নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

কিছু হটকারীতামূলক প্রশ্ন।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭


আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে?
একটি ভাল বই,সুন্দর একটি গান,ব্লগিং।
আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে?
কেউ কাওকে দেয় না;এটা বিনিময় হয়।আবার কারো কারো কাছে শারিরীক তৃপ্তি গুরুত্বপূর্ণ নাও হতে পারে।
আপনার কাপড় কেচে দেয় কে?
কাজের বুয়া।
আপনার রান্না করে দেয় কে?
কাজের বুয়া।
আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কে?
কাজের বুয়া।
আপনার বাসা গুছিয়ে রাখে কে?
কাজের বুয়া।
আপনার বাবা মার সেবা করে কে?
কাজের লোক/বুয়া।
আপনার বাসায় মেহমান আসলে তাদের আপ্যায়ন করে কে?
কাজের লোক/বুয়া।
আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দেয় কে?
স্কুল,মাদ্রাসার শিক্ষক,প্রাইভেট টিউটর।
আপনি অসুখে পড়লে আপনার সেবা করে কে?
পকেটে টাকা থাকলে অনেকেই সেবা করে।
বিপদে স্বান্তনা দেয় কে?
অনেকেই দেয় ,আবার অনেকে দোষও দেয়।কোনটাই কোন কাজের না।
আপনি মারা গেলে চার মাস দশ দিন শোক পালন করে কে?
শোক পালন করে না; ইদ্দত পালন করে।আর মরে যাওয়ার পর মৃত ব্যাক্তির এতে কি এসে যায়?
কে আপনাকে বাবা হতে সাহায্য করে?
এই প্রশ্নটি হটকারীতামূলক।যাকে আমি মা হতে সাহায্য করি।

বাচ্চা উৎপাদন ছাড়া প্রায় সব কাজই কাজের লোক বা অন্যেরা করে।
তারপরও ছেলেরা বিয়ের সময় যৌতুক চায় কেন?
হাতীর মতো ব্যায়বহুল জিনিস পালন করা সহজ না।

উপরের সবকটি প্রশ্ন হটকারীতামূলক।এরকম হাজার প্রশ্ন পালটা করা যায়।কারন স্ত্রীরা নানা ভাবে তাদের স্বামীর উপর নির্ভরশীল।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


চাকরাণী, বুয়া, ঝি, বাংলাদেশের শহরের পরিবারগুলোকে চালিয়ে নিচ্ছে।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অতি সত্য কথা।ঢাকায় অনেকের বাসায় তিনজন পর্যন্ত কাজের লোক রাখা হয়।একজন সকালে আসে,একজন বিকেলে আসে।একজন শুধু সিড়ি মুছে।অনেকের বাসায় ছোট খাটো কাজের জন্য বাচ্চা কাজের মেয়ে থাকে।

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি ভেবেছিলাম, শেখ হাসিনা "চাকরাণী" প্রথার অবসান ঘটানোর জন্য গরীব মেয়েগুলোর দায়িত্ব নেবেন, উহার মাথায় আসলে কোন ভালো ভাবনা নেই।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাংলাদেশ বহুবিধ সমস্যায় আক্রান্ত।সে সব সমস্যা সমাধানের চেয়ে জনগণকে "চোখ ধাধানো " উন্নয়ন উপহার দিতে তিনি ব্যাস্ত।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: বুয়া শব্দটা আমার পছন্দ নয়। তাদের সহকারী বলা যেতে পারে।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সহকারী নামটা একটু কেতাবী এবং বড়।তাছাড়া অসম্মান করার জন্য তো কেউ তাদের বুয়া বলে ডাকছে না।কেবল সম্বোধন করার জন্য প্রচলিত একটা শব্দ মাত্র।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

ইসমত বলেছেন: শৈশবে পাকিস্থানে থাকা আমার কিছু কাজিন এখনো ফুপুকে বুয়া সম্বোধন করে।

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ইন্ডিয়ানরাও বলে,হিন্দি সিনেমায় দেখা যায়।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৬

মেহেদি_হাসান. বলেছেন: আমি এক বুয়াকে বুয়া ডাকছিলাম বলে আমার সাথে দুদিন কথা বলেনি তৃতীয় দিন বললেন "আপনি আমাকে বুয়া ডাকবেন না খালা ডাকবেন"

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এদের বিনা কারনে বা অল্পতেই মান চলে যায়।সিলেটে রিকশাওয়ালাকে পাইলট না বললে প্যাসেন্জার নেয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.