নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

তুর্কি সিরিয়ালে আমরা যা দেখি ।(তুর্কি সিরিজের ব্যবচ্ছেদ)

২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১


বাংলাদেশে তুর্কি ধারাবাহিকের সূচনা সুলতান সুলেমান সিরিজের মাধ্যমে। এক সময়ের পরাক্রম তুরস্কের সুলতান, তাদের বর্নাঢ্য জীবন ও সম্রাজ্য বিস্তার সম্বন্ধে এদেশের জনগণ সামান্যই অবগত ছিল।ফলে সিরিয়ালটি দর্শকপ্রিয়তা পায়।বর্তমানে এটি ৩য় বারের মতো পুনপ্রচার করা হচ্ছে।
রাজা বাদশাহ কেন্দ্রিক ধারাবাহিক ছাড়াও তুর্কি সামাজিক পারিবারিক কাহিনি নির্ভর ধারাবাহিকগুলো একসময় প্রচারিত হতে শুরু করে।টিভি দর্শক বাদেও অনেকে নেট থেকে ডাউনলোড করে জান্নাত সিরিজটি দেখেছেন সে সময়।এরপর তুর্কি সিরিজের ঢল নামে বাংলাদেশে।
এসব সিরিজে কিছু কমন গৎ বাধা বিষয় থাকে।আসুন দেখা যাক এ সব সিরিজে কি থাকে----
১)নায়িকার/নায়িকার মার একটা বিবাহ বহির্ভুত সন্তান থাকে যাকে নিয়ে নায়িকা/নায়িকার মা স্ট্রাগল করবে। লক্ষ্য করবেন বিবাহ বহির্ভুত সন্তানটি মেয়ে হলে সেটি নায়িকা হয়,ছেলে হলে সেটি মাইনর ক্যারেক্টার হয়।একটা বিবাহ বহির্ভুত শিশুর উপস্থিতি প্রায়শই তুর্কি ধারাবাহিকে দেখা যায়।
২)নায়ক কাছের বন্ধু দ্বারা প্রতারিত হয়।দীর্ঘ দিন পর নায়ক প্রতিশোধ নিতে ফিরে আসে।নায়কের বন্ধুও প্রতারিত হয়ে প্রতিশোধ নিতে ফিরে আসতে পারে।
এই ফর্মুলায় যেভাবেই হোক নায়কের শত্রুরা পূর্বে নায়কের বন্ধু ছিল।
৩)নায়ক/নায়কের গুরু ডন হলে তাদের চেয়েও বড় ডনের আবির্ভাব ঘটে শহরে।নায়ক ব্যবসায়ি হলে আরো বড় ব্যবসায়ির আগমন ঘটে।নায়ক স্ট্রাগল করতে থাকে।দর্শকের নাভিশ্বাস উঠে যায়---নায়ক বাচবে তো?
৪)নায়ক বা নায়িকার বাবা মার দ্বিতীয় বিয়ে থাকে।দুই পক্ষের ছেলে মেয়ে ও দুই সংসার নিয়ে জটিলতা তৈরি হয়।
৫)যখন আর কাহিনি বানাতে পারে না তখন একটা হীরের নেকলেস চুরি যায়।সেটা বিভিন্ন জনের হাতে ঘুরতে থাকে।এক সময় নেকলেস মালিকের কাছে ফেরত আসে,নেকলেস সংক্রান্ত জটিলতার অবসান হয়।
৬)ঐতিহাসিক নাটক হলে হাম্মাম খানায় মেয়েদের গোসল দৃশ্য থাকবে।রাজা বাদশার কাহিনি হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি হোক হাম্মাম খানার পরিবেশ ও সেখানে গোসলের দৃশ্য একই রকম থাকে।
৭)গোপন তথ্য জেনে ফেলায় বেশুমার দাসী,খাস দাসী গুপ্ত হত্যার শিকার হয় রাজপ্রাসাদে।সুলতান তদন্তের নির্দেশ দিয়েই ক্ষান্ত।বিচার আর হতে দেখা যায় না।বিচারহীনতার সংস্কৃতি শুধু এদেশেই নয়,বিদেশেও বিদ্যমান ছিল।
৮)নায়িকা ধনীর দুলালী হলে ভালবাসবে হত দরিদ্র রাস্তার ছেলেকে।নায়ক ধনীর দুলাল হলে ভালবাসবে গরীবের মেয়েকে।
৯)যে যত দরিদ্র তার আত্ম-সম্মানবোধ ততো বেশি।
রাস্তায় কোটি লিরার প্যাকেট পড়ে থাকলে নায়িকার বাবা সেটা ছুয়েও দেখবে না।
১০)প্রায় সিরিয়ালেই স্মৃতি হারানোর প্লট থাকে।নূন্যতম একবার,এমনকি একাধিকবারও থাকতে পারে।
১১)প্রায় সামাজিক/পারিবারিক নাটকে আলগা সাসপেন্স তৈরি করতে কিডন্যাপিং ঘটনা থাকে।কোন কোন সিরিয়ালে কিডন্যাপিং ডাল-ভাত সমতূল্য হয়ে যায়।সিরিজের বিভিন্ন চরিত্র বিভিন্ন সময়ে অপহৃত হয়।

