![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
পপতারকা শাকিরার গাওয়া বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকা গানটির সুর নাকি চুরি করা- এমনই দাবি করেছেন ডমিনিকান সুরকার উইলফ্রেডো ভার্গাস। এজন্য তিনি মামলাও ঠুকে দিয়েছেন এ পপ সেনসেশনের বিরুদ্ধে। খবর মোমেন্টো অনলাইনের।
ইন্টারনেটে বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে গানটির লেখক শাকিরা,কিন্তু খুব কম জায়গাতেই উল্লেখ করা হচ্ছে গানের কোরাস নেওয়া হয়েছে গোল্ডেন সাউন্ড গ্রুপের ক্যামেরুনিয়ান মিলিটারি সঙ্গীত "Zangaléwa" ("Zamina mina") থেকে।গানটি(১৯৮৬) এত জনপ্রিয় হয়েছিল যে গোল্ডেন সাউন্ড তাদের নাম পরিবর্তন করে "Zangaléwa" রাখে। গানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আফ্রিকান দাঙ্গকারিদের সপ্রশংস সমর্থনসূচক গাওয়া গান।গ্রুপের অধিকাংশ সদস্যই ক্যামেরুন আর্মির সদস্য।ভিন্ন একটি ওয়েব সাইট এ জানা যাচ্ছে গোল্ডেন সাউন্ড গঠিত হয়েছিল প্রেসিডেন্সিয়াল গার্ড এমিলি কোজেডাই,ভিক্টর ডুহ বেলেই এবং গ্রুপ লিডার জে বেল্লা দের নিয়ে।মূল গানটিতে নিচের কোরাস ছিল:
Zaminamina oh oh
Waka waka eh eh
Zaminamina zangalewa
Anawam ah ah
অর্থ:
Zaminamina oh oh - Come, Come
Waka waka eh eh - Waka waka means "Do it". Waka meaning "walk while working".
Zaminamina zangalewa - Come, who sent you?
Anawam ah ah - Yes, I did
গানটি এখনও আফ্রিকার সেনা,পুলিশ, বয় স্কাউট,খেলোয়াড় এবং তাদের সমর্থকরা ট্রেনিং এবং রেলির সময় ব্যাবহার করে থাকে। এই গানটি সমগ্র আফ্রিকা মহাদেশে বিষেশত ক্যামেরুনে মার্চিং সং হিসেবে ব্যাবহৃত হয় এবং প্রত্যেকে গানটির সুর সম্পর্কে ঞ্জাত। গানটি "দ্যা মিলিটারি" নামে কলম্বিয়ায় জনপ্রিয়।গানটি সেখানে এসেছে পশ্চিম আফ্রিকান ডিজে দের মাধ্যমে১৯৮৮ এবং ১৯৮৯সালের মধ্যে।
শাকিরার গানটি মুক্তি পাওয়ার সময়,গোল্ডেন সাউন্ড গ্রুপ লিডার জে বেল্লা যিনি ৩০ বছর মিলিটারিতে চাকুরির পর ২০০২ সালে অবসর নিয়েছেন এবং বর্তমানে ক্যামেরুনের একটি গ্রামে বসবাস করছেন-ফ্রান্স থেকে একটি কল পান যে শাকিরা মাত্রই Zangalewa গানের রিমিক্স মুক্তি দিয়েছে। তিনি ঘোষনা দেন যদিও শাকিরার মত বিশ্ব সঙ্গীত ব্যাক্তিত্ব তাদের গান বিশ্বকাপ থিম সং হিসেবে গেয়ে তাদেরকে গর্বিত করেছে,তা সত্ত্বেও তাদের যথাযত কৃতিত্ব এবং পর্যাপ্ত ক্ষতিপুরন দেওয়া হবে বলে আশা করেন।
গোল্ডেন সাউন্ড এর গান]
ডমিনিকান সুরকার উইলফ্রেডো ভার্গা এবং গোল্ডেন সাউন্ড এর সুর করা গানের সাথে ওয়াকা ওয়াকা গানটির সুরে কিছু মিল আছে। নিচে ইউটিউব এর দুটি লিংক দেওয়া হল ।তিনটি লিংক দেখে পাঠকরা নিজেই যাচাই করে নিন কে আসল গায়ক , কে চোর আর কে চোরের উপর বাটপারি করেছে।
ওয়াকা ওয়াকা (শাকিরা)গানের লিংক
পুরানো গানের লিংক
গানের লিরিকটি সরাসরি নিচে দিয়ে দেওয়া হল।(Source:www.lyricsmania.com )
You’re a good soldier
Choosing your battles
Pick yourself up
And dust yourself off
Get back in the saddle
You’re on the front line
Everyone’s watching
You know it’s serious
We’re getting closer
This isn’t over
The pressure’s on; you feel it
But you got it all; believe it
When you fall, get up, oh oh
And if you fall, get up, eh eh
Tsamina mina zangalewa
Cause this is Africa
Tsamina mina eh eh
Waka waka eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
Listen to your god; this is our motto
Your time to shine
Don’t wait in line
Y vamos por todo
People are raising their expectations
Go on and feel it
This is your moment
No hesitation
Today’s your day
I feel it
You paved the way,
Believe it
If you get down
Get up oh, oh
When you get down,
Get up eh, eh
Tsamina mina zangalewa
This time for Africa
Tsamina mina eh eh
Waka waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
Tsamina mina eh eh
Waka waka eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১০ সকাল ১১:২১
ধানসিঁড়ি বলেছেন:
বিশ্বকাপ উত্তেজনায় পতাকা অবমাননার অবসান হোক