নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ইউনুস খান

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।

ইউনুস খান › বিস্তারিত পোস্টঃ

মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে নির্বাচনী প্রচার

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২০

চাঁন মিয়ার এইবারের নির্বাচনী প্রতীক হলো ঢেঁকি। উনার মিছিলে স্লোগান উঠলো-

"চাঁনু মুন্সীর বুইড়া ঢেঁহি

যাইবো এবার, গেছেগারে, চিনলিনারে।"



এরকম মজার মজার কথা দিয়ে হতো নির্বাচনী প্রচার, মাইকিং, মিছিল। এরকম কিছু মজার মজার স্লোগান নিয়ে আমার আজকের এই আয়োজন। এই স্লোগান গুলো আমার স্মৃতি থেকে নেওয়া।



"দিকে দিকে একি শুনি, হরিণ মার্কার জয়োধ্বনি"।



চেয়ারম্যানি নির্বাচনে একজন প্রার্থী পেলো হাঁস মার্কা উনার মিছিলে-

"ঐ হাঁস যাবে হাঁস যাবে বাঁশ যাবে"।



আরেকজন প্রার্থী পেলো আনারস উনার মিছিলে-

"গাল বেয়ে পরে রস, এইবার যাইবো আনারস"।



আমার আব্বা এগার বছর চেয়ারম্যান ছিলেন। আমরা তখন ছোট। আমার মনে আছে শেষবার যখন আব্বা নির্বাচন করলো তখন আমি ছিলাম মিছিলের সম্মূখে, সেখানে আমি স্লোগান তুললাম-

"আমার ভাই তুমার ভাই

রহিম ভাই রহিম ভাই।।

রহিম ভাইয়ের মার্কা কি

খেঁজুর গাছ খেঁজুর গাছ।।"

মানুষজনরে দেখি স্লোগান না দিয়ে হাসে। আমি তো কিছুই বুঝবার পারছিনা, তখন দেখি আব্বা এসে আমাকে বললো জ্বি ভাই আপনি অনেক কষ্ট করেছেন। এখন বাদ দিন।



সংসদ নির্বাচনের স্লোগানও কিন্তু জটিল টাইপের।



"এক জিয়া/মুজিব লোকান্তরে

লক্ষ্য মুজিব/জিয়া ঘরে ঘরে"।



"আর দিওনা নৌকায় ভোট

এবার যাবে ঐক্যজোট"।



"আর যাবেনা ঐক্যজোট

এবার দিবেন নৌকায় ভোট"।



"বার টাকা সের চাল খেতে চাও

নৌকা মার্কায় ভোট দাও"।



এরকম অসংখ্য মজার মজার স্লোগানে স্লোগানে আকাশ ভারী হয়ে যেত।







মন্তব্য ২৪ টি রেটিং +৭/-২

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৪

চন্দন বলেছেন: নষ্টালজিক :)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৮

ইউনুস খান বলেছেন: হুমম

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৫

রুবেল শাহ বলেছেন: জাক্কাস...........:)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০

ইউনুস খান বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখাজোকা শামীম বলেছেন: আবার আসিতেছে সেই সব দিন

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩১

ইউনুস খান বলেছেন: শামীম ভাই আপনি খুব কৃপণ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

লেখাজোকা শামীম বলেছেন: কৃপণ বললেন কেন ?

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪২

ইউনুস খান বলেছেন: ভাই আপনার ব্লগে আমি কমেন্ট করলে উত্তর দেন না আবার আমাদের ব্লগেও আসেন না।

রাগ কইরেন না।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

অক্ষর বলেছেন: আবার আইতাছে কান ঝালাপালার দিন

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

ইউনুস খান বলেছেন: হ নাজমুল ভাই আবারও আইতাছে, গলা ভাঙ্গবো, লাল চা চলবো।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: আবার আসিব ফিরে .......................................এই ব্লগে বার বার ।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। মার শরীরের অবস্থা এখন কেমন? মার জন্য দোয়া রইলো।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০২

রাজর্ষী বলেছেন: ফেনী কলেজের তহবিল তসরুপরে বিরুদ্ধে আন্দোলনের একটা শ্লোগান নাকি ছিলো নিম্নরুপ।

"হেনি কলেজের টিয়া লই
চুদুর বুদুর চইলত ন "

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৭

ইউনুস খান বলেছেন: হা হা হা মজার স্লোগান

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৬

পাগল কবি বলেছেন: এইসব স্লোগান শুইনা আমার কলেজের লাইফের কিছু স্লোগান মনে পইড়া গেলো। একদিন দেখি কলেজে ছেলেপুলে মিছিল করতাছে। স্লোগান হইলঃ "কলেজ ক্যাম্পাসে মিছিল মিটিং... চলবে না চলবে না..."

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৩

ডগরোজ বলেছেন: আমার ভাই তোমার ভাই ইউনুস ভাই ইউনুস ভাই,
মজা করলাম ভাই, আপনিওতো একদিন নির্বাচনে আসতে পারেন, তাই অগ্রিম দিয়ে রাখলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৮

ইউনুস খান বলেছেন: হা হা ধন্যবাদ আপনাকে।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০

অক্ষর বলেছেন: (আপনার আগের পোস্টে যেই মন্তব্য করছি, ঐটা কিন্তু ফাযলামি কইরা, মাইন্ড খাইয়েন না কিন্তু ভাই;))

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৬

ইউনুস খান বলেছেন: এক্সপেরিমেন্ট চলুক নাজমুল ভাই।

মাইন্ড কেমনে খায়? :)

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৫

অক্ষর বলেছেন: ও ভাই রাগ করলেন নাকি:(

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৬

ইউনুস খান বলেছেন: না নাজমুল ভাই।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৩

তামিম ইরফান বলেছেন: কেমনাছেন ইউনুস ভাই:)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৬

ইউনুস খান বলেছেন: তামিম ভাই যে। জ্বি জ্বি ভালা আছি। আনহে কেমন আছুইন? মন ভালানি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.