নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের প্রোগামিং ---সেটা আবার কি জিনিস??

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২


মেয়েদের প্রোগামিং এ সেরা ব্র্যাক বিশ্ববিদয়ালয়-----প্রথম আলো।

বুদ্ধিবৃত্তিক,সৃষ্টিশীল,মননশীল কাজে আবার ছেলে মেয়ের বিভাজন কি?কখনও শুনেছেন নারী সাহিত্যে পুরষ্কার পেয়েছেন রাবেয়া খাতুন বা সেলিনা হোসেন?প্রকৃতি কি নির্ধারন করে দিয়েছে যে মেয়েরা বুদ্ধিবৃত্তিক কাজে ছেলেদের চেয়ে ভালো করতে পারবে না।তাহলে তো জুডিট পোলগার তার সময়ে সেরা দশ দাবা খেলোয়াড়ের একজন হতে পারতেন না।পোলগার পুরুষ দাবাড়ুদের সাথে পাল্লা দিয়ে খেলে গেছেন;হারিয়েছেন কাসপারভ কেও।

মেয়েদের প্রোগামিং এ কি ভ্যারিয়েবল,ডেটা টাইপ,অপারেটর,কন্ডিশনাল স্টেটমেন্ট,লুপ,ফাংশন ইত্যাদি আলাদা?তাহলে তো হার্বাট শিল্ডের আরেকটা বই লেখা লাগতো: সি প্রোগামিং ফর উইমেন।

আর যদি সুশীল সমাজ মনে করে ---প্রোগামিং মেয়েদের বিষয় না;তাই তাদের জন্য আলাদা প্রোগামিং কনটেস্ট এর আয়োজন করা দরকার তাহলে ছেলেদের জন্য রান্না-বান্নার আলাদা কনটেস্ট আয়োজন করা উচিত।কারন রান্না-বান্নাও ছেলেদের বিষয় না।ছেলেরা কুকিং শো তে মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারলে মেয়েরা ছেলেদের সাথে প্রোগামিং প্রতিযোগীতা করতে পারবে না কেন?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: হুম।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

করুণাধারা বলেছেন: হাস্যকর কথা! প্রথম আলোর কোন পাতায় এমন কথা লিখল? মিস করেছি।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পৃষ্ঠা ১৪,বিঙ্গান ও প্রযুক্তি।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: বাংলাদেশে অনেক কিছুই সম্ভব।

কি আর করা......

তবুও আপনি লিখলেন!

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: উইমেন এম্পাউয়ারমেন্ট এর নামে অনেক কিছু হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.