এখন যেসব তুর্কি সিরিজ প্রচারিত হচ্ছে সেগুলো হিন্দি সিরিয়ালের সামান্য উন্নত সংস্করন।হিন্দি সিরিয়ালের মতো এগুলোর গল্প টেনে লম্বা করা হয়। কাহিনিতে যথেষ্ট গোজামিল থাকে।শুরুর দিকে একটা গল্প থাকলেও একসময় কাহিনি ফর্মূলার ভেতর ঘুরপাক খেতে থাকে।তবে তুর্কি সিনেমাগুলো অসাধারন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ এসব গার্বেজের বড় বাজার।

২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: একদম যথার্থ বলেছেন।থোর-বড়ি-খারা খারা-বড়ি-থোর কাহিনি।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: তুর্কি সিরিয়ালগুলি আমি দেখি নাই। এগুলিতে কি দেখায় সেটা নিয়ে আগ্রহ ছিল। আপনার লেখা থেকে ধারণা পেলাম।

২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: না দেখে ভালই করেছেন।প্রথম দিকে দু একটা সিরিজ মোটামোটি দেখা গেছে।এখন সব রদ্দি মাল।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

সোবুজ বলেছেন: আমাদের বিনোদনের বড় অভাব।তাই সময় কাটানোর জন্য এইসব দেখে এক শ্রেনীর মানুষ সময় কাটায়।

২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: একই টাইপের,একই ফর্মুলার সিরিজ দেখেও মানুষ বুঝতে পারে না এগুলো নতুন বোতলে পুরনো মদ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তুর্কি সিরিয়াল দখল করে নিয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এক্ষেত্রে আমাদের নাট্য নির্মাতা ও চ্যানেলগুলোর দায় কম না।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বাংলাদেশে চলে বিটিএস হিন্দি সোপ পাকিস্থানি ড্রামা ক্লাসলেস দেশী নাটক তামিলের বস্তাপচা মুভি আর স্পাইডারম্যান !
সাথে বিটিভি
আজ বিটিভির জন্মদিন ছিলো ।
তবে আপনি ইসলামী মনোভাবাপন্য টার্কি সিরিজ দিরিলিস : আর্তুগ্রুল বা কুরুলুস উসমান সম্পকে কিছুই বলেননি!

