![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামনিকে হারিয়েছি আজ থেকে এক যুগ আগে। মামনি যে কি জিনিস তা আমি হাড়ে হাড়ে টের পাই। মামনি ছাড়া জীবন কি যে কষ্টের । আহ । মামনির কথা খুব মনে পড়ছে আজ। তোমাদের যাদের মামনি আছে তারা বুঝবেনা মামনি কি জিনিস, মামনি কত বড় সম্পদ। মামনি যার নেই তার পৃথিবীতে কিছুই নেই, তার জীবন মরু হাহাকার। বড় ইচ্ছে হয় ইশ আমি যদি একটি বার আমার কলিজা মামনির দেখা পেতাম, বলতাম তুমি আমাকে নিঃস্ব করে এভাবে চলে গেলে কেন ? তোমার সাথে আমাকে নিয়ে গেলেই তোঁ পারতে। মামনি তুমি তোঁ আমাকে অনেক আদর করতে অনেক ভালবাসতে। কিন্তু মামনি তুমি জান তোমাকে হারিয়ে আমি এখন কিভাবে বেচে আছি। বেচে আছি ঠিকই তবে প্রাণহীন দেহের মতো।
©somewhere in net ltd.