নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

করোনাকালীন শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতীর যে পরিবর্তন প্রয়োজন।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২


গত মার্চ মাস থেকে স্কুল,কলেজ বন্ধ রয়েছে।শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে যে ক্লাস করছে তা শ্রেণী কক্ষে সরাসরি শিক্ষা লাভের মতো কার্যকারী নয়।পড়ালেখার অভ্যাসটিই অনেকের নষ্ট হয়ে গিয়েছে।এটি অভ্যাসের বিষয়-অনভ্যাসে বিদ্যা হ্রাস।উচ্চ মাধ্যমিকের একটি ব্যাচ পরীক্ষা ছাড়াই পাস করে ফেলেছে।পরবর্তী সেশনের পরীক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনাটা একটা বিরাট চ্যালেঞ্জ।এদের হটাৎ করে বা স্বল্প সময়ের নোটিসে পরীক্ষা হলে ঢুকিয়ে দেওয়া একরকম জুলুম হবে।তাদের পড়ালেখার অভ্যাস ধীরে ধীরে আবার গড়ে তুলতে হবে।এজন্য আমার কিছু প্রস্তাব আছে। তবে তার আগে আমার একটি অভিজ্ঞতার কথা বলে নিতে চাই।

সরকারি স্কুলে ৬ষ্ট,৭ম শ্রেণী পর্যন্ত বিষয় ভিত্তিক কোন শিক্ষক ছিল না।যিনি বাংলা পড়াচ্ছেন, তিনিই বিজ্ঞান পরাচ্ছেন।যিনি ইংরেজী পড়াচ্ছেন,তিনি পরিবেশ পরিচিতি পড়াচ্ছেন।ড্রয়িং শিক্ষকের কোন বালাই ছিল না।ড্রয়িং ক্লাস ভাল লাগতো;আকার হাত ভাল ছিল।এখনো আশা করি ভালো আছে।বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ব্ল্যাক বোর্ডে মেগা আকৃতীর সেন্ট্রিফিউগাল পাম্প এর ছবি একে ছাত্র-শিক্ষক সবাইকে বিস্মিত করেছিলাম।আমার আগে একজন আকার চেষ্টা করে ব্যার্থ হয়েছিল।মূল নকশাটি জটিল ক্যাড ড্রয়িং ছিল।স্কুলের কথায় ফিরে যাই আবার।ফাইভ বা সিক্স এ পড়ি তখন।ড্রয়িং প্রিয়ড চলছে। ম্যাডাম বললেন, তোমরা সবাই দোয়েল পাখির ছবি আকো।যারা দোয়েল আকতে পারতো তারা আকা শুরু করলো।বাকিরা বললো-ম্যাডাম, আমরা দোয়েল পাখি আকতে পারি না।তিনি বললেন,তাহলে কোকিলের ছবি আকো।কিছু ছেলে কোকিল আকা শুরু করলো।বাকিরা ম্যাডামকে জানালো তারা কোকিল আকতে পারে না।ম্যাডাম বললেন,তাহলে তোমরা ফুলের ছবি আকো।বেশির ভাগ ছেলেই এবার সন্তুষ্ট হল।দু’চার জন ছেলে দাঁড়িয়ে গেল-তারা ফুলও আকতে পারে না।ম্যাডাম খুব ভাল ছিলেন,তিনি হাসতে হাসতে বললেন,-তোমরা যে যা আকতে পারো তাই আকো।
আমার মনে হয় এখন এ পদ্ধতী অবলম্বন করার সময় হয়েছে।অটো পাসের চেয়ে ইহা উত্তম।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭

আহলান বলেছেন: গুরুত্বপূর্ন বিষয়!

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আমি হালকা লেখাই লেখি।পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



করোনায় এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব ছিলো কিনা?

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: না,ছিল না।তবে নতুন বছরে নতুন ফর্মূলায় পরীক্ষায় হতে পারে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: সম্পূর্ন সহমত।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার ফর্মুলাটি আমি ঠিক বুঝতে পারি নাই। মানে আপনি কি বলতে চেয়েছেন, যে যা পারে, সেই তাই লিখত! আর সেটার ভিত্তিতেই পাস ফেল ??

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পাস-ফেল অটোপাসের বর্তমান নিয়মে হবে।তবে একে পরীক্ষার মোড়কে উপস্থাপন করা হবে।আনুষ্ঠানিকতার জন্য এটা করা হবে।আনুষ্ঠানিকতা থাকলে অটোপাসের চেয়ে নতুন পদ্ধতীতে পাসের গুরুত্ব ও মাহাত্ম বাড়বে।ছেলে-মেয়েরা কনফিডেন্স পাবে--পরীক্ষা দিয়ে পাস করেছি।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " না,ছিল না।তবে নতুন বছরে নতুন ফর্মূলায় পরীক্ষায় হতে পারে। "

-সব উন্নত দেশে পরীক্ষা হয়েছে, ভারতেও পরীক্ষা হয়েছে; দেখছেন, এই ব্যাপারে আপনার চিন্তাশক্তি ও ধারণা সঠিক নয়।

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাংলাদেশ উন্নত বিশ্ব নয়,এমনকি ভারতও নয়।ভারতে ৮০ জন ছাত্র এক ক্লাসে গাদাগাদি করে ক্লাস করে না।বাংলাদেশে বাস্তবতা ভিন্ন,এখানে বেচে থাকাটাই একটা মিরাকল।উন্নত বিশ্বে,ভারতে করোনায় মৃত্যু,সংক্রমন সবকিছুই আকাশছোয়া।এটাও মানতে হবে।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: দেশের শিক্ষাব্যবস্থা জটিল!!

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জ্বী ভাই,জটিল।মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.