নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে ফজলুল হককে ক্রমাগত ভুল সিদ্ধান্ত নেওয়া একজন রাজনীতিবিদ বলে মনে হয়।ফজলুল হককে বঙ্গবন্ধু ভক্তি ও শ্রদ্ধা করতেন।তার সাথে বঙ্গবন্ধুর নানা-নাতীর সম্পর্ক ছিল।ফজলুল হকের বিভিন্ন ভুল সিদ্ধান্তকে তিনি বৃদ্ধ বয়সের দুর্বলতা বলে উল্লেখ করেছেন।বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানও ফজলুল হককে শ্রদ্ধা করতেন।তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, হক সাহেবের বিরুদ্ধে কিছু না করতে,তিনি এমনি এমনি শের-ই-বাংলা হন নাই।
এ কে ফজলুল হকের যে সমস্ত কর্মকান্ড অসমাপ্ত আত্মজীবনীতে প্রশ্নবিদ্ধ হয়েছে----
১.ফজলুল হক যুক্তফ্রন্টে মুসলীম লিগের বিতাড়িত সদস্যদের প্রবেশ করার সুযোগ করে দিয়েছিলেন।
২.প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে তিনি মুজিবর রহমানকে মন্ত্রীত্ব দিতে চান নাই।
৩.যুক্তফ্রন্ট সরকারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তানী শাসকরা আদমজী পাট কলে বাঙালী-অবাঙালী দাঙ্গা লাগিয়ে দিয়েছিল।হক সাহেব বিবৃতী দিয়েছিলেন দাঙ্গায় যুক্তফ্রন্ট সরকারের দোষ আছে।
৪.কেন্দ্রীয় সরকার ৯২(ক) ধারা জারি করে পূর্ব বাংলার মন্ত্রীসভা ভেঙে দেয়।পাকিস্তান প্রধানমন্ত্রী মোহাম্মদ আলি ফজলুল হক কে মন্ত্রিসভা গঠনের লোভ দেখান।শর্ত-- আওয়ামিলীগকে মন্ত্রী সভায় নেওয়া যাবে না,সোহরাওয়ার্দি যুক্তফ্রন্ট্রের কেউ নয় ঘোষনা করতে হবে।এবং তারা মোহাম্মদ আলিকে পাকিস্তানের প্রধাণমন্ত্রী হিসাবে চান ঘোষনা করতে হবে।হক সাহেব এই প্রস্তাবে রাজী হয়ে যান।কিন্তু আওয়মিলীগ যুক্ত ফ্রন্ট্রে সংখ্যা গরিষ্ঠ ছিল।মুজিব ও আওয়ামিলীগের নেতারা সোহরাওয়ার্দিকে তাদের নেতা মানতো।
শেষ পর্যন্ত বঙ্গবন্ধু সভা ডেকে হক সাহেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হন।
০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অসমাপ্ত আত্মজীবনী শেখ সাহেবের লেখা বলেই মনে হয়।তার অনেক ব্যক্তিগত ঘটনা এতে স্থান পেয়েছে।তার যে একটা লেখার স্টাইল আছে সেটা পুরো বইতে অক্ষুন্ন আছে।ছোট খাট এডিট হয়েছিল কিনা জানা নাই।আপনার মন্তব্য থেকে অনেককিছু জানতে পারলাম।
২| ০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি সমাজ কতটুকু বদলায়েছেন, সেটা আপনি জানেন; তবে, আপনি ফজলুল হক সাহেব সম্পর্কে ভুল প্রচারণা চালাচ্ছেন।
০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এখানে আমি কোন ব্যক্তিগত মতামত দেইনি।রাজনীতি আমার আগ্রহের বিষয়ও না।অসমাপ্ত আত্মজীবনীতে তাকে যেভাবে পাঠক পাবে সেভাবেই উপস্থাপন করা হয়েছে।আমার মনে হয়েছে সবার জানা উচিৎ,বিশেষত যারা বইটি এখনও পড়েননি।মডারেটরের নোটশি পাবার সম্ভবনা আছে কি?
