্ত হবে না।
৩| ১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১০
কামাল১৮ বলেছেন: দাউদ নবীর পুত্র সোলেমান নবী এখানে একটি বড় স্থাপনা তৈরি করেন।তারা ছিন ইহুদি।পরে রোমান খৃস্টানরা এটা দখল করে মাটির সাথে গুড়িয়ে দেয় এবং তাদের মতো করে কিছু স্থাপনা তৈরি করে।উমাইয়া খলিফা আব্দুল মালিক খৃস্টানদের থেকে দখল করে স্মৃতি চিহ্ন হিসাবে ডোম অব দ্যা রক নির্মান করেন ৬৯১ খৃঃ আর আল আকসা মসজিদ নির্মান হয়৭০৯ খৃঃ এটাও ওমাইয়ারা করে।এরপর বহুবার এটা হাত বদল হয় দুইশত বছরব্যাপী ধর্মযুদ্ধের সময়।সুলতান সালাউদ্দিন শেষবার এটা দখল করার পর থেকে মুসলমানদের হাতেই আছে।খিলাফত শেষ হবার পর বৃটিশরা এটা দিয়ে দেয় ইহুদিদের হাতে।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৫
জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।