নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
বাংলাদেশে নারী স্বাধীনতা বলতে যা বোঝায় :
১)টিনেজ বয়সে সাইকেল চালানো।
২)ব্যাডমিন্টন খেলা ।
৩)বড় হয়ে পাইলট হওয়া।
বিশেষ করে পাইলট হওয়াটা খুবই জরুরি।অন্যথায় নারী স্বাধীন ও সফল হয়েছে একথা বলা যাবে না।নিদেন পক্ষে সামরিক বাহিনীর সদস্য হতেই হবে।
অন্তত বাংলাদেশের টিভি এডগুলো দেখলে তাই মনে হবে।
বছর পাচেক আগে এড গুলাতে সফল নারী বোঝাতে নারী ডাক্তার /হবু ডাক্তার দেখাতো।আমার কোন আপত্তি নাই।কথায় আছে অসুস্থ হলে, উপরে আল্লাহ, নীচে ডাক্তার।কিন্তু এখন নারী ডাক্তার/হবু ডাক্তার মোট ডাক্তার/হবু ডাক্তারের ৫০% এর মত।এইটাতে এখন বিজ্ঞাপন নির্মাতারা মজা খুজে পায় না,মেয়েদের ডাক্তার হওয়াটার ব্যাপারটা তাদের কাছে আকর্ষনিয় নয়। বরং মেয়েরা সেনা সদস্য হচ্ছে এইটাতে চার্ম খুজে পাচ্ছে।মেয়েরা অস্ত্র নিয়ে লাফ ঝাপ মারছে- ক্যামেরাতে ভাল আসবে।
একই কারনে সফল ও স্বাধিন নারী হিসাবে তারা নারি পাইলটদের দেখাচ্ছে।
সেনা সদস্য বা পাইলট হওয়া অবশ্যই সফলতা,কিন্তু শতকরা কয়জন মেয়ে সেনা সদস্য বা পাইলট হচ্ছে?আর বাকি পেশাজীবী মেয়েরা যে অবদান রেখে চলছে সেটাকে কারা হাইলাইটস করবে?ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক,আইনজীবী,স্থপতি সহ বিভিন্ন পেশায় নারীরা যে অবদান রেখে চলছে সেটা যেন নির্মাতাদের কাছে কিছু নয়।নাকি এইসব পেশায় গ্ল্যামার নাই।পাবলিক খাবে না।
বিজ্ঞাপন নির্মাতাদের বলবো, সবসময় ব্যাবসার কথা চিন্তা না করে,সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কিছু কাজ করুন।
©somewhere in net ltd.