৩| ০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
কামাল১৮ বলেছেন: দুই জনই গোয়াড় টাইপের লোক ছিলেন।গায়ে গতড়ে বলবান ছিলেন।কৌশলের চেয়ে শক্তিতে বিশ্বাসী ছিলেন।গ্রেট কলকাতা কিলিংয়ে কম বেশি দুই জনেই অংশ গ্রহন করেছিলেন।
০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দাঙ্গার(রায়ট) কথা বিস্তারিত ভাবে অসমাপ্ত আত্মজীবনীতে এসেছে।
৪| ০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
@কামাল১৮,
আপনি বলেছেন, "দুই জনই গোয়াড় টাইপের লোক ছিলেন।গায়ে গতড়ে বলবান ছিলেন।কৌশলের চেয়ে শক্তিতে বিশ্বাসী ছিলেন। "
ফজলুল হক সাহবে বড় শরীরের ও বড় মাথার বাংগালী ছিলেন; অংক মাষ্টার্স'এ ১ম শ্রেনী পেয়েছিলেন।
০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।আপনাদের কাছ থেকে জানার,শেখার অনেক কিছু আছে।
৫| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০৮
অক্পটে বলেছেন: ধীরে ধীরে বোধহয় সব নেতাকেই দোষী স্বাভ্যাস্ত করা যাবে। শুধু আ.লীগের নেতানেত্রীদের কোন দোষ দেয়া যাবেনা। আ.লীগ দোষের উর্দ্ধে এই আইন পাস করা হোক।
০৯ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মুক্তিযুদ্ধের সময় দেশের জনগনকে নেতৃত্ত্ব দেওয়ার জন্য বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে কিছটা ক্রেডিট দিতেই হয়।দোষ নেই এমন কেউ নেই।সবারই ত্রুটি-বিচ্যুতী আছে।
৬| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৫
পিয়া২০২১ বলেছেন: শেখ সাহেবে কিভাবে কৃষক প্রজা তথা ফজলুল হককে ১৯৫৭ সালে আওয়ামীলীগের সাথে যুক্তফ্রন্ট করতে দেয়নি সেটা বিশদ জানা যায় মানিক মিয়ার রাজনৈতিক স্মৃতিকথা ''পাকিস্তানের রাজনীতির বিশ বছর'' বই পড়লে। এখানে বলে রাখা ভালো আমাদের এদিকে রাজনৈতিক পড়াশুনা মার্কামারা। যারা মুজিবের এই বই পড়ে ফজলুল হকের মত মানুষকে বিচার করে ফেলেন তাঁদের নিয়ে আমার বলার কিছু নেই। তবে বলবো আরও স্টাডি করুন কোন সাম্রপতিক প্রপাগাণ্ডাতে গা না ভাসিয়ে নিরপেক্ষ ইতিহাস পড়ুন জানুন সত্যিকারের ইতিহাস। মানিক মিয়া সেসময়ে ফজলুল হকের সাথে মুজিবের একটি অদূরদর্শী ব্যাবহার তথা কোয়ালিশন ফ্রন্ট না করে পরবর্তীতে ইস্কান্দার মীর্জার ডাকে সেন্ট্রালে মন্ত্রিত্বর লোভের ফাঁদে পা দিয়ে যে মার্শাল ল'র ক্রাইসিস টেনে আনাকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সর্বনাশ বলে উল্লেখ করেছিলেন।
১০ ই অক্টোবর, ২০২১ রাত ১:১৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এই ব্লগে ব্লগারের কোন ব্যাক্তিগত মতামত দেওয়া হয়নি।হক সাহেব ও তার কাজ নিয়ে বঙ্গবন্ধুর বিশ্লেষন ,ধারনা উপস্থাপন করা হয়েছে।সুতরাং বঙ্গবন্ধুর আত্মজীবনী দিয়ে হক সাহেবকে বিচারের অভিযোগ অমূলক।আপনি শেষ লাইনটি গুছিয়ে লিখুন।বর্তমানে উহা অর্থহীন।
৭| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৪
কামাল১৮ বলেছেন: @ পিয়া২০২১,নিরপেক্ষ কোন ইতিহাস নাই।যে পড়বে তাকে নিরপেক্ষ হতে হবে।যুক্তি প্রয়োগ করে সত্য মিথ্যা বুঝতে হবে।
