নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

রসিক কারাবন্দী

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

জার্মানির দুই নম্বরের মোড়ল হ্যারমান গোরিঙ যখন বন্দী অবস্থায় ন্যুরেনবর্গ মামলার আসামি তখন জেলের গারদে যেসব মার্কিন মনস্তত্তবিদ তাকে পর্যবেক্ষন করতে আসতেন তাদের সাথে দুদন্ড রসালাপ করে নিতেন।একসময় তিনি তাদের বলেন:
'তোমরা মার্কিন,ইউরোপিয় জাতগুলোর বৈশিষ্ঠ বুঝবে কিভাবে?শোন:
একজন ইংরেজ:শিকারী(স্পোর্টস্ম্যান)
দুইজন ইংরেজ:একটা ক্লাব স্থাপন,
তিনজন ইংরেজ:হার ম্যাজেসটি কুইনের জন্য একটা কলোনি জয়।'
তারপর হেসে বলতেন,
'একজন ইতালিয়:গায়ক,
দুইজন ইতালিয়: ডুয়েট গায়ক,
তিনজন ইতালিয়:যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন।'
এবারে শুনুন,
'একজন জার্মান:পন্ডিত,
দুইজন জার্মান:একটি নতুন পলিটিকাল পার্টি স্থাপন,
তিনজন জার্মান:বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা।'
তারপর ফিস ফিস করে বলতেন,'আর জাপানিরা?'
’একজন জাপানি:রহস্যময়
দুইজন জাপানি: সে-ও রহস্যময়।
তিনজন জাপানি?’এবারে গোরিঙ রহস্যময় দৃষ্টিতে শ্রোতাদের দিকে তাকাতেন,তারপর বলতেন,
'তিনজন জাপানি---সে-ও রহস্যময়।’বলেই উচ্চস্বরে হেসে উঠতেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: একজন বাঙালি- কবি :(
দুইজন বাঙালি- কুৎসার ছড়াছড়ি
তিনজন বাঙালি- জামাত-বিম্প -আওয়ামিলীগ এর তর্ক
পোস্ট ভাল লেগেছে :(

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ আরন্যক রাখাল।ভাল বলেছেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


সব জাতির নিজস্ব চরিত্র আছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাঙালীর চরিত্র কি তাই ভাবছি।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

শাহাদাত হোসেন বলেছেন: জাপানীর আসলেই রহস্যময় ।আর বাঙ্গালিরা র্দুনীতিবাজ ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাঙ্গালিরা অতিথী-পরায়ন,এভাবেও ভাবা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.