নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

ভার্সিটি ভর্তিযুদ্ধের আড়ালে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮


কবি বলেছিল,"তোমরা পোলাপানের সাথে মজা নিয়ো না,তাহলে পোলাপানও মজা নিবে।"
রুয়েট ভর্তির জন্য ছাত্র খুজে পাচ্ছে না।ব্যাপারটা এমন নয় যে রুয়েট উচ্চ মানসম্পন্ন ছাত্র খুজে পাচ্ছে না।বরং পরিক্ষার্থীরা রুয়েটের নিম্ন মানস্মপন্ন ডিপার্টমেন্টগুলোকে বর্জন করেছে।রুয়েটে ৮৭০ টি আসনের জন্য ভর্তি পরিক্ষায় পাস করা ২৪৯৮ জনকে ডাকা হয়।(ফিফথ ওয়েটিং পর্যন্ত)।কিন্তু তারপরও ২৬১ টি আসন শুন্য থেকে যায়।গ্লাস এন্ড সিরামিক,ম্যাটেরিয়াল সাইন্স,আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং এর ৩০ টি করে ৯০ আসন শুন্য রয়ে গেছে।অথচ ভর্তি প্রক্রিয়া শেষ।
আর্কিটেকচারে ৪ জন,বিল্ডিং এন্ড কন্সট্রাকসন এ ১ জন, কেমিকাল এন্ড ফুড প্রসেসিং এ ৬ জন ভর্তি হয়েছে।
রুয়েট প্রশাসন বুঝেনি যে ডিপার্টমেন্ট এর বুয়েটে চরম ডিমান্ড, ওই একই ডিপার্টমেন্ট রুয়েটে ছাত্র পাবে না।রুয়েট আর বুয়েট এক জিনিস না।রুয়েট সেই প্রতিষ্ঠান যারা বাজেটের অর্থ ফেরত পাঠায়।যেখানে ফ্রী ওয়াই ফাই নেই,ছাত্ররা খারাপ হয়ে যাবে বলে।
ছাত্র পাবার জন্য রুয়েট কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিতে পারে:
১.ছাত্র ভর্তি হলে প্রত্যেককে একটা করে ল্যাপ্টপ দিতে পারে।না পারলে নিদেনপক্ষে ১ টা করে মোবাইলসেট।
২.শিরোইল বাস স্টপে বা রেল স্টেসনে দালাল নিয়োগ করতে পারে।এরা ছাত্র ভর্তি করাবে।বিনিময়ে রুয়েট কর্তৃপক্ষ তাদের মাল্টু দিবে।
৩।যেহেতু ভর্তি কোচিং এর জন্য বিপুল ছাত্র ঢাকায় আসে, ঢাকায় ফার্মগেট,সায়েদাবাদ,সদরঘাটেও কর্তৃপক্ষ দালাল নিয়োগ দিতে পারে।
৪.এখন বানিজ্যমেলা চলছে।বানিজ্য মেলার ভিতরে বা গেটের বাইরে "আপনার সন্তানকে সুশিক্ষা দিন" জাতিয় লিফলেট বিলি করতে পারে।
৫.কাবিখা র মত পবিখা(পড়ার বিনিময়ে খাদ্য) চালু করতে পারে।ভর্তি হলে ডাইনিং ফ্রি --টাইপ।
৬ স্যাররা ঘোষনা দিতে পারে ,"প্রাইভেটের মত আমরাও এবার ফাটাইয়া গ্রেডিং দিব।"

সবশেষে নিজেদের এম আই টি ভাবা বন্ধ করে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করে, আজেবাজে ডিপার্টমেন্ট চালু করা বন্ধ করতে হবে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: হা হা হা , কি শোনালেন!!
এমনও হতে পারে??

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: লিস্ট যুক্ত করা হলো।ঘটনা সত্যি।ফেল করা ছাত্ররাই ভর্তি হবে,

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: ভয়ানক অবস্থা !!!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: "পাবলিক ভার্সিটি" এই মুলা আর কাজ করছে না।মানুষ এখন ভালো সাবজেক্ট আর ভালো ভার্সিটি দুইটািই চায়;হোক প্রাইভেট,লাগুক টাকা-- ব্যাপার না।বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

আখেনাটেন বলেছেন: কী ভয়ানক অবস্থা! অাগপিছ না ভেবে নতুন নতুন বিভাগ খুলছে রাজনীতির মাঠে কিছু নতুন সৈনিকের কর্মসংস্থানের যোগান দিতে। অথর্ব শিক্ষক দিয়ে নতুন একটা বিভাগ সাজালে সেখানে যে কোয়ালিটি শিক্ষা পাওয়া যাবে না তা অভিভাবক ও ছাত্ররা বুঝলেও এই বলদদের মাথায় কোন দিন ঢুকবে না। দেশ রসাতলে যাক!

একদিন পাবলিক ইউনিতে ছাত্র ভর্তি করানোর জন্য বাড়ি বাড়ি যাওয়া লাগবে, যদি না নিজেদের শুধরে নিতে না পারে। কারণ অভিভাবকরা এখন যথেষ্ট সচেতন। অথবা থার্ড গ্রেডের ছাত্র দিয়ে অাসন পূরণ করা লাগবে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অতি সত্য কথা ।রুয়েট চৌদ্দ টা ডিপার্টমেন্ট খুলছে,কিন্তু ছাত্র কই?

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

আখেনাটেন বলেছেন: পোষ্টদাতাকে বলব, শিরোনামটা পরিবর্তন করে ভার্সিটি নিয়ে বড় করে দেন। যেন অনেক লোক পড়তে আসে অাকৃষ্ট হয়ে। এটা দেশের মানুষের জানা দরকার। দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চালচিত্রও এখান থেকে কিছুটা অান্দাজ করা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা একটা ভয়ানক অবস্থা দিয়ে যাচ্ছি।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: শিরোনাম পরিবর্তন করে দিলাম।ধন্যবাদ পরামর্শের জন্য।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভয়াবহ অবস্থা।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এবং বাস্তব অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.