নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

যাকাতের কাপড় এতো নিম্নমানের দেওয়া হয় কেন.....?

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে যাকাত আদায় করা হলো অন্যতম স্তম্ভ। মহান আল্লাহপাক পবিত্র কুরআনে বলেছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো (সূরা বাকারাহঃ৪৩) এভাবে পবিত্র কুরআনের বহু জায়গায় সালাত আদায়ের পাশপাশি যাকাত আদায়ের গুরুত্ব বর্ননা করেছেন বা নির্দেশ দিয়েছেন। পবিত্র হাদীসেও যাকাতের আদায়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে।

যাকাত হচ্ছে দুনিয়ায় আমাদের অর্জিত সম্পদের কিয়দাংশ অভাবী, গরীব দূঃখিদের মাঝে বন্টনের আল্লাহ ও রাসূল(সঃ) এর আদেশ। যাকাত আদায় আমাদের সম্পদকে আরো পরিশুদ্ধ করে। এটা অভাবী, গরীব দূঃখিদের হক অথচ এই যাকাত আদায়ে আমরা কতইনা গড়িমরসি করি।

আমরা বুঝেতেই পারি না আমাদের জন্য এর গুরুত্ব কতটুকু।

আমরা মনে করি দুনিয়ায় আমাদের অর্জিত সম্পদতো আমারই কস্টে ও পরিশ্রমের অর্জন কিন্তু আসলে তা নয়, সমস্ত সম্পদ মহান আল্লাহ পক্ষ হতে আসে ।

আমাদের দেশে দেখা যায় যাকাত আদায়ে অভাবী, গরীব দূঃখিদের মাঝে শাড়ি, লুংগি ও কিছু পরিমান নগদ অর্থ প্রদান করা হয় এবং তা দীর্ঘ সময় লাইন ধরে দাঁড় করিয়ে কষ্টের সহিত দেওয়া হয়।

আবার যা দেওয়া হয় তা একেবারই নিম্নমানের কাপড়। তারা গরীব বলেই কি তাদের প্রতি এমন উপহাস মূলক দৃষ্টিভংগি।

আমাদেশে দেখা যায় অনেক কাপড়ের দোকানে লিখে রাখা হয়

"এখানে যাকাতের কাপড় পাওয়া যায়" আমার প্রশ্ন যাকাতের কাপড় কি আলাদা হয়.....? সেটা কেমন....? নাকি শাড়ি লুংগিই হলো যাকাতের কাপড়....? হায় কি মানুষিকতা।

অথচ বিত্তশালীরা একটু চেস্টা করলেই এই নিম্নমানের শাড়ি লুংগি বিতরণ না করে কিছু নামাজী অভাবী, গরীব দূঃখিদের বেছে একটি পরিবারকে বেশী পরিমান আর্থিক সাহায্য করতে পারে তাহলে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে আর এতে সমাজ তথা রাস্ট্রে অভাবী বা গরীব লোকের সংখ্যা কমতে পারে কেননা একটি শাড়ি বা লুংগি একটি মানূষকে সাময়িক ভাবে খুশি করতে পারে বা তার প্রয়োজনকে মিটাতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদী সুফল পাওয়া যায় না।





ধন্যবাদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

দুরের পাখি বলেছেন: এটা আসলে অত্যন্ত মজার এবং একটু বিব্রতকর অর্থনৈতিক সমস্যা । যাকাতের কাপড় উন্নতমানের দিলে যারা সত্যিকারের গরীব না তারাও কাপড় নিতে যাবে ফলে যাদের আসলেই দরকার তারা ঠিকমত পাবে না । আবার লাইনে দাঁড়িয়ে কাপড় নিয়ে সেই কাপড় অন্য জায়গায় বেচে দিবে এমন লোকেরও অভাব পড়বে না । নিম্নমানের কাপড় দিলে বাইরে বিক্রিও করা যাবে না, কারণ কেউ কিনবে না । সবদিক বিবেচনা করলে দেখা যায় নিম্নমানের কাপড় দিলেই যাদের সত্যিকারের দরকার তাদের হাতে যাওয়ার সম্ভাবনা বেশি ।

নগদ টাকা দেয়ার ব্যাপারে সমস্যাও একই রকম । আপনি যদি লোভনীয় পরিমাণ নগদ টাকা দিতে যান, তাহলে যাদের যাকাত নেয়ার মত অভাব নাই তারাও টাকা নিতে যাবে । সবচে ভালো হয় আপনার হাতে যদি সত্যিকারের অভাবী যারা তাদের বিশ্বাসযোগ্য তালিকা থাকে । এমনটা করার জন্য আপনাকে ঘুরে ঘুরে ছদ্মবেশে দেখতে হবে কারা কারা অভাবী, তারপর তাদের হাতে নিজে গিয়ে তুলে দিয়ে আসতে হবে টাকা । যাকাত দেয়ার জন্য এত ঝামেলা সাধারণত কেউ করতে চায় না । এইজন্য সহজ উপায় হইলো অল্প পরিমাণে দেয়া যাতে সত্যিকারের যাদের প্রয়োজন তারা ছাড়া অন্য কেউ যাকাত নেয়াতে আগ্রহী না হয় ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪০

জহির উদদীন বলেছেন: ভালো বলেছেন....ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.