নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

অবাক করার দেশ বাংলাদেশ......X(X(X(X(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

বাংলাদেশে সংসদ এমপি'হলেই শুল্কমুক্ত গাড়ি, ভিআইপি মর্যাদা, লাল পাসপোর্ট আরও কত কি ভাবে লাভবান হওয়া যায় কিন্তু একজন বাংলাদেশী নোবেল বিজয়ীর আজ একি দশা করে ছাড়ছে আওয়ামী সরকার।

এনবিআরের নতুন প্রতিবেদন দিয়েছে....

ড. ইউনূস সরকারি কর্মকর্তা, তাই প্রবাস আয় করমুক্ত নয়!

আপনারা হয়তো অনেকেই বলবেন এটা এনবিআরের নিয়ম মাফিক কাজ কিন্তু আমি বলব এটা সরকারের আরেকটিবার ড. ইউনূসকে খাটো করার প্রয়াশ বা হীন মানুষীকতা।

কয়টা ব্যবসায়ী, এমপি, মন্ত্রী দূর্নীতি বা আয়কর না দেওয়ার জন্য ধরেছে এনবিআর, আমরা দেখিনি ও শুনিনি এমন....

যেমন চোরন্জিত, বীর দর্পে ঘুড়ে বেড়ায় ও সংবিধানের নসিহত করে কিন্তু চুরির পয়সার খবর নেয় না।

চোরন্জিতের সেই বিখ্যাত উক্তি ‘বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না, ছাড়ছে ইউনূস মিয়ারে?‘



বাংলাদেশে সংসদ এমপি'হলেই বিদেশ থেকে শুল্কমুক্ত গাড়ি আনতে পারেন, দাপিয়ে ঘুড়ে বেড়ান সাড়া দেশ, অথচ ড. ইউনূস বাংলাদেশের জন্য যে বিরল সন্মান বয়ে আনলেন তার কোনোই মূল্য নাই এই সরকারের কাছে। এখন পিছে লেগেছে যে ড. ইউনূস প্রবাস আয় করমুক্ত নয়!



সরকারের পঁচনতো আগেই ধরেছে এখন বাকি আছে গলে যেতে...



















সূত্রঃ প্রথম আলো

Click This Link









মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল্ ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

জহির উদদীন বলেছেন: আমার খারাপ লেগেছে.....

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

তোমোদাচি বলেছেন: এখন আবার অনুসন্ধান চলছে সাংসদের পদ লাভজনক কিনা!!

সাংসদের পদ যদি লাভজনক না হয় তাহলে বাংলাদেশে আর কোন পদ লাভজনক নেই!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

জহির উদদীন বলেছেন: শেখ হাসিনার পা চাটাই সবচেয়ে বড় কাজ...এ পদে যারা আছেন তারাই লাভবান.......

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

মদন বলেছেন: মানুষ যে তার নিজ হিংসা চরিতার্থ করতে কত নীচে নামতে পারে তা হাসিনাকে না দেখলে কেউ বুঝবে না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

জহির উদদীন বলেছেন:

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
ওনার উপর ব্যক্তিগত আক্রোশ হয়েছে বলে আমি মনে করিনা।

ডঃ ইউনুস কে গ্রেফতার করা হয়নি
ইউনুসের গ্রামীন ব্যাঙ্ক বন্ধ করা হয় নি, চলছে।
ওনার একাউন্টও বাযেয়াপ্ত করা হয় নি,
ওনার মালিকানা অংশ অধিগ্রহন করা হয় নি,
গ্রামীন ব্যাঙ্কের সহযোগি প্রতিষ্ঠানগুলো (গ্রামীনফোন,গ্রামিন শক্তি, ফূডস ইত্যাদি) বন্ধ করা হয় নি,
ওনার বিদেশ গমনে কোন নিষেধ্যাজ্ঞা নেই।

শুধু প্রচলিত ব্যাঙ্কিং আইনে এজ ব্যারিয়ার অতিক্রম করার পর তার এই পদে থাকার অধিকার নেই।

তিনি সর্বচ্চ আদালতে রিট করেছিলেন। লাভ হয়নি।
ব্যাঙ্কিং আইন দেখে বেঞ্চ রিট খারিজ করে দেন মহামান্য আদালত।

এটি পড়ুন

Click This Link

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

জহির উদদীন বলেছেন: আপনার পোষ্টে মন্তব্য করেছি, নিজ দায়িত্বে বুঝে নিয়েন.....

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুঃখজনক...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

জহির উদদীন বলেছেন: সরকারের জন্য সুঃখজনক.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.