১০ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সর্বজনীন বিষয় বাদে ,মানুষ এবং দলভেদে যুক্তিও ভিন্ন ভিন্ন।
৮| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০৪
নেওয়াজ আলি বলেছেন: দুই জনেই সম্মানিত লোক। তবে একজন আকাশ আরেকজন পাতাল।
১০ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ১০ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:৩৮
কামাল১৮ বলেছেন: যে পাঠক সেতো একজন।তার কি ভিন্ন ভিন্ন যুক্তি থাকতে পারে?সত্য মিথ্যা সে নির্নয় করবে যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে।অন্যের কি মতামত তাতে তার কি যায় আসে।
১০ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: প্রত্যেকের কাছে তার নিজ নিজ যুক্তি সত্য মনে হবে।অনেক বিতর্ক এভাবে শুরু হয়।পর মতের গুরুত্ব আছে বলেই আমাদের পরমত সহিষ্ণু হতে হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ১০ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৩
বিটপি বলেছেন: আমাদের পাক ভারতের ইতিহাসে এ কে ফজলুল হক ছিলেন এমন একজন রাজনীতিবিদ, যার কোন ভুল ছিলনা বললেই চলে। মানুষের জন্য সত্যিকারভাবে যদি কেউ রাজনীতি করে থাকে, তো সে হলেন এ কে ফজলুল হক। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি যে, বাংলাদেশ স্বাধীন হবার পেছনেও ওনার পরোক্ষ ভূমিকা আছে। জিজ্ঞেস করেন, কিভাবে?
১০ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কিভাবে?মনে হচ্ছে রাজনীতি নিয়ে আপনার পড়াশোনা অনেক।
১১| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩২
কামাল১৮ বলেছেন: এখানে পরমত অমত কোথায় পেলেন।আমি বলছি সত্য ইতিহাস বুঝার কথা।নিজের কাছে নিজের বুঝ।
১০ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জ্বী ভাই,ঠিক বলেছেন।আমিই পেচিয়ে ফেলেছি,বুঝতে ভুল করেছি।মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: ফজলুল হক ভুল করতে পারে এতে কোন সন্দেহ নাই তবে তার অবদান অনেক। বাঙালি মুসলমান যখন অবহেলিত, পদদলিত ছিল সেই ব্রিটিশ আমলে ফজলুল হক নিজের মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ সাহায্য করে এবং চাকরি দিয়ে এদেশের বাঙালি মুসলমানদের যে সহযোগীতা করেছিলেন তার তুলনা এখনো কারো সাথে হয় না। গরীব ঘরের যত মেধাবী কোলকাতা গিয়ে বড় বড় চাকরি পেয়েছে বেশির ভাগই তার সহযোগীতায়।
১০ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৯
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার মন্তব্যটি সবচেয়ে ভাল লাগলো।সন্দেহ নেই আপনি একজন বিজ্ঞ ও বিনয়ী মানুষ।
১৩| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ২:১১
রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
১১ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পোস্ট পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
প্রথমত, শেখ সাহেবের 'অসমাপ্ত আত্মজীবনী' কি শেখ সাহেব লিখেছিলেন?
পরের ব্যাপার হলো, শেখ সাহবে রাজনীতির দিক থেকে ফজলুল হক সাহেবের কাছাকাচিও ছিলেন না; শেখ সাহেবের বেশীরভাগ ভাবনাই ভুল ছিলো।