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এ্যাকশন জনরার এই সিরিজটি (দি রিলিস) বহিবিশ্বে ভাল চললেও দেশে খুব একটা ভাল চলেনি ।মারদাঙ্গা সিরিজ বলে অনেকেই দেখেনি,আবার অনেকে দেখেছে।এই সিরিজের কাহিনি হল আর্তুগ্রুলের হাত থেকে শত্রুর বার বার পালিয়ে যাওয়া,নিজের বাবা ,ভাই,মামাতো ভাই,গোত্রপতি,সেনাপতি সবার সাথে আর্তুগ্রুলের সমোঝতার অভাব।এবং আর্তুগ্রুলের ও গোত্রের সব গোপন তথ্য গুপ্তচর মারফত বারবার ফাস হয়ে যাওয়া।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: তুর্কি সিরিয়াল, হিন্দি সিরিয়াল এসব আমি দেখি না। তবে কোরিয়ান সিরিয়াল গুলো দেখি। দারুন লাগে।
আপনি বেশ সুন্দর লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:০১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ।তুর্কি সিনেমাগুলো দেখে না থাকলে দেখতে পারেন।আমার বেশ ভালো লেগেছে।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৩

বিটপি বলেছেন: হাম্মামখানার দৃশ্য কেবল সুলতান সুলেমান ছাড়া আর কোন সিরিয়ালে দেখানো হয়নি।

পাকিদের মনোরঞ্জনের জন্য আগে ভারতীয় সিরিয়ালের কোন বিকল্প ছিলনা। কিন্তু তুর্কি সিরিয়াল এসে তাদেরকে অনেকটা উদ্ধার করে দেয়।

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুলতান সুলেমান,সুলতান সুলেমান কোসেম এ হাম্মামখানার দৃশ্য নিয়মিত আইটেম ছিল।জননী ও জন্মভুমিতে এক্সক্লুসিভ আইটেম হিসাবে বেশ কবার হাম্মামখানার দৃশ্য ছিল।আজিজের ও তার মেয়েদের গোসলের দৃশ্য কয়েকবার দেখিয়েছে।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪১

রানার ব্লগ বলেছেন: তুর্কি ফুর্কি কোন সিরিয়াল আমি দেখি না ।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাল সিদ্ধান্ত।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৫

মেহেদি_হাসান. বলেছেন: তুর্কি সিরিয়াল হিন্দি সিরিয়ালের মতোই প্রচুর স্লো আর একই দৃশ্য, ঘটনা বার বার দেখায় এসব এখন আর দেখিনি নেটফ্লিক্স,ডিসনির সিরিজ ভালো লাগে

২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: খুবই সত্য কথা বলেছেন।গুরুত্বপূর্ণ এই বিষয়টি লেখায় বাদ পড়ে গিয়েছে।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৩

অপু তানভীর বলেছেন: বাংলাদেশে তুর্কি সিরিয়াল জনপ্রিয়তার কারণ হচ্ছে দুইটা । এক হচ্ছে, অনেক দিন পরে বাংলাদেশের মানুষ বিশেষ করে মধ্য বয়সী নারীরা হিন্দি সিরিয়ালের একটা বিকল্প পেয়েছে । নতুন কিছু দেখতে পেয়ে তার সেই দিকে ঝুকেছে । দুই হচ্ছে, ঐ সিরিয়াল গুলোতে মুসলিম সংস্কৃতি দেখানো হচ্ছে । তারা ভাবছে তারা হালাল কিছু দেখতে পাচ্ছে ! :D

২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক।মেয়েদের উন্মুক্ত হাটু ও কাধ ঘোলা করে চ্যানেল আই তে একটি সিরিজ হালাল করা হয়েছে।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।তুর্কি সিনেমাগুলো দেখে না থাকলে দেখতে পারেন।আমার বেশ ভালো লেগেছে।

হ্যাঁ দেখব। অবশ্যই দেখব।

২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ।মিরাকল ইন সেল নাম্বার সেভেন,স্মল সেপ্টেম্বর এ্যাফেয়ার মুভি দুটো কিছুদিন আগে চ্যানেল নাইনে দেখলাম।চমৎকার গল্প,মেকিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.